নতুন বছরের শুরুতেই উদ্বোধন
২৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
বগুড়ার করতোয়া নদীর উপর শাহ ফতেহ আলী সেতু চলতি বছরের জুন মাসের মধ্যে নির্মাণকাজ কাজ শেষ হওয়ার কথা থাকলেও টিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সেটা হয়নি। স্থানীয় সওজ কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত সেতুর ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী জানুয়ারির মধ্যেই নির্মাণকাজ শেষ হবে। ফলে বগুড়া শহরকে দুই ভাগে বিভক্তকারী সেতুর ওপর নির্ভরশীল বগুড়া সদর সহ চার উপজেলার ২২ লাখ মানুষের চলাচলের দুর্ভোগের অবসান ঘটবে ।
তথ্যমতে, ৫৩ বছর আগে ১৯৭০ সালে এই ব্রিজটি নির্মাণের ফলে পূর্ব বগুড়া ও পশ্চিম বগুড়ার মধ্যে একটি বন্ধন সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই নির্মাণের প্রায় ৪৮ বছর পর ২০১৮ সালে এই ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা এবং ওই ব্রিজের উপর দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এনিয়ে ইনকিলাবে একাধিকবার রিপোর্ট প্রকাশিত হয়। গত বছরের ২২ মে আনুষ্ঠানিক ভাবে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকেই নির্মাণের ব্যাপারে চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এটির নির্মাণ শিডিউল অনুযায়ি হয়নি ।
বগুড়া সড়ক বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর ২০২১ সালে ব্রিজটি নির্মাণের জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়। ২০২২ সালের ৩১ জুলাই বাংলাদেশ সড়ক ও সেতু মন্ত্রণালয় সেতুটির নকশা ও অর্থ বরাদ্দ অনুমোদন করে। ব্রিজটি নির্মাণের জন্য ১৯ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। ৬৯ মিটার দৈর্ঘ্য আর ১২.৩ মিটার চওড়া এই ব্রিজের দু’পাশে আড়াই মিটার (প্রায় ৮ ফুট) করে ফুটপাত দৃষ্টিনন্দন এবং আধুনিক স্থাপত্যের ছোঁয়া রয়েছে ব্রিজের নকশায়। নির্মাণে বিলম্ব হওয়ায় দুর্ভোগে পড়েছে বগুড়া সদরসহ পূর্ব বগুড়ার চার উপজেলায় বসবাসকারী ১২ লাখ মানুষ ।
নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত পায়ে হেঁটে মানুষ পারাপারের জন্য পাশাপাশি দুটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেয়া হলেও গত এক বছরের বিলম্বে সেটিও নড়বড়ে হয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধি পরিমল চন্দ্র দাস ইনকিলাবকে জানান, শাহ ফতেহ আলী ব্রিজের উপর দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে। জামালপুরসহ পূর্ব বগুড়ার তিনটি উপজেলার সাধারণ মানুষ এই ব্রিজ ব্যবহার করে বগুড়া শহরে যাতায়াত করে। ব্রিজটির নির্মাণ কাজে ধীরগতির কারণে ব্যবসা বাণিজ্য ঝিমিয়ে পড়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের বেশি ভাড়া দিয়ে ভিন্ন পথে চলাচল করতে হচ্ছে। আগে চেলোপাড়া থেকে শহরের সাতমাথা যেতে রিকশা ভাড়া লাগতো ১৫ টাকা এখন ঘুরা পথের কারনে ৪০ টাকা দিতে হয়। তিনি দ্রুত এই ব্রিজটির নির্মাণকাজ শেষ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী এমডি আসাদুজ্জান ইনকিলাবকে জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এটি নির্মাণের জন্য তাদের সময় কিছুটা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত সেতুর ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক মত চললে আগামী জানুয়ারিতেই এটির দৃষ্টি নন্দন পূর্ণরূপ দেখা যাবে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে লোকজনের চলাচলের জন্য এটা উন্মুক্ত করে দেয়া সম্ভব হবে। সেই সাথে ১২ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। তিনি আরো জানান, ব্রিজটির নির্মাণকালীন সময় বাড়ানো হলেও ব্যয় বরাদ্দ ১৯ কোটি ৮৩ লাখই থাকবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে : পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়