ব্রাহ্মণবাড়িয়ায় ক্লাসে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী
১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ স্কুল শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে শ^াস কষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৭ শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
সরেজমিনে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখাযায়, হাসপাতালের জরুরি বিভাগ জুড়ে এক ভীতিকর পরিস্থিতি। কোনো শিক্ষার্থীর মুখে অক্সিজেন, আবার কোনো শিক্ষার্থী শ^াসকষ্টে ছটফট করছে। এসময় অসুস্থ শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে ১০ জন শিক্ষার্থী শ^াসকষ্টের সমস্য নিয়ে অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করে বলেন, প্রায় দুই সপ্তাহ আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জরায়ু ক্যান্সার প্রতিরোধের টিকা গ্রহণ করে। এখন হঠাৎ করে তারা একসাথে অসুস্থ হয়ে পড়েছে। আমাদের ধারণা, এটি ওই টিকার পাশর্^ প্রতিক্রিয়ায় হয়ে থাকতে পারে।
চিকিৎসা নিতে আসা কয়েকজন শিক্ষার্থীরা বলেন, শ্রেণি কক্ষে প্রথমে এক শিক্ষার্থী হঠাৎ শ^াসকষ্টে আক্রান্ত হয়। এসময় তাকে আরেক শিক্ষার্থী মুখ দিয়ে শ^াস দিচ্ছিল। পরে সেও অসুস্থ হয়ে পরে। তারপর একে একে ১০ শিক্ষার্থী শ^াসকষ্টে আক্রান্ত হন। পরে অপর সহপাঠিরা ও অভিভাবকরা আমাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. অনিক দেব বলেন, এটি টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়। কারণ টিকা দেওয়া হয়েছে প্রায় দু’সপ্তাহ পূর্বে। তিনি এটিকে পেনিক এ্যাটাক বলে উল্লেখ করেছেন। এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। ২-১ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে।
কাইতলা যজ্ঞেশ^র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক বলেন, বিদ্যালয়রের ৯ম শ্রেণির (ক) শাখায় ক্লাশ চলাকালে হঠাৎ প্রথমে দুই শিক্ষার্থী শ^াসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদেরকে সেবা করার সময় আরো কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারমধ্যে দুইজন ছেলে শিক্ষার্থীও রয়েছে। অসুস্থদের প্রথমে চারগাছ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকদের পরামর্শে তাদেরকে দুইজন শিক্ষক দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই শিক্ষার্থীরা সুস্থ্য আছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন বলেন, ঘটনাটি জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকার কারণে হয়েছে কি না তা খতিয়ে দেখতে জেলা সিভিল সার্জনের সাথে কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আবারও শীতের কবলে সৈয়দপুর
লাকসাম আল-আমিন ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ব্রিকসে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সউদী আরব
বেক্সিমকোর শ্রমিকদের গণসমাবেশ
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার
তথ্য উপদেষ্টার সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের
সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকগণকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা
সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
আবাহনীর ৬ মিনিটের ঝড়ে এলোমেলো ফকিরাপুল
পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান ট্রাম্প
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে বিএনপি নেতা খুন
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা