ফরিদপুরে পদ্মার চরে ইলিশের হাট চলছে মাছ ধরার মহাউৎসব
২৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম
ফরিদপুরের পদ্মার চরে বসছে ইলিশের হাট। চলছে ইলিশ মাছ মারার মহাউৎসব। আইনশৃঙ্খলাবাহিনী লোকেরা নিরব নিথর। ফরিদপুর-মুন্সিগঞ্জ-রাজবাড়ী এলাকার ফরিদপুরাংশের পদ্মায় চলছে ইলিশ ধরার মহাউৎসব। তেমনি নদীর তীরে ও চরে চলছে ইলিশ মাছ বিক্রির উৎসব।
সরকারিভাবে মা ইলিশ মাছ সহ সকল প্রকার ইলিশ মাছ ধরার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কেউ মানছে না কারো কথা। নদীতে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। পাশাপাশি উল্লেখিত জেলাগুলোর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ও পুলিশের কোন প্রকার নজরদারি লক্ষ্য করা যায়নি ইনকিলাবকে এমন অভিযোগ করলেন সংশ্লিষ্ট এলাকাবাসী। উপরন্তু ফরিদপুর সিএন্ডবিঘাট এলাকার নৌ পুলিশের ভূমিকা নিয়ে ওঠছে নানান কথা। জেলাবাসী বলছেন, পদ্মায় চলে ইলিশ মারার উৎসব। আর পদ্মার মাঝের চরে বা মাঝখানে চলছে ইলিশ বিক্রির উৎসব।
গতকাল ও এর আগের দিন ফরিদপুর সদর থানার ডিগ্রিরচড় ইউনিয়নের ১/২ নং ওয়ার্ডের পদ্মার দুর্গম এলাকা এবং নর্থচ্যানেল ইউনিয়নের ৩/৪ নং ওয়ার্ডের পদ্মা চরের দূর্গম এলাকার কবিরপুর, বড় পাঙ্গাশীয়া, ছোট পাঙ্গাশীয়া, আকটেরচর, শয়তানখালি, চন্দ্রপাড়া এলাকা তথা পদ্মা বেষ্টিতে এলাকায় দেখা যায়, ইলিশ মারার ভিন্ন ভিন্ন চিত্র। ফরিদপুর সদর থানার ডিগ্রীচড়ের ২নং ওয়ার্ড শেষাংশ এবং ১ নং ওয়ার্ডের পদ্মা চরের শেষ অংশে সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর মাঝখানে শতাধিক জেলে ছোট বড় ইলিশের জাল ফেলে মাছ ধরার মহা উৎসবে মেতে আছেন। কেউ নতুন জাল নদীতে ফেলেছেন। কেউ ইলিশসহ জাল টেনে তুলছেন। কেউবা আবার মনের আনন্দে নিজের কন্ঠে গান তুলে ছোট বড় জাল নদীতে ফেলেছেন। কেউ ছবি তোলা দেখে ইঞ্জিনের পাওয়ার বাড়িয়ে পালানোর বান করছেন।
এছাড়া নদীর দুই তীরেই লক্ষ্য করা গেছে মৎস্য শিকারীদের ও পাইকারদের অপেক্ষা। মৎস্য পাইকাররা নদীর পাড়ে মাছ নেয়ার জন্য অপেক্ষা করছেন বহুজন। অপরদিকে, যারা রাত জেগে পদ্মাকে নিজেদের নদী মনে করে রাতভর মাছ মারছেন তারা পদ্মার তীরে ওঠে নতুন জাল সাজিয়ে তুলছেন। কেউবা মাছ ধরতে গিয়ে ছেঁড়া জালে নতুন বুনন দিচ্ছেন।
পাশাপাশি পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের সদরপুর অংশে এবং চরভদ্রাসন উপজেলার বিপরীত পাশে দেখা গেছে ইলিশ মাছ ধরার মহোৎসব। সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর তথা নৌ-পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সেখানেও মৎস্য শিকারীরা তাদের মনের আনন্দে ইলিশ মাছ শিকার করছেন, সম্পূর্ণ নিজেদের মনে করে। জেলেদের কাছে মনে হয়েছে এই পদ্মা তাদের নিজেদের বাড়ির খাল।
প্রকাশ্যে দিনের বেলা মুন্সিগঞ্জ এর বিপরীত শিবচরের কাঠালবাড়িয়ার ঘাট, শিবচরের গাবতলীর ঘাট, সদরপুরের নারিকেল বাড়িয়ার ঘাট, সদরপুরের চন্দ্রপাড়া এলাকা পাশাপাশি গোয়ালন্দের মাঝপদ্মা, মানিকগঞ্জের জিটকার ফরিদপুরাংশে পদ্মায় ছিল মৎস্য শিকারীদের ব্যাপক উপস্থিতি। এদিকে সদরপুরের শয়তান খালি এলাকা দেখা গেছে শতাধিক মৎস্য শিকারীদের পদাচরণ।
কেউ মাছ ধরে পদ্মার পাড়ে আসছেন। কেউ মাছ কিনতে পদ্মার তীরে যাচ্ছেন। সেখানে নারী পুরুষেরও উপস্থিতি দেখা গেছে অনেক। মাছ ধরা এবং মাছ বিক্রি জন্য হঠাৎ ইলিশের হাট বসায় উৎসুক জনতা বলাবলি করছেন, এমন বাজার সারা বছর থাকলে খুব ভালো হয়। কারণ খাজনা চাঁদা ও পুলিশের ঝামেলা কিছুই নেই।
