রাজধানীজুড়ে তীব্র যানজট
১৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী রেল ক্রসিং এলাকায় বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের এ কর্মসূচির কারণে মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মহাখালী থেকে সাত রাস্তা ও মহাখালী থেকে ফার্মগেট রাস্তায় যান চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকায় এর পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এখনো বিভিন্ন এলাকায় ওই যানজটের প্রভাব রয়েছে বলে জানা গেছে।
রাজধানীর মহাখালী, আমতলী, বনানী, বিমানবন্দর ও সাত রাস্তা এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে বিকেলে অফিস টাইম শেষ হওয়ার পর একসঙ্গে অনেক যাত্রী রাস্তায় বের হওয়ায় যানজটের তীব্রতা আরও বেড়ে যায়।
গতকাল সোমবার বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে তারা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ঢিলের আঘাতে এক শিশু রক্তাক্ত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। প্রায় পাঁচ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে সড়ক ছাড়লেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী অবরোধ করা শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়েছেন। পরে বিকাল চারটার দিকে তারা সড়ক ছেড়ে দেন।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ যানবাহনে যাত্রীরা বসে থেকে আর উপায় না পেয়ে হেঁটে গন্তব্যে রওনা হন। এ ছাড়া মহাখালী উড়াল সড়ক এবং নিচের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। অন্যদিকে মহাখালীর এ যানজট ছড়িয়ে পড়ে কাকলি-বনানী হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত। মহাখালী থেকে সাত রাস্তা হয়ে মগবাজার কিংবা মৌচাক যাওয়ার রাস্তায়ও ব্যাপকভাবে যান চলাচল ব্যাহত হয়। বিকেল সাড়ে ৪টার পরও এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।
মহাখালী আইসিডিডিআর,বি হাসপাতালে রোগী নিয়ে আসেন এক নারী। তিনি বলেন, উত্তরা থেকে মেয়েকে নিয়ে হাসপাতাল আসতে দুই ঘণ্টা লেগেছে। এমন পরিস্থিতে আমারই অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে রোগীর কী হবে।
মহাখালী রেল ক্রসিংয়ে বাসে প্রায় দেড় ঘণ্টা ধরে বসে থাকা এক যাত্রী বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থা মাসখানেক ধরে এমনি খুব বাজে। এক-দেড় ঘণ্টা হাতে সময় নিয়েও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছা যাচ্ছে না। আবার এখন দেখা যাচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আন্দোলন করছে। আন্দোলন করেছে শিক্ষার্থীরা। তারা দাবি নিয়ে আন্দোলন করুক কিন্তু আমাদের কেন তারা রাস্তায় জিম্মি করে রেখে রাখছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সকাল থেকেই মহাখালী ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছিল। তবে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে চলে যান। কিন্তু রাস্তায় এখনো গাড়ির চাপ রয়েছে। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
এদিকে শিক্ষার্থীদের অবরোধে তিনটি ট্রেন আটকা ছিল। ব্যাহত হয় রেল যোগাযোগ। অবরোধ তুলে নেওয়ার পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেরিয়ে সাড়ে ১১টার দিকে মহাখালীতে সড়ক অবরোধ করেন এবং মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেন। এ সময় তারা একটি ট্রেন থামানোর চেষ্টা করেন, কিন্তু চালক ওই ট্রেনটি থামাতে না পেরে চলতে থাকে। ট্রেনটি চলতে থাকায়, শিক্ষার্থীরা মিছিল থেকে ট্রেনের দিকে ঢিল ছুঁড়তে থাকে। এর ফলে ট্রেনে থাকা এক শিশু এবং আরও কিছু যাত্রী আহত হন। প্রাথমিকভাবে আহত শিশু ও অন্যদের পরিচয় জানা যায়নি।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম ওয়াহিদ ইসলাম অনিক বলেন, এটা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমরা অবরোধ করবো বলে আগেই ঘোষণা দিয়েছিলাম। সেই ঘোষণা অনুযায়ী দাবি আদায়ে আমরা অবরোধ করছি। তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠন না করা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উপকূল এক্সপ্রেস ট্রেনটি যখন মহাখালী রেলগেট অতিক্রম করছিল, তখন বিক্ষোভকারীরা ট্রেনটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি ততক্ষণে গতি সম্পন্ন হয়ে যায়, তাই তাৎক্ষণিকভাবে থামানো সম্ভব হয়নি। এর মধ্যে কিছু বিক্ষোভকারী ট্রেনের দিকে ঢিল ছুঁড়তে থাকে। এই ঘটনায় কয়েকজন আহত হন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাখালী এলাকায় দুটি আন্তঃনগর ট্রেন আটকে গেছে। এর মধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস রয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, মহাখালীতে রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। অবরোধ তুলে নেওয়া হয়েছে। শিগগিরই রেল যোগাযোগ চালু করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস