প্রাণ ফিরবে বগুড়ার নদ-নদীর
৩০ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
বগুড়াসহ সারাদেশের নদী দূষণ, দখলমুক্ত করণ ও খননের লক্ষ্যে নদীর তালিকা প্রনয়ন শুরু হয়েছে। নাব্যতা ফিরে এলে প্রাণ ফিরবে বগুড়ার নদ-নদীর। দেশের সব জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বরাবরে চিঠি দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।
জানা যায়, বগুড়ার অধিকাংশ নদীই এখন দখলদারদের কবলে। অনেক নদীই ভরাট অথবা দূষণে ভরপুর। কোথাও কোথাও বিভিন্ন ফসলের চাষ এবং ঘের দিয়ে মাছ চাষ চলছে। এভাবে দিন দিন নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। এভাবে অস্তিত্ব হারিয়ে নদ-নদীগুলো কালের গর্ভে হারিয়ে যাচ্ছে।
উত্তরের কেন্দ্রভূমি বগুড়ার উপর দিয়ে প্রবাহিত করতোয়া, বাঙ্গালী, ইছামতি আংশিকভাবে খনন করা হলেও দখল মুক্ত এবং দূষণ মুক্ত করার উদ্যোগ এখনও নেয়া হয়নি। করতোয়ার উৎসমুখ গাইবান্ধার খুলসীতে নদীর বগুড়ামুখী প্রবাহ বন্ধ করে ৮০;র দশকে রেগুলেটর তৈরি করে বগুড়ামুখী স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়েছে। ফলে আগের মত করতোয়ায় পানি প্রবাহ নেই। ধুনট উপজেলায় মানাসের মুখ বন্ধ হয়েছে যমুনায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ফলে। করতোয়া এবং মানাষের যখন স্বাভাবিক প্রবাহ ছিল তখন এই নদী কেন্দ্রিক খাল বিলে প্রচুর মাছ পাওয়া যেত বলে জানিয়েছে জেলে বা স্থানীয় ভাষায় ধীবর সম্প্রদায়ভুক্ত মানুষেরা। বগুড়া পাউবোর হাল নাগাদ তথ্য অনুযায়ী বগুড়ার উপর দিয়ে প্রবাহিত নদীগুলো হলো, যমুনা, করতোয়া, বাঙ্গালী, ভাদাই, গাংনই, গজারিয়া, ইছামতি, মরা বাঙ্গালী, ইছামতি, মানাস, মহিষাবান, হলহলিয়া, নাগর, নুনগোলা, সুখদহ, ভেলকা, ভদ্রা, ভদ্রাবতী, বানগঙ্গা, মরা করতোয়া।
দুপচাঁচিয়া উপজেলা সদরের গোলাম ফারুক জানান, দুপচাঁচিয়ার উপর দিয়ে প্রবাহিত নাগর নদী ছিল খুবই খরস্রোতা নদ। বর্ষাতো বটেই শীত মৌসুমেও এ নদী ছিল খরস্রোতা। কিন্তু এখন এটা যেন এক মরা খাল। নাগর নদ এখন বালু দস্যুদের অবৈধ টাকা ইনকামের উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে ।
ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামের ওহেদ আলী জানান, মানাস নদীতে আগে শীতকালেও পানি থাকতো। সারা বছরই প্রচুর মাছ ধরা পড়তো। এখন বর্ষাকালেও শুকনো থাকে নদী। নদীর উৎসমুখে বন্যা নিয়ন্ত্রণ বাধে সুøইচ গেট ছিল। সেই গেট দিয়ে পানি আসতো। এর পানি উপচে খাল বিলে যেত। সেখানে প্রচুর মাছ ধরা পড়তো। নদীতে পানি না থাকায় শুকনো খাল বিলও দখল হয়ে গেছে। এই নদীর বুকে এখন চলে ধান চাষ।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির ইনকিলাবকে জানান, পরিবেশ মন্ত্রণালয় জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডকে নদীর তালিকা প্রনয়নে চিঠি দিয়েছেন। এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে বৈঠকও হয়েছে। এই তালিকা নিয়ে বিভাগীয় পর্যায়ে বৈঠকের পর সারসংক্ষেপ তৈরি মন্ত্রণালয়ে পাঠানো হবে। তালিকা প্রনয়নের পর প্রথমে প্রতি জেলায় একটি নদীকে দখল, দূষণ মুক্ত করা হবে। পর্যায়ক্রমে অন্য নদী গুলোও দখল ও দূষণ রোধে পদক্ষেপ নেয়া হবে। ফলে মরা নদী গুলো পাবে হারানো যৌবন ।
তিনি আরো জানান, মানাষের উৎসমুখে সুøইচ গেট করে নাব্যতা রক্ষায় একটি প্রকল্প দাখিল করা আছে। গাইবান্ধার খুলসীতে করতোয়ার উৎস মুখেও সুøইচ গেটের ক্ষুদ্র পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দুটি নদীর নাব্যতা ফিরে এলে বগুড়ার অনেক খাল, বিলও আগের রূপ ফিরে পাবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা