ভারতের বদলে পর্যটকরা যাচ্ছেন থাইল্যান্ড-মালদ্বীপে
১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ রেখেছে ভারত। ভিসা কবে চালু হবে এ বিষয়ে কোনো আশ্বাস পাওয়া যায়নি। বাংলাদেশ থেকে প্রতি বছরই সর্বোচ্চ সংখ্যক পর্যটক ভারতের কলকাতা, দিল্লি, দার্জিলিং, সিকিম, মেঘালয়ে যেতেন। তবে ভিসা বন্ধের কারণে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে যাত্রীদের চাপ বাড়ছে। যাত্রীরাও ভারতের বদলে থাইল্যান্ড ও মালদ্বীপে যাচ্ছেন।
বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভারতের শুধুমাত্র শিক্ষা ও চিকিৎসা ভিসা চালু রয়েছে। পর্যটক ভিসা বন্ধ হওয়ায় দেশের এভিয়েশন খাতে বড় প্রভাব পড়েছে। ভারত সীমিত আকারে ভিসা কার্যক্রম চালাচ্ছে, তাই যাত্রী পাওয়া যাচ্ছে না। আবার ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে হয়রানি বা আটকের ভয়ে অনেকে ভারতমুখী হচ্ছেন না। ফলে দেশটির বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সব এয়ারলাইন্স তাদের ভারত রুটের ফ্লাইট সংখ্যা ৩ ভাগের ১ ভাগে নামিয়ে এনেছে। তবে বর্তমানে ভারত বন্ধ থাকায় নতুন কয়েকটি রুটে যাত্রীদের চাপ বেড়েছে। সেগুলো হচ্ছে মালদ্বীপ, থাইল্যান্ডের ব্যাংকক, নেপালের কাঠমান্ডু এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ থেকে বর্তমানে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ভারতের এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। ভিসা বন্ধের কারণে ইতোমধ্যে সাময়িক সময়ের জন্য ঢাকা-কলকাতা-ঢাকা ফ্লাইট স্থগিত করেছে নভোএয়ার, চট্টগ্রাম কলকাতা রুটের ফ্লাইট বন্ধ রেখেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তবে ভারতের পর্যটকদের সেই চাপ এখন ব্যাংকক ও মালদ্বীপের ফ্লাইটের উপর পড়েছে।
ট্যুর অপারেটররা বলছেন, বাংলাদেশ থেকে সারাবছরই ভারতে পর্যটক যেত। নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি মাসে থেকে সবচেয়ে বেশি ট্যুর প্যাকেজ বিক্রি হতো কাশ্মীর এবং শিমলা-মানালির। তবে এ বছর ভিসা বন্ধের কারণে প্যাকেজ বিক্রি প্রায় শূন্যের কোটায়। অনেকের আগে থেকে ভিসা নেওয়া ছিল, তারা বিচ্ছিন্নভাবে ভারত যাচ্ছেন। যারা নিয়মিত পর্যটনের জন্য দেশের বাইরে যেতেন তারা বিকল্প দেশে যাচ্ছেন।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর ডিরেক্টর মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস মো. ইউনুছ বলেন, ভারতের টুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই গন্তব্যগুলোতে টুরিস্টদের যাতায়াত বেড়েছে। সহজেই ভিসা পাওয়ার কারণে বর্তমানে মালদ্বীপ-শ্রীলঙ্কা প্যাকেজ সবচেয়ে জনপ্রিয় হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের সব রুটের ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। চট্টগ্রাম কলকাতার ফ্লাইটটিও আপাতত বন্ধ আছে। এই রুটে পর্যটক নেই বললেই চলে। তবে ভারতে যেতে না পেরে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ব্যাংকক এবং মালদ্বীপে যাচ্ছেন। এই দুই রুটের ফ্লাইটে পর্যটকের চাপ অনেকাংশে বেড়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ বোসরা ইসলাম জানান, ভারত রুটে ভিসা বন্ধের কারণে ব্যাংককসহ বেশ কয়েকটি রুটে যাত্রী বেড়েছে। কাঠমান্ডু রুটেও যাত্রী বৃদ্ধি পেয়েছে।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে বিনামুল্যে চক্ষু শিবির
আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যুবার্ষিকী
তুরস্কের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আহত আরও ৩২
কাল উত্তরায় আসছেন ধর্ম উপদেষ্টা ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শুরু কাল
কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
জয়পুরহাট সীমান্তে বিএসএফের বেড়া, বিজিবির বাধায় কাজ বন্ধ
অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো : মির্জা ফখরুল
ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন: ডিএমপি কমিশনার
কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি জেল হাজতে
জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেস্টাকালে বিজিবির বাধায় বন্ধ
প্যারিসে অনুষ্ঠিত হলো গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা
পানামা খাল নিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব প্রেসিডেন্ট মুলিনোর
দেশে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন : এ্যানি
ভ্যাট আগামী বাজেটে সমন্বয় করা হবে : অর্থ উপদেষ্টা
ইতিহাস গড়ে ম্যান সিটিতে কুজানভ
সুন্দরগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় কমিটির সভা
বাগেরহাটে বিএনপির কমিটি আওয়ামী লীগ কর্মীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা অনুষ্ঠিত
বেক্সিমকোর সকল কারখানা খুলে দেয়ার দাবীতে গণসমাবেশ চলছে