জকিগঞ্জে গ্যাস ফ্লোয়িং টেস্ট প্রচুর গ্যাস প্রাপ্তির সম্ভাবনা
১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
দেশের ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ গ্যাসফিল্ডে ৩ দিন ধরে গ্যাসের ফ্লোয়িং টেস্ট চলছে। গত শনিবার থেকে শুরু হয়ে গ্যাস টেস্টিং কার্যক্রম। বর্তমানে ১ হাজার ৭৫০ পিএসআই ওয়েলহেড প্রেসারে দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট হারে বাপেক্সের কারিগরি টিম টেস্টিং কার্যক্রম চালায়। পর্যায়ক্রমে গ্যাস ফ্লো আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ২০২১ সালে কুপটি খনন করা হয়। তখন অতিরিক্ত প্রেসার পরিলক্ষিত হওয়ায় প্লাগ করে রাখা হয়। দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষে বাপেক্সের বিজয়-১২ রিগের মাধ্যমে ওয়ার্কওবার কার্যক্রম হাতে নেয়া হয়। কুপটির ২ হাজার ৮৭২ থেকে ২ হাজার ৮৮৪ মিটার গভীরতায় পারফোরেশন সম্পন্ন করা হয়।
জানা যায়, ইতোমধ্যে চূড়ান্ত পরীক্ষা করে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে গ্যাসকূপ ১ থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব। ধারণা করা হচ্ছে জকিগঞ্জে অনুসন্ধান চালালে আরো ২ থেকে ৩টি কূপ পাওয়া যাবে। এখানে গ্যাসের প্রচুর মজুত রয়েছে। প্রতিদিন গ্যাস টেস্টিং কার্যক্রম দেখতে গ্যাসফিল্ড এলাকায় প্রচুর মানুষের ভিড় লক্ষ করা যায়।
উল্লেখ্য, জকিগঞ্জ পৌরসভার আনন্দপুর গ্রামে ২০২১ সালে রূপকল্প-২ খনন প্রকল্পের প্রথম গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। ওই বছর ১৫ জুন ড্রিল স্ট্রিম টেস্ট পরিচালনা করে বাপেক্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গ্যাসের মজুদ ঘোষণা করে এবং অনুসন্ধান কূপটিকে ২৮ তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করে সরকার। কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই এবং ফ্লোটিং চাপ ১৩ হাজারের অধিক। ৪টি স্তরে ৬৮ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই ফিল্ড থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪০ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।
জেজিটিডিএসএল সূত্রে জানা যায়, পাইপ লাইন নির্মাণ সংক্রান্ত বিষয়ে পেট্রোবাংলার সিদ্ধান্ত চেয়ে কয়েকটি চিঠি দেওয়া হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। পেট্রোবাংলার নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জকিগঞ্জ থেকে গোলাপগঞ্জ পর্যন্ত ৪০ কি.মি. পাইপলাইনের পরিকল্পনা রয়েছে। অনুমোদন পেলে ১৮ মাস সময় লাগবে পাইপ লাইন স্থাপনে। পাইপ সরবরাহকারি কোম্পানি ১ বছরের মতো সময় নেবে। আর স্থাপনে ৬ মাস সময়ের প্রয়োজন হতে পারে। বড় কোনো নদী নেই সে কারণে এতে জটিলতা কম রয়েছে।
এদিকে জকিগঞ্জে গ্যাস সরবরাহের এলাকাবাসীর প্রবল দাবী, সবগুলো কূপ অনুসন্ধান করে গ্যাস উত্তোলন করে জকিগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ দিয়ে পরে জাতীয় গ্রিডে সংযুক্ত করা। এলাকাবাসী মনে করেন যেখান থেকে আয় হয়, সেখানেই ব্যয় করা উচিৎ। গ্যাস সরবরাহের ক্ষেত্রে কোনো বৈষম্য হলে প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার