ফ্যাসিস্ট হাসিনার দালালিতে নেমেছে সুজন!
০৭ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের দালালীতে নেমেছে সুসাশনের জন্য নাগরিক (সুজন)। ড. বদিউল আলম মজুমদারের এই এনজিওটি দাবি করছে আগামীতে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সংগঠনটির মূল নেতা ড. বদিউল আলম মজুমদার নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান দায়িত্ব পালন করায় বর্তমানে প্রধান সমন্বয়কারী হয়েছেন দিলিপ কুমার সরকার। তিনি বলেছেন, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন এক একটা একেক ধরনের হলেও সবগুলো নিয়েই মানুষের মাঝে অসন্তুষ্টি আছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও সংস্কার কমিশনের কাছে জনআকাক্সক্ষা ভিত্তিক সুপারিশ তুলে ধরতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহযোগিতায় সংবাদ সম্মেলনে দিলিপ কুমার সরকার এসব কথা বলেন। গতকাল বুধবার বরিশাল নগরীর সদররোড আর্যলক্ষ্মী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিলিপ কুমার সরকার বলেন, বিগত দিনে সারাদেশ ও দলের মধ্যে যেমন একটা কর্তৃত্ববাদী শাসন ছিল, একজনের কথায় দল চলতো, এ কারণে নেতৃত্বের দায় দলের ওপর চাপানো ঠিক না। যখন নির্বাচন হবে, সেটা যেন অংশগ্রহণমূলক হয় এটা আমরা চাই। আমাদের বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে লাখ লাখ মানুষ আছে। কিন্তু তাদের মধ্যে গত ১৫ বছরে অনেকে অপরাধকর্মের সঙ্গে জড়িত থাকতে পারেন, আন্দোলনের সময় অনেকে অন্যায় করতে পারেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন, অনেকে দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন। এক কথায় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, তাদের বিচার করা হোক।
সুজনের এই প্রধান সমন্বয়কারী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আন্তর্জাতিক নির্দেশকগুলোকে যদি আমরা দেখি, সেখানে মানুষের অংশগ্রহণের কথা যেমন বলা আছে, তেমনি মানুষের সামনে অনেক বিকল্প থাকতে হবে। মানুষ যাকে যাকে দেখতে চায় ওই তালিকায় সবার উপস্থিতি থাকতে হবে। সেজন্য আমরা মনে করি- আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, কিন্তু কোনো দল নিষিদ্ধ করা বা দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার স্ট্যান্ড থাকা উচিত নয়। যারা অন্যায়কারী ছিল এবং যে ফেসগুলো আমরা দেখেছি অন্যায়কে উসকে দিতে, সংঘর্ষকে উসকে দিতে তারা যদি রাজনীতির অঙ্গনে আসে এবং তারা যদি সংগঠিত হওয়ার চেষ্টা করে, সেটা হয়ত মানুষ ভালোভাবে নেবে না। এখান সৎ মানুষ, ভালো মানুষ, নতুন নেতৃত্ব, নতুন আওয়াজ তুলে এ জায়গায় আসতে হবে। অতএব পরিশুদ্ধ হয়ে সেই রকম নেতৃত্ব নির্বাচন করে দলকে এগিয়ে নিলে তখন একটা ইতিবাচক সারা মানুষের দিক থেকেও হয়তো পেতে পারে।
সংবাদ সম্মেলনে ধারণাপত্রে ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অগ্রাধিকার সমূহের মধ্যে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করে সৎ যোগ্য নিরপেক্ষ ও সাহসী ব্যক্তিদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রদানসহ ১২টি প্রস্তাব করা হয়। সংবিধানের মধ্যে এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন বাধ্যবাধকতা সৃষ্টি করা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব করা হয়। জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে ৬টি, বিচার বিভাগ সংস্কার কমিশনে ৫টি, দুর্নীতি দমন সংস্কার কমিশনের অগ্রাধিকারে ৬টি, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে ১০টি, স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনে ৭টি, গণমাধ্যম সংস্কার কমিশনে ৬টি, শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশনে ১০টি, নারীবিষয়ক সংস্কার কমিশনে ৬টি এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনে ৯টি প্রস্তাব তুলে ধরা হয়।
সুজন বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্ব সংবাদ সম্মেলনে রফিকুল আলম, অধ্যাপক মোতালেব হাওলাদার, রনজিৎ দত্ত, মেহের আফরোজ মিতা উপস্থিত ছিলেন।
সুশাসনের জন্য নাগরিকের প্রধান সমন্বয়কারীর আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বক্তব্য নিয়ে সোস্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন এনজিও সুজন এখনই ফ্যাসিস্ট হাসিনা ও তার গণহত্যকারী দল আওযামী লীগের দালালীতে মাঠে নেমেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কুরস্কে ইউক্রেনের সৈন্যদের কঠিন সংগ্রাম এবং ট্রাম্পের জন্য অপেক্ষা!
আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল ও খাবার মিলবে না
কক্সবাজারে গোয়েন্দা অভিযানে ২ অস্ত্রধারী আটক
খোশরোজ কিতাব মহলের মালিক মহীউদ্দীন আহমদ আর নেই
চীনের ‘ঝুহাই এয়ারশো ২০২৪’,ভবিষ্যৎ বিমান শক্তির এক ঝলক
ভারত নিজেকে মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়-দাদা : কবীর সুমন
‘ভারত বয়কট হোক’
ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা করলো মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়ন
সকালে ঝলমলে রোদ,সন্ধ্যা নামতেই শীতে কাঁপছে পঞ্চগড়
বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি
আজ ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস
সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির, ভারতকে নিয়ে বার্তা হাসনাতের
আসছে নতুন টাকা, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি
রায়গঞ্জে ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসকে বরণ করে নিলেন সাধারণ মানুষ
চাঁদপুরে দুই কোটি টাকার ব্রিজে উঠতে লাগে মই দিয়ে
ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
খুনি হাসিনা সরকারের অর্থপাচারের তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে’
শীতের শুরু থেকেই সীমান্তবর্তী অঞ্চলে লেপ-তোষকের দোকানে কারিগরদের ব্যস্ততা বেড়েছে
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে পর্তুগালে প্রতিবাদ সভা