খাদ্যনিরাপত্তা সবচেয়ে বড় মানবাধিকার-খাদ্য উপদেষ্টা
১৬ নভেম্বর ২০২৪, ১১:২৬ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১১:২৬ পিএম
অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাবারের অধিকার হচ্ছে মানবাধিকার। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার পাইলট কার্যক্রম নিয়ে উৎপাদন বাড়ানো, কৃষকদের প্রণোদনা দিয়ে খাদ্যশস্য কেনা, আমদানিতে কর ও শুল্ক মওকুফ, খোলা বাজারে কম দামে খাদ্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। উত্তরাঞ্চলে পাইলট আকারে আমন ধান উৎপাদন করা হচ্ছে। খাদ্যনিরাপত্তাকে মানবাধিকারের সবচেয়ে বড় বিষয় বিবেচনা করে সরকার কাজ করছে।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের খাদ্য উপদেষ্টা এ কথা বলেন। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪’ (বঙ্গোপসাগর সংলাপ) শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে। খাদ্য উপদেষ্টা বলেন, বিশ্বের প্রত্যেক মানুষের প্রতিদিন খাবার প্রয়োজন। খাবারের অধিকার মানুষের সবচেয়ে বড় অধিকার। এ দেশে খাদ্যশস্য উৎপাদনের জন্য জমির পরিমাণ কমে যাওয়া এবং মানুষের ক্রয়ক্ষমতা কম থাকায় প্রায় ১৮ কোটি মানুষের জন্য খাবার নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অনেক সীমাবদ্ধতার মধ্যেও নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে সরকার।
উপদেষ্টা বলেন, বৈদেশিক মুদ্রা প্রাপ্যতার ওপর চাপ থাকায় সরকার পাইলট (পরীক্ষামূলক) কার্যক্রম নিয়েছে। উত্তরাঞ্চলে পাইলট আকারে আমন ধান উৎপাদন করা হচ্ছে। উত্তরাঞ্চলকে ‘খাদ্যঝুড়ি’ হিসেবে মনে করা হয়। সরকারের কাছে উৎপাদিত শস্য বিক্রি করতে উৎসাহ দিতে উৎপাদনকারী ও সরবরাহকারীকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ দেশের মানুষের কাছে খাবারের মধ্যে ভাত ও রুটি সবচেয়ে অগ্রাধিকার পায় উল্লেখ করে উপদেষ্টা বলেন, বছরে ৩ কোটি ৭৫ লাখ টন চাল এবং ৭০ লাখ টন গমের চাহিদা রয়েছে। উদ্যমী কৃষক ও সরকারের সহায়তায় চাল উৎপাদনে দেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ। তবে মাঝেমধ্যে বন্যা, ঝড়, খরার কারণে উৎপাদন ব্যাহত হয়ে চালের ঘাটতি দেখা দেয়। তখন আমদানি করে খাদ্যঘাটতি মেটানো হয়। তিনি জানান, চলতি বছর ১০ লাখ টন গম উৎপাদন হয়েছে। ফলে বাকি ৬০ লাখ টন আমদানি করতে হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতে আমদানিকারক ও ব্যবসায়ীদের বড় নেটওয়ার্ক আমদানিতে কাজে যুক্ত আছে। খাদ্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে খাদ্যপণ্য (চাল, গমসহ কয়েকটি পণ্য) আমদানির জন্য সরকার কর ও শুল্ক তুলে নিয়েছে। খাদ্য উপদেষ্টা জানান, দরিদ্র মানুষের জন্য খাদ্যপণ্য কম দামে ‘খোলাবাজারে বিক্রি’ (ওএমএস) করছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে যেসব মৌসুমে খাদ্য কম উৎপন্ন হয়, সেসব মৌসুমের জন্য খাদ্য মজুত রাখার কার্যক্রম বাড়াতে হবে। এখন ২২ লাখ টন খাদ্য মজুতের সক্ষমতা রয়েছে। এটাকে ৩০ লাখ টনে বাড়াতে চাইছে সরকার।
তিনি বলেন, এখন খাদ্য মজুতের সক্ষমতা বাড়ানোর বিষয়টি খুব বেশি প্রয়োজন বলে মনে করছে সরকার। এ বছর দেশে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যাকবলিত এলাকায় আমন ধানের উৎপাদন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বন্যায় সাত লাখ টন ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকার খাদ্য আমদানি করছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘোষণা করা হয়েছে মেলন মিউজিক অ্যাওয়ার্ড ২০২৪ - এর মনোনীতদের নাম
চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭
সরিষাবাড়ীতে বিএনপির বিশাল জনসভা - দেশপ্রেমের আহ্বান শামীম তালুকদারের
মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের ‘ধর্মযুদ্ধে’ নামতে বললেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী
বিএনপি ক্ষমতায় এলে দেশে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে - মেজর হাফিজ।
৫ আগস্টের বিজয়ে তারেক রহমান পনেরো বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন
পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: আইজিপি
নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল
জুলাই-অগাস্ট অভ্যুত্থানে শহীদদের নামে উপজেলা পর্যায় হবে স্টেডিয়াম
বিশ্বজনতার নজর আমেরিকায় কেন?
বাংলাদেশের পররাষ্ট্রনীতি : ফ্যাসিবাদের পক্ষাবলম্বনে কুগেলম্যান
অর্থনীতি ও নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে
হতাশ মুসলিম ভোটাররা
ঘুরে দাঁড়িয়ে মালদ্বীপকে হারাল বাংলাদেশ
বাইডেন প্রশাসনের নিন্দা জানালেন মার্কিন সিনেটর
অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া
চীনের নতুন মেগাপোর্ট উদ্বোধন
দ্বিগুণ সাহায্য চায় ভঙ্গুর দেশগুলো
গালওয়ান সীমান্ত নিয়ে বিভেদ ভুলে যাচ্ছে ভারত ও চীন
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে যে আহ্বান জানাল হামাস