সঙ্কটে আলু ও বোরো চাষ
১৮ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার শতাধিক হিমাগারে হাজার হাজার বস্তা আলুতে বোঝাই, সারের দোকানগুলোতে ইউরিয়া, ড্যাপ ও পটাশ সারের অভাব নেই। তবে গ্রাহকরা আলু ও সার কিনতে গেলে বলা হচ্ছে ‘নেই’! কিন্তু দাম বেশি দিলেই মিলছে সব। তাই বাধ্য হয়ে খুচরা আলু ব্যবসায়ী, আলু চাষি এবং ধান চাষিদের বেশি দামেই কিনতে হচ্ছে উল্লেখিত পণ্য। বাজারে নতুন আলু ওঠার পরেও কমছে না পুরাতন খুচরা আলু বাজার। পাশাপাশি বাড়ছে আলু ও বোরো ধান চাষের খরচ। সিন্ডিকেটবাজীর কারণেই এসব হচ্ছে বলে ভুক্তভোগীদের অভিমত।
গতকাল রোববার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নে বড় বেলঘরিয়া গ্রামে আলু ও ধান চাষি ইদ্রিস আলী জানান, বীজ আলুর জন্য স্থানীয় একটি হিমাগারে গেলে বলা হল বীজ আলুর স্টক শেষ। তাই ৩ হাজার ২০০ টাকার বস্তা আলু বীজ নিতে গেলে দিতে হবে ৪ হাজার টাকা। হিমাগারের লোকেরা বলেছে এই দামে নিতে হবে, না হলে আসতে পারেন। তাই ৪ হাজার টাকা বস্তা দরে আলু বীজ কিনে হয়েছে। তিনি এলাকায় কয়েকটি সারের দোকানে গিয়ে একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ভুক্তভোগী ইদ্রিস জানান, ১ হাজার ৩৫০ টাকার ৫০ কেজির ইউরিয়া সারের বস্তা কিনতে হয়েছে ১ হাজার ৪০০ টাকায়। এই মূহুর্তের খুবই প্রয়োজনীয় ড্যাবের বস্তা ১ হাজার ৫০ টাকার স্থলে ১ হাজার ৫০০ টাকায়। ১ হাজার ১৩০ টাকার পটাশ ১২শ’ টাকায়। ফলে আলু ও বোরো ধানের বীজতলা তৈরির খরচ বেড়ে যায়।
এ ব্যাপারে উপজেলা ও জেলা পর্যায়ে কৃষি কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা জানান, এ ধরনের অভিযোগ তাদের জানা নেই। কেউ তাদের কাছে অভিযোগ না করলে তারা কি করবেন?
আলু, ধান এবং সারের এই কারসাজি শুধু শিবগঞ্জ উপজেলা বা বগুড়া জেলার মধ্যে সীমাবদ্ধ নয়। খবর নিয়ে জানা গেছে রাজশাহী ও রংপুর বিভাগের সর্বত্রই একই অবস্থা। একটি এনজিও গবেষণা সংস্থার নির্বাহী কেজি ফারুক জানান, সরকার বদল হলেও কৃষি ক্ষেত্রের সিন্ডিকেট বিদায় হয়নি বরং সিন্ডিকেট আরো শক্তিশালী হয়েছে। সবকিছু দেখে সন্দেহ করার অবকাশ রয়েছে যে, এখনকার সিন্ডিকেট তাদের তৎপরতা শুধু মুনাফার মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা প্রতারণা করে বর্তমান সরকারের ভিত্তি নড়িয়ে দিতেও কাজ করছে।
মীর শাহে আলম নামে একজন সিনিয়র বিএনপি নেতা ইনকিলাবকে জানান, প্রশাসন ও ব্যবসা এবং কৃষি ক্ষেত্রে যে এখনো পতিত স্বৈরাচারের ভূত সক্রিয় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা থেকে সেটাই ক্রমশ স্পষ্ট হচ্ছে। কৃষি ক্ষেত্রে উত্তরাঞ্চল সব সময়েই অগ্রসর। সেকারণে হয়তো উত্তরাঞ্চলের কৃষিখাতকে ষড়যন্ত্র বাস্তবায়নের স্পট হিসেবে বেছে নেয়া হয়েছে। আলু ও চাল আমদানীতে কারসাজির কারণে যথা সময়ে বাজারে আলু ও চালের যোগান আসেনি। এই দুটি নিত্য পণ্য এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে রয়েছে। এ বিষয়ে এখনই সরকারকে সজাগ হতে হবে।
এদিকে বন্যার ক্ষতির পরও সবজির বাজারে প্রচুর পরিমাণে সবজি আমদানী হচ্ছে। ৪০০ টাকার কাঁচা মরিচ এখন ৮০ টাকায় নেমে এসেছে। বাজারে প্রতিদিনই পেঁয়াজের আমদানী বাড়ছে। নতুন এ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। নবান্ন উপলক্ষ্যে বাজারে এসেছে নতুন আলু। বিক্রি হচ্ছে ২৬০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। সবজি ব্যবসায়ীরা জানিয়েছে নবান্নের ক্রেজ কমে আসলে আস্তে আস্তে কমে আসবে আলু দাম। বাজারে যতই নতুন আলু আমদানী হতে ততই কমবে পুরাতন আলুর দাম।
এদিকে আলু ও বোরো ধান চাষীরা বীজ, সার ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণের জন্য কৃষি বিভাগের সক্রিয় মনিটরিং না থাকলে আগামীতে চাল ও আলু চাষ গভীর সঙ্কটে পড়বে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার