গাজীপুরে পোশাক শ্রমিকদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ, কারখানায় আগুন
১৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
গাজীপুর মহানগরীর কাশিমপুর সারাবো এলাকায় পোশাক শ্রমিকদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভরত উত্তেজিত শ্রমিকরা একটি কারখানায় আগুন ধরিয়ে দেয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে গাজীপুর নগরীর সারাবো এলাকার বেক্সিমকোর কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে নগরীর পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ‘ডরিন ফ্যাশন’ নামের আরেকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উত্তেজিত শ্রমিকেরা সাভারের আশুলিয়ায় জিরানি বাজারের পাশে ‘অ্যামাজন নিটওয়্যার’ নামের আরেকটি পেশাক কারখানায় অগ্নিসংযোগ করেন।
গাজীপুরের কাশিমপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, ‘উত্তেজিত শ্রমিকরা সোমবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অ্যামাজন নিটওয়্যার কারখানায় আগুন ধরিয়ে দেন। তখন ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে ২টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।’ কারখানা শ্রমিক, এলাকাবাসী ও পুলিশ জানায়, গত দুইদিনের মতো বেক্সিমকোর শ্রমিকরা সকাল থেকে ঢাকাণ্ডটাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। তখন ওই এলাকার আশপাশের অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এর আগে গত ১ নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার কারখানা খুলে দেওয়া হলেও সোমবার দুপুরের পর আবার ছুটি ঘোষণা করা হয়। সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিস দেখতে পান। পরে কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা চন্দ্রা-নবীনগর সড়কের জিরানি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ওই সময়ে বেক্সিমকো কারখানার শ্রমিকরাও একই স্থানে অবরোধ করে বিক্ষোভ করে।
এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়। এক পর্যায়ে উত্তেজিত অ্যামাজন নিটওয়্যার নামের কারখানায় অগ্নিসংযোগ করেন। পরে শ্রমিকেরা পানিশাইল ও কলতাসুতি এলাকায় ঢুকে পড়ে এলাকার লোকজনদের মারধর করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ধাওয়া দেন। বেশ কিছু সময় ত্রিমুখী পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় ডরিন ফ্যাশন ও বেক্সিমকোর কিছু শ্রমিক পূর্ব কলতাসুতি এলাকার অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বেক্সিমকোর শ্রমিকেরা বেতন ছাড়া সড়ক থেকে যেতে চাচ্ছে না। বিষয়টির সমাধানের চেষ্টা চলছে। এখানে শ্রমিক অসন্তোষের কারণে আশপাশের ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বেক্সিমকো কারখানার শ্রমিকরা বেলা পৌনে ৩টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়কে অবরোধ করে রেখেছিল বলে কাশিমপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
উল্লেখ, বেক্সিমকোর শ্রমিকেরা গত ৩ দিন ধরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আসছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল।
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার
শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলো
৫০ হাজারে ঋণ, ৬ লাখ পরিশোধেও মুক্তি মেলেনি শিমুলের
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিলেটে আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা