একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত বিএনপির
১৪ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে বিরোধী দলে থেকে অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা, গুম-খুনের স্ট্রিম রুলার সহ্য করেই জনপ্রিয়তার শীর্ষে ছিল বিএনপি। ৫ আগস্ট গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে সেটি এখন আকাশচুম্বি জনপ্রিয়তায় পরিণত হয়েছে। কিন্তু এতোকিছুর পরও দলটির শীর্ষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পা রাখছেন মাটিতেই। বরং মানুষের মন জয় করতে নিচ্ছেন একের পর এক যুগান্তকারী ও দূরদর্শী সিদ্ধান্ত। গণঅভ্যুত্থানের পরপরই দলের নেতাকর্মীদের শান্ত থাকা এবং বিশৃঙ্খলা রোধে নিজ নিজ এলাকায় পাহাড়া দেওয়ার নির্দেশনা, বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে সর্বশক্তি নিয়ে দাঁড়ানো, প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে সেই অর্থ বন্যার্তদের জন্য ব্যয় করা, শোডাউন-শোভাযাত্রা নামে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না করতে কঠোর নির্দেশনা, চাঁদাবাজী-দখল ইত্যাদির অভিযোগ পেলেই সংশ্লিষ্ট নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিয়েছেন তিনি। আর সর্বশেষ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের পোস্টার-ব্যানার অপসারণ এবং জন্মদিন পালন না করতে যে নির্দেশনা দিয়েছেন সেটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গত ৯ নভেম্বর দলীয় সব পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে সারা দেশের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেয় বিএনপি। সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটগুলোতে একই নির্দেশ দিয়েছে যুবদলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্পষ্টভাবে জানায় বিএনপি।
এদিকে গত ১১ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ঐদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোন অনুষ্ঠান পালিত হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রতিক এই সিদ্ধান্ত দুটি প্রচারিত হওয়ার পরপরই চায়ের আড্ডা, রাজনৈতিক আলোচনার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই ইতিবাচক সিদ্ধান্ত বলে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।
মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক উদ্যোক্তা বলেন, এক সপ্তাহে দুইটা প্রশংসা পাবার মতো কাজ করলো বিএনপি। একটা হলো সমালোচনার মুখে পোস্টার সরিয়ে ফেলার নির্দেশনা, আরেকটা তারেক রহমানের জন্মদিন পালন না করা সংক্রান্ত নির্দেশনা। এগুলা সুস্পষ্ট লক্ষণ যে মানুষের কথার দাম আছে। আপনারা কথা বলেন, থেমে যায়েন না। পজিটিভ প্রেশার তৈরি করেন দলগুলোর ওপর। রাজনীতি আবারও আপনার আমার হোক, আমাদের ঘিরে তৈরি হোক রাজনৈতিক নেতাদের কর্মপরিকল্পনা।
মোহাম্মদ হোসেন নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন- বিএনপি পোস্টার-ব্যানার অপসারণের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি যথোপযোগী ও সঠিক সিদ্ধান্ত। প্রতিটি রাজনৈতিক দলের উচিত পোস্টার সংস্কৃতি থেকে বের হওয়া। মানুষ এখন পোস্টার রাজনীতি অপছন্দ করে। মোহাম্মদ আশরাফুল হক লিখেছেন, বিএনপির সকল ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড অপসারণের নির্দেশনা জনতার পালস বুঝেই আগামী রাজনীতি। সোহেল রানা লিখেছেন- বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল এমন উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। ধন্যবাদ বিএনপি। নাঈম ইসলাম লিখেছেন- সময় উপযোগী সিদ্ধান্ত। ব্যানার, পোস্টারের রাজনীতি থেকে রাজনৈতিক দলগুলো বের হয়ে আসুক। এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাই।
শেখ আহাম্মদ শিপু বিএনপির গত কয়েকদিনের নির্দেশনাগুলো তুলে ধরে লিখেছেন- সমালোচনা আমলে নিয়ে বিএনপি কাজ করছে, আর সেইটাই একটা দল-সংগঠনের কাজ। এই বিএনপিকে আপনি ভালোবাসতে বাধ্য হবেন। এই বিএনপি আপনার অন্তরে জায়গা করে নিতে সবটুকু উজাড় করে দিবে। রুবেল খান লিখেছেন- ভালো উদ্যোগ, এভাবেই প্রত্যেক রাজনৈতিক দলের চলা উচিত। জনগণ কি চায় সেটা বোঝা উচিত।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হচ্ছে বিএনপি জনগণের পাশে থেকে কাজ করতে চায়। বিএনপি জনগণের দল। জনগণের দুর্ভোগ, কষ্ট, হয়রানি হয়, জনগণ অসন্তুষ্ট হয় এমন কোন কাজ আমাদের দলের নেতাকর্মীদের করা যাবে না। জনগণের দুর্ভোগে যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক দুটি ব্যবস্থাই নেয়া হবে।
তিনি বলেন, গত ১৭ বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। তখন তো কোন অফিসের প্রয়োজন হয়নি আমাদের। এজন্য দলের সিদ্ধান্ত নিজেকে প্রচার ও জাহির করার জন্য কোন প্রকার পোস্টার-ব্যানার লাগানো যাবে না।
আমিনুল হক বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্ন জিনিস লাগাতে হয়, আবার অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ এটাকে ভালো চোখে দেখে না। মানুষ এটাকে ভালোভাবে নেয় না। সেই জায়গা থেকেই আমরা চিন্তা করে সদ্ধিান্ত নিয়েছি দলীয় বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন নামিয়ে সবকিছু পরিষ্কার করে ফেলতে হবে এবং সব দলীয় কার্যালয় অপসারণ করতে হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গতানুগতিক রাজনীতির বাহিরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে। সাম্প্রতিক বন্যা চলাকালীন সময়ে দলীয় ত্রাণ তৎপরতায় তারেক রহমানের তদারকীর কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা নিজেরাও বন্যায় ক্ষতিগ্রস্ত হবার পরও তারেক রহমানের নির্দেশে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। পানিবন্দী শিশু, নারী, পুরুষ উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসাসহ তাদের খাদ্যের ব্যবস্থা ও পরিচালনা করেছে। জীবনের ঝুকি নিয়ে বুক সমান পানি মাড়িয়ে নেতাকর্মীরা দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা করেছে। বন্যার পানি নেমে যাবার সাথে সাথে কৃষি, গৃহ পুনর্বাসন ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজও তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সারা দেশের নেতাকর্মীদের সব পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে বলা হয়েছে। এছাড়া গণঅভ্যুত্থানে অংশ নিয়ে বিএনপিসহ ছাত্র-জনতার অনেকেই এখনো আহত অবস্থায় আছেন, শহীদদের পরিবার শোকে পাথর হয়ে আছেন। এই অবস্থান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন্মদিনের উৎসব করতে চান না। কারণ বিএনপি জনস্বার্থে রাজনীতি করে। জনগণের চাওয়া ও প্রত্যাশা নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায়। যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণের সমস্যা হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। বিএনপির সাম্প্রতিক সকল সিদ্ধান্ত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য পর্যবেক্ষণ করলেই সকলের কাছে সেটি স্পষ্ট হয়ে যাবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
টঙ্গীবাড়ীতে হল্যান্ডের ড্যানিসপো কোম্পানির বীজ আলুর গাছ পরিদর্শনে ইউএনও
রাউজানে বড়ই সহ হরেক রকমের বাগান করে সফল মালিক শায়েস্তা খাঁন
৪ দিনের রিমান্ডে চট্টগ্রামের সাবেক এমপি নদভী
তল্লাশি চলছে বোমা হামলার হুমকি পাওয়া বিমানে
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
গাজায় ৩ দিনে ঢুকেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক : জাতিসংঘ
পুলিশের জন্য গোলাপি রঙের পোশাক চান সমন্বয়ক
ঢাবি এলাকায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পলক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ
আন্দোলনকারী মালয়েশিয়াগামীদের সরিয়ে দিলো পুলিশ
গান গাইতে গিয়ে হাসপাতালে মোনালী ঠাকুর
সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ককটেলসহ ২ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড
ট্রাম্পের ৫০০ বিলিয়ন ডলারের ‘স্টারগেট’ প্রকল্প, এআই প্রযুক্তিতে বিপ্লব
এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
টেকনাফে বিজিবির অভিযানে ৪লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মার্কিন রাজনীতিতে উত্তরসূরির জন্য রেখে যাওয়া চিঠিতে ট্রাম্পকে যে বার্তা দিলেন বাইডেন
প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
নাটোরে অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মৎস্য ঔষধ উদ্ধার