ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১

দোকান মাফিয়াদের দখলে গুলিস্তান

Daily Inqilab একলাছ হক

১৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম

রাজধানীর গুলিস্তান থেকে পোলাপশাহ মাজার রোড এখন আর গাড়ি ও পথচারীদের নিয়ন্ত্রণে নেই। এই সড়ক এখন চলে গেছে হকারদের হাতে। তারাই এখন এই সড়কের মা-বাবা। সকাল থেকে রাত পর্যন্ত এই সড়কের পুরো অংশেই দোকান বসানো হয়। হরেক রকমের পণ্যের দোকানে চলে কেনাবেচা। এছাড়াও গুলিস্তান এলাকার আশেপাশের সব এলাকাতেই ফুটপাথ ও রাস্তার অর্ধেক দখল করে বসানো হয়েছে দোকান। এসব দোকান নিয়ন্ত্রণ করে এই এলাকার দোকান মাফিয়ারা। তারাই দোকান ও ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে নিয়ে কোটি টাকার চাঁদাবাজি করেন। প্রতি দোকান থেকে নগদ টাকা উঠানোর পরও এডভান্সের নামে নেয়া হয় মোটা অংকের টাকা। আর এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের দোকান বসাতে দেয়া হয় না। এই সড়কগুলোতে দোকান বসানোর কারণে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে পারে না। এতে যানজটের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। গোলাপশাহ মাজার এলাকার অবস্থা ভয়াবহ। মোড়ের জাতীয় গ্রন্থ কেন্দ্রের ভেতরে প্রবেশের জন্য সরু জায়গাসহ পুরো প্রাঙ্গণই দখল করে দোকান বসানো হয়েছে। এর সামনের টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনের সড়ক দখল করা হয়েছে পুরোপুরি। মূল সড়কে ঘোড়ার গাড়ি, মিনিবাস, বড় বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হচ্ছে। এ অবস্থায় পুরো এলাকাজুড়েই তৈরি হয়েছে অসহনীয় যানজট। মাত্র পাঁচ মিনিটে অতিক্রম করা যাবে এমন সড়ক পার হতে লাগছে একঘণ্টা। অনেক যাত্রীদের দীর্ঘ যানজটের কারণে যানবাহন থেকে নেমে হেঁটে চলে যেতে হয়।
অতিরিক্ত যানবাহনের অধিকাংশ গুলিস্তান-ফুলবাড়িয়া এলাকার সড়কে চলে আসছে। তাছাড়া শিথিল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সড়ক ও ফুটপাথ দখল, ব্যাটারিচালিত রিকশা এবং রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলের এলোমেলো চলাফেরা, অবৈধভাবে পার্কিং বাড়িয়ে দিচ্ছে যানজট। গুলিস্তানের আশেপাশের সব সড়কের বেশিরভাগ অংশ দখল করে বসানো হয়েছে দোকানপাট। গুলিস্তান-সদরঘাট রওনা দিলেই শুরু হয় নতুন এক ভোগান্তি। রাস্তার দুইপাশে অগণিত ট্রান্সপোর্ট এজেন্সি। বাধাহীনভাবে অর্ধেক রাস্তা দখল করে রাস্তার ওপরেই গাড়ি পার্কিং করে মালামাল ওঠানামার কাজ করছে এসব প্রতিষ্ঠান।
সাধারণ পথচারীরা বলছেন, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এমন যাচ্ছেতাই অবস্থা মেনে নেওয়ার মতো নয়। মনে হচ্ছে দেখার কেউ নেই। এই দোকানগুলো রাস্তা ও ফুটপাথ দখল করায় পথচারীদের চলাচলে যেমন অসুবিধা হয়, তেমনি যানজট বাড়ে এবং নগরীর সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় প্রশাসনের উচ্ছেদ অভিযানের মাধ্যমে তাদের সরিয়ে দেওয়া হয়। এ জায়গাটুকু পার হতে অনেক সময় লেগে যায়। অথচ সড়কগুলো যথেষ্ট প্রশস্ত। হকাররা দখল করে রেখেছেন অর্ধেকের বেশি। ফুটপাতের দখল সমস্যা নিরসনে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা দরকার।
ইতোমধ্যে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সম্প্রতি এ অভিযানে অন্তত ৫০০ গাড়ি জব্দ করা হয়। অভিযানে সিটি ডিএমপির ট্রাফিক, ক্রাইম, সিটি করপোরেশন ও সেনাবাহিনী সহযোগিতা করে। তবে নগরবাসী বলছেন, পুলিশ ও সিটি করপোরেশনের পাশাপাশি সেনাবাহিনী এসব সেবামূলক কাজে অংশগ্রহণ করলে সকলেরই উপকার হবে। গুলিস্তান এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তার উপরেই চলে ব্যবসা। রাস্তা দখল করে কারা হয়েছে গাড়ির পাকিং। এতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই অনেকেই এই অভিযান নিয়মিত করার দাবি জানান। তারা বলছেন নিয়মিত অভিযান পরিচালিত হলে রাস্তা দখলমুক্ত থাকবে। ফুটপাথ দখল করে ব্যবসা অনেকাংশে বন্ধ হবে। জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে।
প্রাইভেটকার চালক আকরাম হোসেন বলেন, গুলিস্তানের সড়কগুলো সবসময়ই এড়িয়ে চলি। কিন্তু জরুরি প্রয়োজনে এই সড়কে এসে পড়লে বিপদে পড়তে হয়। মাত্র ৫ মিনিটের পথ যেতে লাগে কয়েকঘন্টা। এমন কেনো দিন নাই যে গুলিস্তানে যানজট নেই।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার নজমুল হাসান বলেন, গুলিস্তানে আমরা দিনে চারবার অভিযান চালাই। কিন্তু অভিযানে এসে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। পরবর্তীতে আমরা তথ্য পাই অভিযানে আসলে হকাররা গাড়িগুলো গুলিস্তানে শহীদ মতিউর পার্কে এনে রাখে। আমরা যখন রাস্তায় অভিযান চালাই তখন তারা মুহূর্তের মধ্যেই চলে যায়। #

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২

যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের