ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক খুন
১৬ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
নামাজরত অবস্থায় একেএম আব্দুর রশিদ (৮৫) নামের এক প্রবাসী চিকিৎসক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধানমন্ডির ৮/১ নম্বর রোডের ২৯৪/১ নম্বর ৫ তলা বাড়ির দ্বিতীয় তলার নিজ ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। তাকে হত্যার কারন জানা যায়নি। পুলিশর ধারনা চুরি করতে এসে অজ্ঞাতরা তাকে খুন করেছে। গত সেপ্টেম্বর মাসে স্ত্রী ডা. সুফিয়া রশিদসহ যুক্তরাজ্য থেকে দেশে এসেছিলেন এই দম্পতি। অপরদিকে হাজারীবাগে শহীদ পার্ক এলাকায় কিশোর গ্যাং গ্রুপের সাইকেল চুরিতে বাধা দিলে ছুরিকাঘাতে শাহাদাত হোসেন আকবর (১৭) নামে এক কিশোর নিহত হয়।
আব্দুর রশিদকে হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন বলেন, ধানমন্ডির ৮/১ নম্বর রোডের ২৯৪/১ নম্বর বাড়ির পাঁচতলা ওই ভবনটির মালিক নিহত আব্দুর রশিদ। দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভবনের সবগুলো ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রশিদ ও সুফিয়া রশিদ দম্পতি এক ছেলে ও এক মেয়ে। তারাও যুক্তরাজ্য প্রবাসী। এই দম্পতি প্রতি বছরে সেপ্টেম্বরে দেশে এসে ধানমন্ডির নিজ বাসায় কয়েকমাস থেকে চলে যেতেন। তাদের পরিবারের সবাই প্রবাসী।
সাইদুর আরো বলেন, রশিদ দম্পতি গত সেপ্টেম্বর দেশে আসেন, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে। পরে তাদের রুমে গিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তখন তাকে উদ্ধার করে প্রথমে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহতের স্ত্রী ডা. সুফিয়া রশিদ বলেন, তখন ছিলো অন্ধকার। আমি ছায়ার মত দেখি। হঠাৎ দেখি তারা আমার উপর ঝাপিয়ে পড়লো। এরপর সবাই দৌড়ে চলে গেলো। বাসা থেকে কোনো কিছু খোয়া যায়নি।
ঘটনা সম্পর্কে হাজারীবাগ থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভোর রাত তিনটার দিকে বারান্দার দরজা খোলা রেখেই আব্দুর রশিদ নামাজ পড়ছিলেন। তখনই তিনজন বারন্দার সামনের লন বেয়ে উঠে বাসায় ঢুকে পড়ে। এসময় দৃর্বৃত্তরা আব্দুর রশিদের গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিয়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওসি জানান, এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, ঘটনাটি ডাকাতি নয়, ধারনা করা হচ্ছে দৃর্বৃত্তরা চুরি করতেই বাসায় ঢুকেছিল। ওসি জানান, সিসি ফুটেজে বিশ্লেষন করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
অপরদিকে হাজারীবাগের শহীদ পার্ক এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কিশোর গ্যাং গ্রুপের সাইকেল চুরিতে বাধা দেয়ায় ছুরিকাঘাতে শাহাদাত হোসেন আকবর (১৭) নিহত হয়েছে।
নিহতের বাবা আফজাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কিশোর গ্যাংয়ের ৫ থেকে ৬ জন হাজারীবাগ শহীদ পার্কের পাশে একটি বাসার গ্যারেজ থেকে সাইকেল চুরির চেষ্টা করে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে তারা আকবরের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আকবর মারা যায়। হাজারীবাগ থানার এসআই মো.সাম্মাক হোসেন বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সিয়াম (১৮), শাকিল (২৩) ও শুকুর (১৬) নামে তিনজনকে আটক করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু
সরকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ, ভুক্তভোগীকে মামলায় হেনস্থার অভিযোগ
ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এক ফ্রেমে এক ট্রিলিয়ন ডলার
পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান "গ্রিনফিল্ড একাডেমী"র যাত্রা শুরু
আগে সংস্কার হবে, তারপর নির্বাচন : জাতীয় নাগরিক কমিটি
দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প, বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল