শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতির পতন হয়েছে -চট্টগ্রামে মামুনুল হক
২৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
আগস্ট বিপ্লবে শেখ হাসিনার বিভাজন ও প্রতিশোধের রাজনীতির পতন হয়েছে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন এখানেই ক্ষান্ত হওয়ার সুযোগ নেই। সবাইকে নিয়ে চূড়ান্ত ইসলামি বিপ্লবের মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে চাই। এজন্য প্রয়োজনে ঘাম, অশ্রু ও এক সাগর রক্ত দিতে হতে পারে জানিয়ে সবাইকে প্রস্তুত থাকতেও বলেছেন তিনি।
গতকাল শনিবার লালদীঘি ময়দানে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও পার্বত্য অঞ্চলে নৈরাজ্যবাদ প্রতিরোধ, শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা এই গণসমাবেশ আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি শায়খুল হাদিস আল্লামা আলী উসমান। এই সমাবেশকে কেন্দ্র করে লালদীঘি ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। এক পর্যায়ে আশপাশের সড়কেও জনসমাগম ছড়িয়ে পড়ে।
সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, ১৯৭৫ এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের জের ধরে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর প্রতিশোধ পরায়ণ ছিলেন। দেশে ফিরে তিনি প্রতিশোধ ও বিভাজনের রাজনীতি করেছেন। দেশ ও জাতির পাশাপাশি আওয়ামী লীগের উপরও তিনি প্রতিশোধ নিয়েছেন। বিভিন্ন বক্তব্যে সেই সময় আওয়ামী লীগের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আগস্ট বিপ্লবে শেখ হাসিনার সেই প্রতিশোধ ও বিভাজনের রাজনীতির পতন হয়েছে। দেশে অনেক স্বৈরাচার ও সরকার প্রাধনকে বিদায় নিতে হয়েছে কিন্তু কেউ নেতাকর্মীদের ফেলে রেখে পালিয়ে যাননি। শেখ হাসিনা বলেছেন তিনি পালান না, অথচ তাকে পালাতে হয়েছে।
রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসী কার্যক্রমের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। ছাত্রলীগের চেয়ে বেশি সন্ত্রাসী কার্যক্রম করেছে যুবলীগ, আওয়ামী লীগ। যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে। আন্তর্বর্তিকালীন সরকারের কাছে আমাদের দাবি স্পষ্ট। আমরা চাই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে ফিরতে না পারে। সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন। ইসলামিক দলগুলোসহ সকল দল সর্বোচ্চ সহযোগিতা করবে সরকারকে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারষ্পরিক বিভাজনের সময়ে আসেনি।
ইসলামিক বিপ্লবই চূড়ান্ত লক্ষ্য ঘোষণা করে মামুনুল হক বলেন, আগস্ট বিপ্লবে ক্ষান্ত হতে চাইনা। চূড়ান্ত ইসলামিক বিপ্লবের মঞ্জিলে পৌঁছাতে চাই। এজন্য প্রয়োজনে ঘাম অশ্রু দিতে হলে দিতে হবে। যদি এক সাগর রক্তের বিনিময়ে ইসলামি বিপ্লব করতে হয় তার জন্যও প্রস্তুত থাকতে হবে। এ সময় তিনি শ্লোগান দেন, জাতি ধর্ম ভিন্ন মত সবার জন্য খেলাফত।
বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল বলেন, আমরা আজ এমন এক যুগ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। যখন সারাবিশ্ব অবাক এক নতুন বাংলাদেশকে দেখছে, এই বাংলাদেশ ইতিহাসের নিকৃষ্টতম এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসনাত জালালী, আবু সাঈদ নোমান প্রমুখ।
অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, মাওলানা মামুনুল হক অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে বলেছেন, অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। বরং আপনাদের যে দায়িত্ব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর জন্য রোডম্যাপ ঘোষণা করুন। আগামী নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করা এখন সময়ের দাবি। গতকাল দুপুরে নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশন চত্বরে নোয়াখালী জেলা খেলাফত মজলিস আয়োজিত গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আগস্টের বিপ্লব প্রসঙ্গ টেনে তিনি বলেন, মনে রাখতে হবে আগস্টের বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আগে দেশ বাঁচান, দেশের স্থিতিশীলতা বজায় রাখুন। আগস্টের বিপ্লব ব্যর্থ হলে কোনো বাংলাদেশি বাংলাদেশে থাকতে পারবেনা। তাই সকলে মিলে পতিত আওয়ামী লীগ ও স্বৈরাচারী মাফিয়া হাসিনার সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহিতা করতে হবে। সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
মামুনুল হক বলেন, সব জায়গায় ষড়যন্ত্রের জাল উঠছে। তাই এখনো গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো আমাদের মধ্যে পারস্পরিক বিরোধ ও প্রতিযোগিতার সময় তৈরি হয়নি।
এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউছুফ আশরাফ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির খুরশিদ আলম কাশেমী, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজীসহ সংগঠনের জেলা-উপজেলা নেতৃবৃন্দ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১