ভাঙ্গা উপজেলা ও সদরপুর উপজেলার শেষাংশ শিবচর উপজেলার গাতলীবাজার পদ্মার ঘাট। এখানে বিশাল চরে রাতদিন বসছে ইলিশ বিক্রির বিশাল হাট। এটা হাটেও দেখা গেছে শতাধিক নারী পরুষ। পদ্মার চরের বালু এবং কাশবনের মাঝখানে ইলিশের বেচা বিক্রির উৎসবের হাটে মানুষের জনাকীর্ণ অবস্থায় ও চোখে পড়ার মত। ইলিশ মাছের ক্রেতা-বিক্রেতা কারোর মনেই কোন দ্বিধা ছিল না। ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভয়।
অপরদিকে, ফরিদপুর অংশের রাজবাড়ী জেলার বিপরীত পাশ মানিকগঞ্জ ল্যাসরাগঞ্জের পদ্মার পাড়ে ইলিশ মাছ মারার মহা উৎসবও দৃশ্যমান ছিল। সেখানেও ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। জেলেরা সেখানেও মনের আনন্দে মাছ ধরছেন পদ্মায়। মাছও বিক্রি করেছেন প্রকাশ্যে কোন বাধা ছাড়াই। সেখানেও পুলিশের কোন উপস্থিতি লক্ষ্য করা যায় নাই।
সরকারিভাবে ২০ দিন ইলিশ মাছ শিকার করা বা ইলিশ মাছ না ধরার ঘোষণা দেয়ায় সরকার মৎস শিকারী বা জেলদের প্রনোদনা হিসেবে ২০ দিনের বীপরীতে শত শত জেলে পরিবার কে ৩০ কেজি করে চাল দিয়েছেন।
জেলেরা সরকারের বেধে দেওয়া আইন ততো সময়ই মেনেছন। সরকারের প্রনোদনার ৩০ কেজি চাল ঘরে তুলতে যতোক্ষণ সময় লেগেছে। প্রণোদনার চাল ঘরে রেখেই নৌকা ও জাল নিয়ে নেমে পড়ছে ইলিশ মাছ শিকারে পদ্মায়।
সরেজমিনে প্রতিবেদনকালে নর্থচ্যানেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবিরপুর পদ্মা চরের তথা ফাকেরহাটের বাসিন্দা মো. সুরুজ মাতুব্বর ইনকিলাবকে বলেন, আগে জেলেরা দুই একদিন থেমে থেমে পদ্মায় মাছ মারলেও সরকারি ভাবে ইলিশ মাছ মারার নিষেধাজ্ঞা দেয়ার পর জাইলারা দিন রাতই পদ্মায় মাছ মারছেন।
নর্থ চ্যানেল ৩নং ওয়ার্ডের মোহাম্মদ লাবলু ও তোতা ব্যাপী বলেন, রাতদিন পদ্মায় চলছে প্রকাশ্যে ইলিশ নিধন, আজ পুলিশবাহিনীর কোনো তৎপরতা নাই। এ যেন এক মগের মুল্লুক। ফরিদপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জের নৌ ফাঁড়ির পুলিশরা আসে শুধু টাকা নিতে, কাউকে নিষেধ করতে আসেননি। একথাই বললেন প্রত্যক্ষদর্শীরা।
ইনকিলাবের সাথে কথা হয় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মো. কাবুল বেপারীর সাথে। তিনি বলেন, প্রতি বছর দেখেছি সরকার ইলিশ মাছ ধরার বন্ধ ঘোষণা করার সাথে সাথে সব জেলেরা জাল ছেড়ে নৌকা ঘাটে রেখে তাদের বাড়িতে অবস্থান করছে। এখন কারো মনেই কোনো ডর ভয় নাই। মানিকগঞ্জ জেলার নেছরাগঞ্জ এলাকার মো. সোবাহান মুন্সি বলেন, খুব অভাবে আছি ভাই। মাছ মেরে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাই। সরকারিভাবে যে পরিমাণ প্রণোদনা দিয়েছে তাতে সংসার কোনরকমে ২০ দিন চালানো সম্ভব নয়। তাই দায় পড়ে পদ্মায় মাছ মারতে নেমেছি। জেল ফাঁস হয়, হবে।
মুন্সিগঞ্জের জেলে তোরাব আলী, সদরপুর শয়তানির মুনাফ, চরভদ্রাসনের তালেব জানান, পয়সারও দরকার আর পুলিশের তাদের কোন উৎপাত নাই। তাই মাছ শিকার করে ভারী মজাও পাচ্ছি।
এ বিষয়ে ফরিদপুর সিএন্ডবিঘাট এলাকার নৌ ফাঁড়ির ইনচার্জ ইনকিলাবকে বলেন, কোনো অভিযোগই সঠিক নয়। আমরা পদ্মা থেকে ওপরে উঠলেই হুট করে জেলেরা পদ্মায় নেমে পড়তে পারে।
জানতে চাইলে ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারসহ উল্লেখিত জেলার কর্মকর্তারা ইনকিলাবকে জানান, আমাদের তরফ থেকে যথাযথভাবেই দায়িত্ব পালন করা হয়েছে। আইনশৃঙ্খলাও শান্ত আছে। অভিযান চালিয়ে বহু জেলেকে আটকও করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে শুরু হয়ে ৩ নভেম্বর, ২০২৪ পর্যন্ত সরকারিভাবে ইলিশ মাছ শিকার বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত