ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা
০৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ মধ্যপাড়া সড়কের বেহাল দশা। সড়কের মাঝে বড় বড় গর্ত থাকলেও প্রতিকারের কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। দীর্ঘদিন যাবত সড়কের কাজ ফেলে রাখা হয়েছে। সংস্কারের উদ্যোগ নিলেও থেমে আছে কাজ। রাস্তার কাজ শেষ করার যেন কোনো নাম নেই। এই সড়কে নিয়মিত হাজার হাজার লোকজন চলাচল করলেও কর্তপক্ষ যেন কোনো গুরুত্বই দিচ্ছেনা বিষয়টি নিয়ে। এই কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাড়ির বাসিন্দারা। জরুরি প্রয়োজনে এই এলাকায় আসা লোকজনকেও পোহাতে হয় দুর্ভোগ। রাস্তার বেহাল দশার কারণে কোনো যানবাহন এই এলাকায় আসতে চায়না। কোনো কোনো যানবাহনের চালক এই সড়কে গাড়ি নিয়ে আসলে বড় বড় ভাঙনের কারণে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে বসে থাকতে হয়। এলাকার লোকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিতেও পড়তে হয় ভোগান্তিতে। দ্রুত সড়কের কাজ শেষ করার দাবি জানান এলাকার লোকজন।
দূষণের পাশাপাশি সড়কে খোঁড়াখুঁড়ি করায় শহরে নাগরিক দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। অনেক সড়কে যান চলাচলও বন্ধ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্টদের দাবি, চলতি বর্ষা মৌসুমে অতিভারী বৃষ্টি ও পানিবদ্ধতার কারণে ঢাকার সড়কের এই বেহাল দশা। সড়ক সংস্কার না করায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ কারণে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকার স্থানীয় লোকজন জানান, এই সড়কে প্রতিদিন মালবাহী যানবাহন চলাচল করে। এছাড়া বিভিন্ন পণ্যসামগ্রী আনা-নেওয়ার ক্ষেত্রে এ সড়ক ব্যবহার করা হয়। এটি এলাকার যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি সড়ক। কিন্তু সড়কটি সংস্কার না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত পাড় হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় সড়কে গাড়ি বিকল হয়ে ঘটছে দুর্ঘটনা।
অটোরিকশাচালক আল আমিন জানান, আমরা এই সড়কে নিয়মিত গাড়ি চালাতাম। এখন বড় বড় গর্ত থাকার কারণে এই সড়ক ব্যবহার করি না। চালকদের জীবিকা ধারণের অন্যতম সড়ক এটি। সরকার বিভিন্ন জায়গায় সড়ক সংস্কার ও মেরামতের কাজ করছে। কিন্তু এ গুরুত্বপর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় এখন সাধারণ মানুষ ও চালকদের কষ্ট করতে হচ্ছে।
সিপাহীবাগ মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ মধ্যপাড়া গুরুত্বপূর্ণ এলাকা হলেও এর আশপাশের বিভিন্ন সড়ক ভাঙাচোরা ও গর্তে ভরা। দীর্ঘদিন সড়কে কাজ বন্ধ থাকায় কঠিন ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সড়কে বড় বড় গর্ত করে কাজ ফেলে রাখা হয়েছে। এ সড়কের অবস্থা এতটাই খারাপ যে উল্টে যাওয়ার ভয়ে যানবাহন চলছে না। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। শিশু সন্তানদের নিয়ে অভিভাবকরা স্কুলে যেতে পারে না। এলাকার কেউ অসুস্থ হলে হাসপাতালে নেয়া যায় না। রাস্তাটির বেহাল দশার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, ইতোমধ্যে অনেকগুলো সড়কের খানাখন্দ ও বড় বড় গর্ত মেরামত করতে সক্ষম হয়েছি। যে সকল সড়কে মেরামত কাজ বাকী আছে সেসব সড়কের মেরামত কাজ করা হবে। আমরা সড়কগুলো জনগণের চলাচল উপযোগী করে সংস্কার করছি। বৃষ্টি পুরোপুরি থেমে গেলে প্রয়োজনীয়তা অনুসারে কিছু কিছু সড়ক পুনঃনির্মাণ করব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেট্রোরেল লাইনের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
চলতি বছর দেশে স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে ৬২ বার
সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন ব্যবহার উপযোগী করা সম্ভব : ইডেন গণপূর্ত বিভাগ
বড় রানে শুরু বিপিএল
ফেনীতে বিএনপি নেতা মজনুর ১০ হাজার কম্বল বিতরণ
পরিস্থিতি শান্ত হলে করিডোর খুলে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তালতলীতে ওসির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ
দৌলতপুরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মির্জাপুরে শীতার্তদের ঘুম থেকে জেগে তুলে ইউএনও’র কম্বল বিতরণ
গাজীপুরে কারখানার ওয়েস্টেজ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ গুলি আহত ৫
এবার ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করলো বিএফআইইউ
মিথ্যা সাজা খেটেও দেশ থেকে পালায়নি বেগম জিয়া: এবিএম মোশাররফ হোসেন
জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ ঘিরে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা
ফরিদপুর সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
৮ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন আরও ১৬৮ জন
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
বর্ষসেরার লড়াইয়ে হেডের সঙ্গে রুট-ব্রুক ও বুমরাহ
নরসিংদী আদালত প্রাঙ্গনে হত্যা মামলার আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস.আই আহত
রমজানে নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে : বাণিজ্য উপদেষ্টা