কেন্দ্রের চিঠি নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ-অসন্তোষ
০৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির কেন্দ্র থেকে পাঠানো একটি চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দুই উপজেলা বিএনপি ও সহযোগ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অুসন্তোষ দেখা দিয়েছে। চলছে নেট দুনিয়ায় সমালোচনার ঝড়।
সূত্র জানায়, গত ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক বরাবর প্রেরণ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয় যে, লক্ষ্মীপুর-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবকে তার দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। ওই চিঠিকে জাসদের নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনে আ স ম আব্দুর রব ধানের শীষের মনোনয়ন পাচ্ছেন বলে প্রচার করে ফেসবুকে পোস্ট করেন। এতে শুরু হয় দুই পক্ষের তর্ক-বির্তক। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দেয় ক্ষোভ-অসন্তোষ। তারা এ আসনে কোনোভাবেই আ স ম আব্দুর রবকে মেনে নিতে চাচ্ছেন না।
কমলনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আসনে বিএনপি প্রার্থী হিসেবে সাবেক দুবারের টানা এমপি বিএনপির কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকেই চাচ্ছেন। বিগত ১৬ বছর ধরে এ আসনে বিএনপির নেতাকর্মীদের নামে হামলা-মামলা উপেক্ষা করে তাদের দুর্দিনে পাশে থেকে দলকে সুসংগঠিত করে রেখেছেন আশরাফ উদ্দিন নিজান।
সূত্র আরো জানায়, ২০১৮ সালের নির্বাচনে আশরাফ উদ্দিন নিজানকে বাদ দিয়ে এ আসনে বিএনপি জোট মনোনয়ন দেয় আ স ম আব্দুর রবকে। ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুর রব নৌকা প্রতিকের প্রার্থী মেজর (অব.) আব্দুল মান্নানের নিকট হেরে যান। একসময়ের জাসদ বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। ভোটব্যাংক শূন্যের কোটায়। এ অবস্থায় আ স ম আব্দুর রবকে জিততে হলে বিএনপির মতো বড় দল ছাড়া কোনো উপায় নেই বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তার বয়স ও সময় বিবেচনা করে আ স ম আব্দুর রব ধানের শীষ নিয়ে লড়লেও জিতে আসাটা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন অনেকেই।
রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দীন বলেন, এবিএম আশ্রাফ উদ্দিন নিজানকেই এ আসনে ধানের শীষের প্রার্থী চাচ্ছে তৃণমূল। তৃণমূল নেতাকর্মীদের দাবি, আশরাফ উদ্দিন নিজানের বাইরে এ আসনে অন্য কাউকে মনোনয়ন দিলে আসনটি নিশ্চিত হারাতে হবে। কারণ আশরাফ উদ্দিন নিজান একজন জনপ্রিয় নেতা। কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের ও সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী একই মন্তব্য করেছেন।
গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। জাসদকর্মী মো. জিহাদ হোসাইন লিখেছেন লক্ষ্মীপুর-৪ আসন জাসদের হাতে তুলে দিয়েছে বিএনপি। পাল্টা জবাব দিয়ে যুবদল নেতা মোস্তফা সারোয়ার লিখেছেন মুরব্বি, এটা নমিনেশন পেপার নয়, এটা ধুমধাড়াক্কা থেকে বাঁচার প্রেসক্রিপশন। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে কেউ যাতে বাধা সৃষ্টি না করে সেই জন্যই এই প্রেস রিলিজ। সুতরাং দিবাস্বপ্ন দেখা থেকে বিরত থাকুন।
আমজাদ হোসেন লিখেছেন-লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগরে বিএনপি মনোনীত আসন নিয়ে দলের নেতাকর্মীদের বিব্রত হওয়ার কিছু নেই। গত ১৭ বছর যিনি দায়িত্বে ছিলেন, তিনিই থাকবে ইনশাআল্লাহ।
জসিম উদ্দিন নামে একজন লিখেছেন-নিজান সাহেব গাছ রোপণ করেছেন,আর ফল খাবে অন্যজন, তা হবে না।
জহির উদ্দীন নামে একজন লিখেছেন-দিল্লি বহুত দূর। মনে মনে মন কলা না খাওয়াই ভাল। বয়স হয়েছে তাই সম্মানের সাথে অবসরে যাওয়া ভাল। ১৫-১৬ হাজার পুঁজি নিয়ে গন্তব্যে পৌঁছানো কোন ভাবেই সম্ভব নয়!
আব্দুর রহিম নামে একজন লিখেছেন- সারা রাত পানি সেচ দিবে একজন, আর মাছ ধরবে আরেকজন, তা কি মেনে নেওয়া সম্ভব হবে?
মুরাদ নামে একজন লিখেছেন-১৫-১৬ হাজার ভোট দিয়ে কি এমপি হওয়া যাবে? ধানের শীষ নিয়ে আসম আব্দুর রব ভোট করলে সর্বসাকুল্যে ১৫ ১৬ হাজার পেতে পারে! জয়লাভ করতে হলে আশরাফ উদ্দিন নিজানের বিকল্প নেই। মো:শরীফ লিখেছেন-কমলনগর-রামগতির মানুষের শেষ আশ্রয়স্থল আশরাফ উদ্দিন নিজান।
এ ব্যাপারে আ স ম আব্দুর রবের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তার স্ত্রী তানিয়া রব ইনকিলাবকে বলেন, বিষয়টি নিয়ে আমরা কোনো তর্কে যেতে চাই না। সব কিছু সময়ে বলে দিবে।
বিএনপির সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান বলেন, চিঠিতে নির্বাচনসংক্রান্ত কোনো শব্দ নেই। শুধুমাত্র নিজ দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে যাতে বাধার সম্মুখীন না হয়, সেজন্য বিএনপির নেতাকর্মীদের সহায়তা করতে বলা হয়েছে। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে কয়েকটি দলের নেতাকে চিঠি দিয়েছে। যাদের চিঠি দেয়া হয়েছে তারা তাদের নির্বাচনী এলাকায় গেলে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়েন। আবার অনেক জায়গায় মারধরের ঘটনাও ঘটে। বিষয়টি তারা বিএনপির হাইকমান্ডকে জানালে বিএনপি চিঠি ইস্যু করে, যাতে বিএনপির কোনো নেতাকর্মী ওইসব দলের কর্মকাণ্ড পরিচালনায় হয়রানি না করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ে আগুন পরিকল্পিত: প্রকৌশলী ইকরামুল খান
সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আটকা পড়েছেন ৭১ পর্যটক
জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু
বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতির লক্ষে ইসিফোরজে’র প্রি-ওয়ার্কশপ
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু