সঙ্কট মোকাবেলায় উন্নয়ন সহযোগীরা
১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বড় ধরনের অর্থ সহায়তা নিচ্ছে সরকার। চলতি অর্থবছরেই রেকর্ড প্রায় সাড়ে ১৭ বিলিয়ন ডলার বা দুই লাখ ১০ হাজার কোটি টাকা নেওয়া হচ্ছে। এর মধ্যে ৯ দশমিক ২০ বিলিয়ন ডলার বাজেট সহায়তা আর ৮ দশমিক ৩০ বিলিয়ন ডলার উন্নয়ন সহায়তা। আগামী ডিসেম্বরে আসছে ১১০ কোটি ডলারের বাজেট সহায়তা। অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ অন্য উন্নয়ন সহযোগীরা এই বিপুল অঙ্কের ঋণ সহায়তা দেওয়ার ব্যাপারে সরকারকে ইতিবাচক মনোভাব জানিয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ রিজার্ভে যুক্ত হতে পারে, যা সরকারের তহবিল ও ডলারসংকট কাটাতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইআরডির একাধিক কর্মকর্তা বলেন, বাজেট সহায়তা বাবদ বিভিন্ন উৎ থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বড় উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ থেকে কয়েক দফায় বড় অঙ্কের বাজেট সহায়তা নিচ্ছে সরকার। জাপান ও কোরিয়ার মতো দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশের কাছ থেকেও একই ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে। চলতি বছরের বাকি দুই মাসের মধ্যেই অন্তত ৩০০ কোটি ডলার বিদেশি মুদ্রার রিজার্ভে যুক্ত হবে। এরমধ্যে ১১০ কোটি ডলারের বাজেট সহায়তা আসবে আগামী ডিসেম্বরে। এ অর্থবছরে সব মিলিয়ে ৬৮০ কোটি ডলারের বাজেট সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আরো ১০০ কোটি ডলার পেতে জাইকার সঙ্গে কথাবার্তা চলছে।
ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রত্যাশিত বাজেট সহায়তার মধ্যে আইএমএফ ৩০০ কোটি ডলার, বিশ্বব্যাংক ১৫০ কোটি ডলার ও এডিবি ১৩৫ কোটি ডলার, এআইআইবি ৪০ কোটি ডলার, ইউরোপীয় ইউনিয়ন ২০ কোটি ডলার, ওপেক ফান্ড ও দক্ষিণ কোরিয়া ১০ কোটি ডলার করে দেবে। এর মধ্যে আইএমএফের ৩০০ কোটি ডলার চলমান সংস্কার কার্যক্রমে বিভিন্ন কর্মসূচিতে এ অর্থ ব্যয় করা হবে। সংস্থার এ সহায়তা আগের প্রতিশ্রুত ৪৭০ কোটি ডলারের বাইরে। আইএমএফের আগের প্রতিশ্রুতি থেকেও ১৩৮ কোটি ছাড় হবে।
ইআরডির আমেরিকা-জাপান উইংয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আইএমএফের কাছে চলতি অর্থবছর আরো ৩০০ কোটি ডলার পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। বিশ্বব্যাংক চলতি অর্থবছরে নতুন করে দেড় বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে। সংস্থাটি অর্থনৈতিক সুশাসন ও সংস্কার কর্মসূচি জোরদার করতে ৭৫ কোটি ডলার দেবে। আরো ২৫ কোটি ডলার দেবে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং বিবিএসের সক্ষমতা বাড়ানোর জন্য। আরো পাওয়া যাবে অন্য সংস্থাগুলো থেকে।’
ইআরডির বিশ্বব্যাংক উইং সূত্রে জানা গেছে, এ মুহূর্তে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে অভ্যন্তরীণ উৎ থেকে সরকার ঋণ কম নেওয়ার চেষ্টা করছে। কারণ স্থানীয় উৎসর ঋণে একে তো সুদ বেশি, আবার সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতের পক্ষে ঋণ পেতে সমস্যা হয়। এ ছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের আগ পর্যন্ত বিদেশি উৎ থেকে যত বেশি সম্ভব ঋণ বাড়ানোর কৌশল রয়েছে সরকারের। এলডিসি থেকে উত্তরণের পর বর্তমানের মতো নমনীয় সুদে ঋণ পাওয়া যাবে না।
ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত উন্নয়ন সহযগীদের কাছ থেকে মোট ১৩.১২ বিলিয়ন ডলার বাজেট সহায়তা নিয়েছে বাংলাদেশ। এর ফলে নতুন করে বাজেট সহায়তার অর্থ যুক্ত হলে দেশের রিজার্ভ শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন ইআরডির কর্মকর্তরা। বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর আরও বেড়েছে। রিজার্ভের প্রধান দুই উৎস- প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ার পরও অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকের পতন থামছে না। আকুর সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার আমদানি বিল হয়েছিল। তা মিটিয়ে দেওয়ার পর গত মঙ্গলবার বিপিএম-৬ হিসাবে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার, যা ছয় মাসের মধ্যে সবচেয়ে কম। বাংলাদেশ ব্যাংকের ‘গ্রস’ হিসাবে রিজার্ভ এখন ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার। গত ১২ মে আকুর মার্চ-এপ্রিল মেয়াদের ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ১৮ দশমিক ২৫ বিলিয়ন ডলার। ‘গ্রস’ হিসাবে নেমেছিল ২৩ দশমিক ৭২ বিলিয়ন ডলারে।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় রাশিয়া, চীনের প্রশংসায় এরদোগান
ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
ভিয়েতনামে পুরস্কার জিতলো আফসানা মিমির সিনেমা প্রকল্প ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’
শিক্ষার্থীর উপর হামলার জের বিশ্বনাথ ডিগ্রি কলেজে মানববন্ধন
ইউরোপের প্রথম এআই গায়ককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আইন পাসে বাধা, জার্মানির সংসদে বিরোধীতা চরমে
রাজশাহী মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের মহাসড়ক অচল করে দেয়ার হুশিয়ারী
চন্দ্রঘোনা থানা পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার
‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে প্রতিবাদে ইরানে মানবাধিকার কর্মীর আত্মহত্যা
দেশকে এগিয়ে নিতে ঐক্যের কোন বিকল্প নেই- এ জেড এম জাহিদ
বগুড়ায় বাড়ছে ডেঙ্গু
শাহজাদপুরে আ.লীগের সাবেক ২ এমপি কবিতা ও চয়ন ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের
আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক উত্তরাধিকার পাকিস্তানের বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ
এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর, বেড়েছে ১০০ টাকা ফি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
গফরগাঁওয়ে জনতার হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
শম্ভুর বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাৎ অভিযোগ
স্কুল থেকে ফেরার পথে তেলবাহী লরির ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
জামিন পেলেন সেই চার শিশুর বাবা জামাল মিয়া