আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন
২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
পদ্মা-যমুনায় দ্রুতগতিতে পানি হ্রাসের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে দেখা দিয়েছে নাব্যতা সঙ্কট। এতে স্বাভাবিকভাবে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। এ নৌরুটে চলাচলরত ফেরিগুলোকে হাফ লোড নিয়ে চলাচল করতে হচ্ছে। দফায় দফায় ডুবো চরে আটকে যাচ্ছে ফেরি। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এ নৌরুটে ফেরি পারাপার হতে আসা পণ্যবাহী ট্রাক চালক ও হেলপারদেরকে।
বিআইডব্লিউটিসি’র আরিচা অফিস সূত্রে জানা গেছে, আরিচা-কাজিরহাট নৌরুটের মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটের অদুরে এ নাব্যতা সঙ্কটের সৃষ্টি হয়েছে। ফলে হাফলোড নিয়ে চলাচল করার পরও ডুবোচরে আটকে যাচ্ছে ফেরিগুলো। স্বাভাবিক লোড নিয়ে একটি ফেরি চলাচলের জন্য ৯ থেকে ১০ ফুট পানির গভীরতার প্রয়োজন হয়। আরিচা ঘাটের অদুরে প্রায় দেড় থেকে দুইশ’ ফুট এলাকা জুড়ে ড্রেজিং করে পানির গভীরতা ঠিক রাখলেও চ্যানেলটি শুরু বা ন্যাড়ো হওয়ায় ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি শাহ আলী এবং রোববার দিবাগত রাত ২টায় কাজিরহাট থেকে আরিচা আসার পথে ধান সিড়ি নামের ফেরিটি ডুবোচরে আটকে যায়। কর্তৃপক্ষ দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টার পর উক্ত ফেরিটি সোমবার সকাল ৭টায় ডুবোচর থেকে নামাতে সক্ষম হয়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি ধান সিড়ি আরিচা থেকে কাজিরহাট যাবার পথে আবার ডুবোচরে আটকে যায়। গত রোববার থেকে এভাবে ডুবোচরে ধাক্কা খেয়ে খেয়ে অনেক ঝুঁকি নিয়ে ফেরিগুলো চলাচল করছে। দ্রুতগতিতে প্রয়োজনীয় ড্রেজিং না করলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে উক্ত নৌরুটের ফেরি চলাচল।
নাব্যতা সঙ্কটের কারণে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে হাফ লোড নিয়ে ফেরি সার্ভিস চালু রেখেছে। ফলে একটি ফেরি ১৫ থেকে ১৬টি পণ্যবাহী ট্রাকের স্থলে ৮ থেকে ৯টি যানবাহন নিয়ে চলাচল করছে। এতে একদিকে যেমন ঘাটে পারপার হতে যানবাহন শ্রমিকদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অপরদিকে বিআইডব্লিউটিসির রাজস্ব আয়ও কম হচ্ছে।
সোমবার সকালে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দুটি ফেরি চলে যাওয়ার পরও রাস্তায় ২০ থেকে ২৫টি পণ্যবাহী পরিবহন ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে। এ সময় ঢাকা থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক মো. হানিফ মিয়া ও আবু বক্কর জানান, তারা ১০ থেকে ১১ ঘণ্টা আগে ঘাটে এসেও পার হতে পারেনি।
ট্রাকচালক আমজাত হোসেন জানান, রোববার রাত সাড়ে ১২টায় আরিচা এতে সিরিয়ালে থাকি। সোমবার সকাল ১০টাতেও মিলেনি আমার সিরিয়াল। সোমবার সকালে ফেরি ১ ট্রিপ নিয়ে যাওয়ার পরও আমার সিরিয়াল পায়নি। যানিনা কখনও নদী পার হবে। এখানে গাড়ির সিরিয়াল আগে নিতেও নাকি টাকা লাগে। গাড়ি চাপ কমাতে দ্রুত নদী ড্রেজিং করে ফেরি চলাচল স্বাভাবিক করা দরকার।
বিআইডব্লিউটিসি’র মেরিন আফিসার মাইনুল ইসলাম বলেন, যেখানে স্বাভাবিকভাবে ফেরি চলাচলের জন্য উক্ত নৌ চ্যানেলের গভীরতা সাড়ে ৯ থেকে ১০ ফুট এবং ৬শ’ থেকে ৭শ’ ফুট চওড়া দরকার। সেখানে আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা ঘাটের অদুরে চ্যানেলটি সুরু বা ন্যারো হওয়াতে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। একটু এদিক-সেদিক হলেই ফেরিগুলো ডুবোচরে আটকে যাচ্ছে। যে চ্যানেল আছে এটি আরো চওড়া হওয়া দরকার বলে তিনি মনে করছেন।
বিআইডব্লিউটিসি’র ম্যানেজার বাণিজ্য আবু আব্দুল্লাহ বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে মোট ৫টি ফেরি চলাচল করছে। নাব্যতা সঙ্কটের কারণে এসব ফেরি হাফ লোড নিয়ে যাতায়াত করছে। আগে যেখানে একটি ফেরি ১৫ থেকে ১৬টি যানবাহন লোড নিয়ে চলাচল করেছে এখন সেখানে একটি ফেরি ৯ থেকে ১০টি গাড়ি বোঝাই করে চলাচল করছে। তাও আবার দফায় দফায় ডুবোচরে ফেরিগুলো আটকে যাচ্ছে। এ নৌরুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে একদিকে যেমন বিআইডব্লিউটিসি’র রাজস্ব ঘাটতি হচ্ছে অপরদিকে তেমন যানবাহন শ্রমিকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিএ’র ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. হাছান আহম্মেদ বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটের যমুনায় দ্রুত গতিতে পানি কমছে। নাব্যতা ঠিক রাখতে দিন-রাত ৪ থেকে ৫টি ড্রেজার দিয়ে চ্যানেল খননের কাজ চলছে। চ্যানেল ঠিক রাখতে পুরো শুস্ক মৌসুম জুড়েই আমাদের এ খনন কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত
এবার সাদপন্থিদের ১০ দফা দাবি
সা'দ পন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আশুলিয়া থানায় স্মারক লিপি প্রদান
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বাংলাদেশ নিয়ে কটুক্তি করা বিজেপি নেতা শুভেন্দুকে জুতাপেটা
সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ
শীতের তীব্রতায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ,বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি
‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪’ পেল হংকংয়ে বসবাসরত ১০ বাংলাদেশি নারী
বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন
মার্কিন সিইও হত্যাকাণ্ড, সামাজিক মাধ্যমে ভুল তথ্যের বিপজ্জনক প্রভাব
গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু