কৃষিপণ্য স্পেশাল ট্রেনে সাড়া কম
২৭ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম
দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সবজি, ফুলসহ কৃষিপণ্য ঢাকায় আনার জন্য রেলওয়ে তিনটি বিশেষ ট্রেন চালু করেছে। ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ নামে ট্রেনগুলো চলাচল করছে খুলনা থেকে যশোর হয়ে ঢাকা; পঞ্চগড় থেকে ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকা। প্রাথমিকভাবে সপ্তাহে এক দিন করে এই ট্রেন চলাচল করছে। প্রথম দিনে কোনোপ্রকার কৃষিপণ্য ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে গতকাল শনিবার সকালে উত্তরাঞ্চলের প্রথম ট্রেনটি ঢাকায় এসেছে। গত মঙ্গলবার একইভাবে খুলনা থেকে ঢাকায় এসেছে। এ ছাড়া পঞ্চগড় থেকেও একটি ট্রেন কৃষিপণ্য ছাড়াই ঢাকায় এসেছে। তিনটি ট্রেনই পণ্যশূন্য অবস্থায় ঢাকায় আসায় ধারণা করা হচ্ছে এটি কৃষকদের মধ্যে সাড়া ফেলতে পারেনি।
খুলনা অঞ্চলের সবজি, ফুলসহ কৃষিপণ্য ঢাকায় নেওয়ার জন্য গত মঙ্গলবার থেকে সপ্তাহে এক দিন ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ নামে নতুন একটি বিশেষ ট্রেন চালু হয়েছে। ওই দিন সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা স্টেশন থেকে সাপ্তাহিক এই বিশেষ ট্রেনটির শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মুখ্য বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস উদ্বোধন ঘোষণা করেন। খুলনা থেকে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ভেড়ামারা হয়ে ট্রেনটি অন্তত ১০ ঘণ্টা পর ঢাকায় পৌঁছায়।
এই ট্রেনে সাতটি বগি (লাগেজ ভ্যান) রয়েছে। এর মধ্যে একটি শীতাতপনিয়ন্ত্রিত ও অপর ছয়টি সাধারণ বগি। অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিপণ্য; অর্থাৎ ফল, সবজি ছাড়াও রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত মাছ, মাংস ও দুধ পরিবহনের রেলওয়ের এই বিশেষ সেবা চালু হলো। সবজিমালিকদের ঢাকায় যাওয়ার জন্য ২০টি চেয়ার রয়েছে। তাদের বিনা ভাড়ায় যাওয়ার সুযোগ রাখা হয়েছে।
এই ট্রেনে প্রতি কেজি কৃষিপণ্যে ভাড়া খুলনা থেকে ঢাকা পর্যন্ত ১ টাকা ৪৭ পয়সা, যশোর থেকে ঢাকা পর্যন্ত ১ টাকা ৩৫ পয়সা, চুয়াডাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত ১ টাকা ৩০ পয়সা, ঈশ্বরদী থেকে ঢাকা পর্যন্ত ১ টাকা শূন্য ৮ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
প্রথম দিন যশোরের সবজি উৎপাদন অঞ্চল বলে খ্যাত বারীনগর ও চূড়ামনকাটি এবং ফুল উৎপাদন অঞ্চল গদখালী থেকে এই ট্রেনে কোনো সবজি বা ফুল পাঠানো হয়নি। যশোর থেকে যেসব ব্যবসায়ী সবজি ঢাকায় পাঠান, তাদের দাবি, ট্রাকে যশোর থেকে ঢাকায় সবজি পাঠাতে প্রতি কেজিতে খরচ পড়ে দুই টাকা। সেখানে ট্রেনে করে পাঠাতে প্রতি কেজিতে সাড়ে চার টাকার মতো খরচ হবে। এ ছাড়া তিন থেকে চারবার সবজি ওঠাতে-নামাতে বেশি পরিমাণ নষ্ট হবে। যে কারণে ট্রেনে করে সবজি ঢাকায় নেওয়া বাস্তবসম্মত হবে না বলে তাদের দাবি।
যশোর থেকে এই ট্রেনে কোনো সবজি না নেওয়ার কারণ জানতে চাইলে যশোরের বারীনগর সবজি মোকামের ব্যাপারী মনসুর আলী বলেন, যশোর থেকে ট্রেনে সবজি ঢাকায় নেওয়া বাস্তবসম্মত হবে না। কারণ হলো, বারীনগর হাট থেকে রেলওয়ে স্টেশনে এবং ঢাকার রেলওয়ে স্টেশন থেকে কারওয়ান বাজার ও যাত্রাবাড়ী বাজারে সবজির আড়তে নিতে পরিবহন ও শ্রমিক খরচ বাড়বে। এ ছাড়া বারবার পণ্য ওঠানো-নামানোর কারণে নষ্ট (ওয়েস্টেজ) বেশি হবে। সময়ও লাগছে ১০ ঘণ্টার বেশি। এতে প্রতি কেজিতে সাড়ে চার টাকার মতো পরিবহন খরচ হবে। অন্যদিকে ট্রাকে প্রতি কেজি ২ টাকা খরচে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। মাত্র চার ঘণ্টায় ট্রাক ঢাকায় পৌঁছে যাচ্ছে। এতে সবজিও সতেজ থাকছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ট্রেনটি চালু করা হয়েছে। যশোরের সবজি ও ফুলচাষিদের জন্য কার্যকর না হলেও খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায় স্টেশনসংলগ্ন যেসব সবজির মোকাম আছে, তাদের জন্য কার্যকর হবে বলে তিনি জানান। ট্রেনে পণ্য পরিবহন খরচ কমানোর বিষয়ে তিনি বলেন, ট্রেনে সবজি পরিবহন ভাড়া কমানো বা বাড়ানো উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়। যশোর থেকে প্রতি কেজিতে সাড়ে ৪ টাকা খরচের যে বিষয়টি বলা হচ্ছে, সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।
বিশেষ এই ট্রেন চুয়াডাঙ্গার সবজি উৎপাদনকারী কৃষক ও ব্যবসায়ীদের মধ্যেও তেমন সাড়া ফেলতে পারেনি। উদ্বোধনের প্রথম দিনে চুয়াডাঙ্গায় বেলা ১টা ৩০ মিনিটে আসার কথা থাকলেও ৩৫ মিনিট বিলম্বে ২টা ৫ মিনিটে এসে পৌঁছায় এবং ৮ মিনিট পর ছেড়ে যায়। এদিন চুয়াডাঙ্গা স্টেশন থেকে সিরাজুল ইসলাম নামের একজন ব্যবসায়ী ৭৮ টাকা ভাড়া দিয়ে ৬০ কেজি সবজি (পটোল ও ঢ্যাঁড়স) ঢাকা পর্যন্ত বুক করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা পর্যন্ত বুক করলেও ব্যবসায়ী সিরাজুল ইসলাম তার সবজি কুষ্টিয়ার ভেড়ামারায় নামান। ওই ব্যবসায়ীর একজন ঘনিষ্ঠজন জানিয়েছেন, ব্যবসায়ী সিরাজুল সপ্তাহে ৭ দিনই খুলনা-সৈয়দপুর পথের রকেট ট্রেনে চুয়াডাঙ্গা থেকে সবজি নিয়ে ভেড়ামারা গিয়ে নামেন। তবে ওই দিন রেলওয়ে কর্মকর্তাদের ‘জোরাজুরিতে’ তিনি ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেনে’ চড়েন। রকেট ট্রেন চুয়াডাঙ্গা থেকে মঙ্গলবার বেলা ১টা ৫০ মিনিটে সৈয়দপুর পথে ছেড়ে যায়। আর কৃষিপণ্য স্পেশাল ট্রেন চুয়াডাঙ্গা স্টেশনে আসে বেলা ২টা ৫ মিনিটে।
অথচ এই ট্রেনে একটি শীতাতপনিয়ন্ত্রিত ও অপর ছয়টি সাধারণ বগি (লাগেজ ভ্যান) রয়েছে। অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিপণ্য; অর্থাৎ ফল, সবজি ছাড়াও রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত মাছ, মাংস ও দুধ পরিবহনের ব্যবস্থা রয়েছে। সবজিমালিকদের বিনা ভাড়ায় ঢাকায় যাওয়ার সুযোগ রাখা হয়েছে।
রাজশাহী ব্যুরো জানায়, উত্তরাঞ্চলের সবজি, ফুলসহ কৃষিপণ্য ঢাকায় নেওয়ার জন্য ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ চালু হয়েছে। প্রথম দিনে কোনো প্রকার কৃষিপণ্য ছাড়াই রহনপুর ছেড়ে গেছে ট্রেনটি। গতকাল সকাল ৯টা ১৫ মিনিটে রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে। রহনপুর-ঢাকা রুটে ট্রেনটি মাত্র ১৫০ কেজি সবজি পরিবহন করছে।
সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার সকালে রহনপুর থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটির ধারণক্ষমতা ১০ মেট্রিক টন। রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনটি চালুর সময় সাংবাদিকদের পশ্চিম রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম রুহুল আলম ইনকিলাবকে জানান, বাংলাদেশে কৃষিপণ্য স্পেশাল টেনটি গত ২২ তারিখ খুলনা ও এরপর পঞ্চগড় থেকে, সর্বশেষ গতকাল রাজশাহী থেকে চালু হয়েছে। এগুলো কৃষিপণ্য পরিবহন করবে। এখন প্রথম কেবল চালু হয়েছে। এটিতে সময় লাগবে। সমানে অবশ্যই আমরা পরিবহন করবো।
সবজি না পাওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা সবজায়গাতেই প্রচার প্রচারণা করেছি। গত পরশুদিনও মুলাডলিতে বাজারে কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন। সবজি কেবল বাজারে উঠছে। প্রতিদিনই ৫০ থেকে ৬০ ট্রাক ঢাকায় যায়। তবে প্রথম দিনে রাজশাহী পর্যন্ত কোনো সবজি পাওয়া যায় নি। ১৫০ কেজি ক্যারেট রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে। যাতে ৩৬০ টাকায় আদায় হয়েছে। আমরা আশা করছি সামনে এটি ভালো সাড়া ফেলবে।
কৃষকদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, সরকার কৃষকদের স্বার্থে বিশেষ এই রেলসেবা চালু করলেও সেভাবে প্রচার-প্রচারণা না থাকায় কোনো সাড়া মেলেনি। তিনি দাবি করেন, কৃষক ও ব্যবসায়ীরা পণ্য পরিবহনে যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, সে জন্য একটি নীতিমালা দরকার। বিশেষ করে, পণ্য ওঠানামায় কুলির খরচ নির্ধারণ এবং অনলাইনে পণ্য বুকিং এবং তা বাতিলের সুযোগ রাখতে হবে।
চুয়াডাঙ্গা স্টেশনমাস্টার মিজানুর রহমান বলেন, দুই দিন ধরে ব্যাপক মাইকিং করা হয়েছে। প্রথম দিনে কাঙ্খিত সাড়া পাওয়া না গেলেও পর্যায়ক্রমে কৃষক ও ব্যবসায়ীরা যাতে আগ্রহী হন, সে জন্য উদ্যোগ নেওয়া হবে। তাতে সবজির মালিক ও রেলওয়ে উভয় কর্তৃপক্ষ লাভবান হবে।
এদিকে এই বিশেষ ট্রেনের সুবিধা-অসুবিধা দেখতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন খুলনা থেকে ভ্রমণ করেন। তিনি জানান, ট্রেনের বগিগুলোতে ভেন্টিলেশন ও ফ্যান এবং রাতের বেলা মালামাল ওঠানো-নামানোর জন্য আলোর সুবিধা আছে। এই ট্রেন অন্যান্য আন্তনগর ট্রেনের মতোই ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিতে চলাচল করবে। ট্রেনের ৭টি ভ্যানে ২৩০ টন পণ্য বহন করা যাবে। এই কর্মকর্তা আরও বলেন, আমরা স্থানীয় কৃষক-ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এবং বাজার কমিটির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, যদি সপ্তাহের প্রতিদিন চলে, তাহলে তারা আরও আগ্রহী হবেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। তারা জানিয়েছেন, এলাকাবাসী যদি এখানে মালামাল পরিবহন করেন, তাহলে সপ্তাহের সাত দিনই চালানো হবে।
অনলাইনে বুকিং ও বাতিল প্রসঙ্গে রেল কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, অনলাইনের বিষয়ে কার্যক্রম চলমান আছে। আর কুলির বিষয়ে ২০১৯ সালের সরকার নির্ধারিত রেট আছে। সেই তালিকার বাইরে কোনো কুলি কোনো বাড়তি টাকা নেবেন না। যেসব কৃষক ও ব্যবসায়ী বুক করবেন, তাদের অনুরোধ করছি, সরকারনির্ধারিত তালিকা দেখে ভাড়া ও কুলির টাকা দেবেন। কেউ যদি অতিরিক্ত টাকা চান, আপনারা তা দেবেন না। বাড়তি টাকা নিলে আমাদের জানাবেন, সেই মুহূর্তেই ব্যবস্থা নেব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রেমিট্যান্সে সুবাতাস ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
“ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’”
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১