ঢাকা   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | ১১ কার্তিক ১৪৩১
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল জুমার বয়ানে বায়তুল মোকাররমে খতিব মুফতি আব্দুল মালেক

হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী

Daily Inqilab শামসুল ইসলাম

২৬ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নবনিযুক্ত খতিব প্রখ্যাত হাদিস বিশারদ মুফতি আব্দুল মালেক বলেছেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। দুনিয়ায় আর কোনো নবী আসবেন না। নবী (সা.) বলেছেন, আল্লাহ সবার ওপরে আমার উম্মতের মর্যাদা দিয়েছেন। খতিব বলেন, সবচেয়ে উত্তম দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন। জুমার দিন অনেক বড় ফযিলতের দিন। রাসূল (সা.)-এর উছিলায় আল্লাহ জুমার দিনের ফযিলত দান করেছেন। খতিব মুফতি আব্দুল মালেক বলেন, নবী (সা.) বলেছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো। জুমার দিনে দোয়া কবুল হয়। সেটা আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত হতে পারে।

গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুৎবা-পূর্ব বয়ানে খতিব মুফতি আব্দুল মালেক এসব কথা বলেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নতুন খতিবের পেছনে জুমার নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নেমেছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাদিস বিশারদ মুফতি আব্দুল মালেকের পেছনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সারাদেশের হাজার হাজার মুসল্লি সকাল ১০টা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আসতে শুরু করেন। সকাল সাড়ে ১১টার মধ্যেই মুসল্লিদের পদচারণায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কানায় কানায় ভরে যায়। সাড়ে ১২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তিল ধারার ঠাঁই ছিল না। জুমার নামাজ শেষে নতুন খতিব মুফতি আব্দুল মালেককে এক নজর দেখার জন্য সাধারণ মুসল্লিদের মাঝে হুড়োহুড়ি পড়ে যায়। নামাজ শেষে মোনাজাতে নতুন খতিব আব্দুল মালেক দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। উল্লেখ্য, ফ্যাসিবাদী হাসিনার পতনের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিন দীর্ঘ দিনে পালিয়েছিলেন। পরে গত মাসে এক জুমায় দলবল নিয়ে পতিত হাসিনাকে কওমি জননী খেতাবদানকারী খতিব মুফতি রুহুল আমিন জুমার নামাজ পড়াতে আসলে মসজিদে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। মুফতি রুহুল আমিন ওই দিন জুমার নামাজ পড়ানোর সুযোগ না পেয়ে দলবল নিয়ে মসজিদ থেকে দ্রুত পালিয়ে যান। পরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পদ থেকে অব্যাহতি দেয়। সরকার বায়তুল মোকাররমে সর্বমহলে গ্রহণযোগ্য একজন নতুন খতিব নিয়োগদানে প্রচুর যাচাই-বাছাই শুরু করেন। অবশেষে প্রখ্যাত হাদিস বিশারদ মুফতি আব্দুল মালেককে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ দেয়। এতে সর্বস্তরের মুসলমানরা মুফতি আব্দুল মালেককে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

খতিব মুফতি আব্দুল মালেক জুমার খুৎবা-পূর্ব বয়ানে মসজিদের আদব রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, মসজিদে আমরা এসেছি ইবাদতের জন্য। মসজিদে কোনো ছবি তোলা বা ভিডিও করা কোনো সওয়াবের কাজ নয়। কোনো মুফতি মসজিদে ছবি তোলা ভিডিও করার অনুমতি দেবেন না। মসজিদের মোবাইল ফোন সংরক্ষণ করতে হবে। কোনো ছবি তোলা যাবে না। আল্লাহর ওয়াস্তে ছবি তোলা ভিডিও করা থেকে বিরত থাকতে হবে। খতিব বলেন, মসজিদের সম্মান রক্ষা করা ফরজ। মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে আর বের হবার সময় বাম পা দিয়ে বের হতে হবে। মসজিদের প্রবেশের সময়ে দোয়া করতে হবে আল্লাহ আপনার রহমতের সব দরজা আমার জন্য খুলে দিন এবং আমাকে শয়তান থেকে রক্ষা করুন। মসজিদ থেকে বের হবার সময়ে আমাদের মনে আকাক্সক্ষা থাকতে হবে আবার কখন মসজিদে নামাজের জন্য প্রবেশ করবো। জুমার বয়ান শুরুর প্রাক্কালে দ্বিতীয় তলায় মাইকে আওয়াজ শোনা না যাওয়ায় কিছু মুসল্লি হৈ চৈ শুরু করলে খতিব শান্ত হবার অনুরোধ জানিয়ে বলেন, ছবর একটা ঈমানের বড় ছিফত। সাহাবায়ে কেরাম ছবর করার ওপর গুরুত্বারোপ করেছেন। খতিব বলেন, বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরারম উপস্থিত ছিলেন। রাসূল (সা.) ভাষণের আওয়াজ সবাই শোনেন নাই। কেউ শোনে ছওয়াব পেয়েছেন আবার কেউ না শোনেও ছওয়াব পেয়েছেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে এসেছি। এখানে ছবর করতে হবে। খতিব বলেন, জুমার নামাজের আগের বয়ান নামাজের কোনো অংশ না। আগের বয়ান না করলেও জুমার নামাজ হয়ে যাবে। খতিব বলেন, জুমার নামাজের আগে আরবিতে দেয়া দু’টি খুৎবা জুমার নামাজের অংশ। জুমার দিন যেহেতু বেশি মুসল্লির সমাগম হয় এ জন্য জুমার নামাজের আগে বাংলায় ইমাম খতিবগণ দ্বীনী আলোচনা করে থাকেন। দ্বীনী আলোচনায় কোনো লস নেই। আল্লাহ সবাইকে দ্বীনের ওপর চলার তৌফিক দান করুন। আমিন।

গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর সরকার বাড়ী ঈদগাহ মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, উপদেশ প্রদানের ক্ষেত্রে কুরআনের রয়েছে বহু শৈলী। কখনো আদেশ-নিষেধের সুরে, কখনো পূর্ববর্তী উম্মতের ঘটনা বর্ণনার মাধ্যমে, কখনো জান্নাতের সুখ-শান্তি ও জাহান্নামের শাস্তির বর্ণনা দিয়ে, কখনো সৃষ্টিজগতের বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে। এছাড়াও আরও বিভিন্ন শৈলীতে কুরআনে কারীমে উপদেশ পেশ করা হয়েছে। প্রতিটি শৈলীরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও আবেদন।

এই শৈলীগুলোর একটি হলো, মুমিনদের বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যের বর্ণনা। উদ্দেশ্য হলো, মুমিনগণ যেন এসব গুণ-বৈশিষ্ট্যের অধিকারী হয়; ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে এগুলোকে গ্রহণ করে। সূরা মুমিনূনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামীন মুমিনের এমনই কিছু বিশেষ গুণ ও বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে- নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনরা; যারা তাদের নামাযে আন্তরিকভাবে বিনীত। যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। যারা যাকাত সম্পাদনকারী। যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে। (সূরা মুমিনূন) কোরআনে উল্লেখিত মুমিনের দ্বিতীয় গুণ ‘অহেতুক বিষয় থেকে বিরত থাকা’র উপরে আজকের আলোচনা। মহান আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে অল্প সময়ের জন্য প্রেরণ করেছেন। জীবনের এই সময়গুলোকে মূল্যবান বানাতে প্রিয় নবী (সা.) আমাদের যাবতীয় নির্দেশনা দিয়েছেন। এ জন্য প্রকৃত মুমিন সর্বদা সজাগ দৃষ্টি রাখে তার সময়ের প্রতি। জীবনের একটি মুহূর্ত যেন অর্থহীন কাজে না কাটে। যেসব কাজে কোনো কল্যাণ নেই, সতর্কতার সঙ্গে সেগুলোকে এড়িয়ে চলে। আবু হুরায়রা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক কথা-কাজ পরিহার করা। (জামে তিরমিজি, হাদিস : ২৩১৭)

যারা নিজেকে অহেতুক কাজে ব্যতিব্যস্ত রাখে তারা প্রকারান্তরে এর মাধ্যমে নানা অপরাধে জড়িয়ে পড়ে। নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে। অহেতুক কাজ দ্বারা অন্তর কঠিন হয়ে যায়, রিজিকের রাস্তাও সংকীর্ণ হয়ে যায়। মারুফ কারখি (রহ.) বলেন, অহেতুক কথাবার্তা বলার মাধ্যমে মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। বিপরীতে যারা নিজের জীবনে অহেতুক কাজকে এড়িয়ে চলে তাদের আল্লাহ তাআলা বিশেষ সম্মানে অধিষ্ঠিত করেন। তাফসিরে ইবনে কাসিরে লোকমান হাকিম বলেন, যে মানুষ দুইটি আমল করবে : এক. সর্বদা সত্য কথা বলবে, দুই. অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করবে আল্লাহর গোটা সৃষ্টিকুল তার প্রতি সম্মান প্রদর্শন করবে। অহেতুক কাজকর্ম জাহান্নামে প্রবেশের কারণ হতে পারে। আল্লাহ সব মুমিনকে অহেতুক কথা ও কাজ হতে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। মীরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, অরাজকতা সৃষ্টিকারীদের আল্লাহ পছন্দ করেন না। যারা আল্লাহর জমিনে ফিতনা ফাহাদ সৃষ্টি করে মানুষের মধ্যে অশান্তি এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করার প্রয়াস চালায় তারা আল্লাহর দুশমন। হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি ইসলামে মহাপাপ গুরুতর অপরাধ। অরাজকতা সৃষ্টির কারণে আল্লাহর পক্ষ থেকে মানব জীবনে যে শাস্তি অবধারিত হয় এবং চরম ভাবে যে পতন আসে তা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ক্ষমতা ঠেকাতে পারে না। কাজেই কারও উচিত নয় ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে কোন প্রকার ফিতনা-ফ্যাসাদ ও অরাজকতা সৃষ্টি করে জনজীবনে অশান্তি ডেকে আনা। এতে করেও লাভ নাই। যে অরাজকতা সৃষ্টি করে অন্যের ক্ষতি সাধন করতে চায় সেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফিতনা (দাঙ্গা হাঙ্গামা, বিশৃংখলা ও গৃহযুদ্ধ) হত্যা অপেক্ষা গুরুতর। (সূরা বাকারা : আয়াত নং-১৯১)। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। (সূরা মায়েদা : আয়াত নং-৮৭)। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা জমীনে বিশৃংখলা ছড়িয়ে বেড়ায় তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করে ফেলা অথবা তাদেরকে দেশান্তরিত করে দেয়া। এ হলো তাদের দুনিয়ার লাঞ্ছনা, আর তাঁদের জন্য আখেরাতে রয়েছে কঠিন শাস্তি। (সূরা মায়দা : আয়াত নং-৩৩)। আল্লাহ সবাইকে হেফাজাত করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রিয়ালে যোগ দিতে চান হল্যান্ড!

রিয়ালে যোগ দিতে চান হল্যান্ড!

গফরগাঁওয়ে পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের সামনে সংঘর্ষ

গফরগাঁওয়ে পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের সামনে সংঘর্ষ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

পটিয়ায় পৌরসভার অপরিকল্পিত ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবি

পটিয়ায় পৌরসভার অপরিকল্পিত ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবি

বাঘারচর বিজিবি ক্যাম্পে ১৭৫ বস্তা ধনিয়া জব্দ মালিকের প্রশ্ন আরো ২০ বস্তা গেলো কোথায়?

বাঘারচর বিজিবি ক্যাম্পে ১৭৫ বস্তা ধনিয়া জব্দ মালিকের প্রশ্ন আরো ২০ বস্তা গেলো কোথায়?

ফেসবুকে নিজের অবস্থান ব্যক্ত করলেন সাদিয়া আয়মান

ফেসবুকে নিজের অবস্থান ব্যক্ত করলেন সাদিয়া আয়মান

স্বল্পমূল্যে কৃষিপণ্য ক্রয় বিক্রয়ের জন্য ‘কৃষকের বাজার’ উদ্বোধন

স্বল্পমূল্যে কৃষিপণ্য ক্রয় বিক্রয়ের জন্য ‘কৃষকের বাজার’ উদ্বোধন

মানিকগঞ্জে এলাকাবাসীর অর্থায়নে রাস্তা মেরামত

মানিকগঞ্জে এলাকাবাসীর অর্থায়নে রাস্তা মেরামত

হতাহতদের সাহায্যার্থে একটি হটলাইন চালু করা যেতে পারে

হতাহতদের সাহায্যার্থে একটি হটলাইন চালু করা যেতে পারে

ভবদহের পানিবন্দি মানুষকে বাঁচাতে লংমার্চ কাল

ভবদহের পানিবন্দি মানুষকে বাঁচাতে লংমার্চ কাল

বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন?

বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন?

শ্বশুরবাড়িতে জামাইকে হত্যার অভিযোগ

শ্বশুরবাড়িতে জামাইকে হত্যার অভিযোগ

সরকার সঠিক পথেই এগুচ্ছে

সরকার সঠিক পথেই এগুচ্ছে

বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ ত্রাণ মাত্র ১০ কেজি চাল

বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ ত্রাণ মাত্র ১০ কেজি চাল

ছোট ফেনী নদীর দু’পাড়ে ভাঙন বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ

ছোট ফেনী নদীর দু’পাড়ে ভাঙন বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ

কদমতলী-হাসনাবাদ সেতু ৪ বছরেও শেষ হয়নি

কদমতলী-হাসনাবাদ সেতু ৪ বছরেও শেষ হয়নি

এআইর সাহায্যে প্রতিহত হল বিলিয়ন ডলারের জালিয়াতি

এআইর সাহায্যে প্রতিহত হল বিলিয়ন ডলারের জালিয়াতি

হিজবুল্লাহর হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত, আহত ১৯

হিজবুল্লাহর হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত, আহত ১৯

৮৫ মুসলিম হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন থাই প্রধানমন্ত্রী

৮৫ মুসলিম হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন থাই প্রধানমন্ত্রী

পাকিস্তানে ১০ পুলিশকে গুলি করে হত্যা করল জঙ্গিরা

পাকিস্তানে ১০ পুলিশকে গুলি করে হত্যা করল জঙ্গিরা