সারজিস আলমকে নিয়ে রংপুরে উত্তেজনা, জাপার বিক্ষোভ
২৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের রংপুর সফরকে কেন্দ্র করে রংপুর হয়ে উঠেছিল বিক্ষোভ আর মিছিলের নগরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই দুই সমন্বয়কের সফরের প্রতিবাদে জাতীয় পার্টি (জাপা) বিক্ষোভ মিছিল করে। জাতীয় পার্টিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রংপুর মহানগরীতে এই বিক্ষোভ মিছিল করেন। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় পার্টির নেতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এতে করে উত্তাল হয়ে পড়ে রংপুর শহর। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম একাধিক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এ নিয়ে পাল্টাপাল্টি উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা যায়, প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজনে জাতীয় পার্টিকে আমন্ত্রণ না জানানোর দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনার দালাল হিসেবে ছাত্রনেতারা জাপার নেতাদের গ্রেফতারের দাবি জানান। এর প্রতিবাদে ১৪ অক্টোবর জাতীয় পার্টি হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে।
সারজিস আলমের আগমনের প্রতিবাদে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে মিছিল রংপুর নগরির সেন্ট্রাল রোডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু হয়। পায়রা চত্বর, প্রেস ক্লাব, বেতপট্টি, সুপার মার্কেট থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করতে রংপুরে যাবেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে ২৫ অক্টোবর থেকেই জাতীয় পার্টিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হয়ে পড়েন। তাৎক্ষনিক একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
সমাবেশে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সারজিস ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, দ্বন্দ্বও নেই। দলের বিপক্ষে তাদের অবস্থানের কারণে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মুখপাত্র হিসেবে আমি এ ঘোষণা দিয়েছি। এখন আমাদের ঘোষণাকে উপেক্ষা করে তারা রংপুর আসবে। আমরা এখানে গভীর ষড়যন্ত্রের আলামত পাচ্ছি। তারা রংপুরে আসার ঘোষণা দিয়েছে ঠিকই কিন্তু সেটা পুলিশের ছত্রছায়ায়। তিনি আরো বলেন, সারজিস পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) রংপুরে এসেছেন। সারা জেলার পুলিশ থাকবে আইজিপির কর্মসূচিতে। এ সময় জাতীয় পার্টির ব্যানারে কোনো নৈরাজ্যকারী যেন সুযোগ নিয়ে বড় ধরনের বিশৃংখলা সৃষ্টি করতে না পারে, সেজন্য দলের চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন এবং আমাদের সজাগ থাকতে বলেছেন। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মতো সাংগঠনিক শক্তি ও সামর্থ্য রয়েছে জাতীয় পার্টির।’
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল শনিবার দুপুরে রংপুর সফর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন আইজিপি। হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম পুলিশপ্রধানের সঙ্গে সফরসঙ্গী হয়েছেন এই সফরে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট সেটি মাথায় না রেখে এখনো কিছু পুলিশ বিভিন্ন মোড়কে কিছু দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছে।
সারজিস আলম বলেন, যেসব পুলিশ সদস্য অন্যায়ভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে তাদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। বদলি ছাড়া খুনের জন্য পুলিশের আর কোনো শাস্তি হয় না। অপরাধের জন্য শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ বলেন, হাসনাত আবদুল্লাহর আসার কথা থাকলেও অন্য একটি অনুষ্ঠান থাকায় তিনি আসেননি। এসেছেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সারজিস আলম। মতবিনিময় সভা শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় চলে গেছেন। তবে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলের প্রতিবাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই