ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

প্রক্টরে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা

Daily Inqilab মো. রাশেদুল হাসান, শাবি সংবাদদাতা

২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এবং শাহপরাণ হলের ছাত্রলীগের রুম থেকে তিন দফায় মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা করার আশ্বাস দিয়েও তা না করে কৌশলে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করতে চাচ্ছেন বলে অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টর প্রফেসর মো. মোখলেসুর রহমানের বিরুদ্ধে। এর ফলে তাঁর প্রতি সাধারণ শিক্ষার্থীদের চরম অসন্তোষ প্রকাশ পেয়েছে।

শিক্ষার্থীদের দাবি, প্রক্টর মামলার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেননি; উল্টো নানা কৌশলে ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়িবহরে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করার পাশাপাশি ক্যাম্পাসে অনায়াসে চলাফেরা করার সুযোগ করে দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি টিকিয়ে রাখতে চাইছেন। এছাড়া প্রক্টরের ফেসবুক প্রোফাইলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সেøাগানসম্বলিত ১৫ আগস্ট তথা জাতীয় শোক দিবসের পিকচার গার্ড ব্যবহৃত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। ব্যাপারটি তাঁর আওয়ামীপ্রীতির প্রতি ইঙ্গিত দেয় বলে দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে ছবিটি জুলাই অভ্যুত্থানের পূর্বের এবং তৎকালীন প্রেক্ষাপটে ছবিটি প্রাসঙ্গিক ছিলো বলে দাবি করেন প্রক্টর মো. মোখলেসুর রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তোপের মুখে গত ১৭ জুলাই হল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সেদিন সন্ধ্যায় শাহপরাণ হলের ছাত্রলীগের দখলে থাকা ২০৯, ২১০, ২১১ এবং ২১৪ নম্বর রুম থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তারা। পরবর্তীতে ৮ অক্টোবর প্রক্টরিয়াল বডি পুনরায় একই হলে অভিযান চালিয়ে পুনরায় সরঞ্জাম উদ্ধার করে। আবারও ১১ অক্টোবর হলের কর্মচারীরা রুম পরিষ্কার করতে গিয়ে হলের ১০৬, ২০২, ৪১৭, ৪১৯, ৪২৩, ৪২৪ এবং ৪২৭ নম্বর রুম থেকে বিপুল পরিমাণ জিইআই পাইপ, রামদা, চাইনিজ কুড়াল, চাকু, নেশা সরঞ্জাম, মদের বোতল, স্ট্যাম্প, রড ও হেলমেট উদ্ধার করে। এছাড়া গত ১৪ জুলাই রাতে শাবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজীবুর রহমানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা। হল থেকে মাদক ও অস্ত্র উদ্ধার এবং শিক্ষার্থীদের ওপর হামলা এ তিনটি ঘটনায় বিশ্ববিদ্যালয় বাদি হয়ে একটি নিশ্চিত মামলা করবে বলে আশ্বাস দেন প্রক্টর মো. মোখলেসুর রহমান।

গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘তিনটি ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে একটি মামলা করবে, এটা নিশ্চিত। তবে ঠিক কবে আমরা সে মামলা দায়ের করব সে বিষয়ে ভিসি মহোদয়ের সাথে কথা বলে সময় নির্ধারণ করব’। তবে দিন পেরোতেই প্রশাসনের প্রতিনিধি হিসেবে তাঁর দেয়া এমন আশ্বাস বদলে যায় এবং ২৩ অক্টোবর ‘ক্যাম্পাসে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান পূর্বক জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য একটি ‘তথ্যানুসন্ধান কমিটি’ গঠন করা হয়। তবে প্রায় ১ মাস হলেও শাবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. এছাক মিয়াকে আহ্বায়ক করে গঠিত ৭ সদস্যবিশিষ্ট কমিটির ‘তথ্যানুসন্ধান’ এখনো আলোর মুখ দেখেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহাবুল ইসলাম পবন বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলা ও হল থেকে মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় আমরা আশা করেছিলাম প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আজ পর্যন্ত তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রথমে মামলা করার আশ্বাস দিয়ে পরে তথ্যানুসন্ধান কমিটি গঠন করলেও সে কমিটির কোনো পদক্ষেপ আমাদের নজরে আসেনি। এছাড়া আমরা সকলেই অবগত আছি প্রক্টর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়িবহরে করে ক্যাম্পাসে এনে পরীক্ষায় অংশ নেয়াতে সহযোগিতা করছেন। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে। আমরা এটিকে জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেঈমানী হিসেবে বিবেচনা করছি’।

তিনি আরো বলেন, ‘লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি আমাদের বিপ্লব ও জন-আকাক্সক্ষার বিপরীত। কিন্তু গুঞ্জন উঠেছে, প্রক্টর ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি টিকিয়ে রাখতে ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই যেকোনো ফরম্যাটে ছাত্রলীগকে ক্যাম্পাসে পুনর্বাসন করতে চাইলে সাস্টিয়ানদের নিয়ে আমরা তা মোকাবেলা করব’।

প্রক্টর মো. মোখলেসুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগকে পুনর্বাসনের যে অভিযোগটি এসেছে তা ভিত্তিহীন। আর শিক্ষার্থীদের ওপর হামলা ও হল থেকে মাদক-অস্ত্র উদ্ধারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এখনো কোনো রিপোর্ট জমা দেয়নি। রিপোর্ট দিলে সে অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে’।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভোলায় কোস্টগার্ড কর্তৃক প্রধান শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

ভোলায় কোস্টগার্ড কর্তৃক প্রধান শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

সউদী আরব গমনেচ্ছু চালকদের দক্ষতা যাচাই করবে বিআরটিসি

সউদী আরব গমনেচ্ছু চালকদের দক্ষতা যাচাই করবে বিআরটিসি

পুতিন নয়, ইউক্রেনে যুদ্ধের জন্য কাকে দায়ী করলেন ট্রাম্প?

পুতিন নয়, ইউক্রেনে যুদ্ধের জন্য কাকে দায়ী করলেন ট্রাম্প?

ভারত কী উদ্বাস্তু হিসেবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে : প্রশ্ন রিজভীর

ভারত কী উদ্বাস্তু হিসেবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে : প্রশ্ন রিজভীর

হাসিনাকে ফেরাতে চিঠি: দিল্লির উত্তর না এলে পাঠানো হবে তাগিদপত্র

হাসিনাকে ফেরাতে চিঠি: দিল্লির উত্তর না এলে পাঠানো হবে তাগিদপত্র

শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের অবিশ্বাস্য জয়ের নায়ক সোহান

শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের অবিশ্বাস্য জয়ের নায়ক সোহান

শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস

শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস

শরীয়তপুরে জাজিরা থানার ওসির অস্বাভাবিক মৃত্যু

শরীয়তপুরে জাজিরা থানার ওসির অস্বাভাবিক মৃত্যু

গোয়ালন্দে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গোয়ালন্দে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঈশ্বরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

যুক্তরাষ্ট্রে দাবানলের কবলে অভিনেত্রী নোরা ফাতেহি

যুক্তরাষ্ট্রে দাবানলের কবলে অভিনেত্রী নোরা ফাতেহি

হাসপাতালের তত্তাবধায়কের সাথে অসৌজন্যমূলক আচারণ জেলা প্রশাসকের মধ্যস্থতায় মিমাংশা

হাসপাতালের তত্তাবধায়কের সাথে অসৌজন্যমূলক আচারণ জেলা প্রশাসকের মধ্যস্থতায় মিমাংশা

করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার : রিজভী

করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার : রিজভী

ভুঁইফোড় সংগঠন তৈরি ও অন্য দলের নেতাকর্মীদের যোগদান বন্ধ: বিএনপি

ভুঁইফোড় সংগঠন তৈরি ও অন্য দলের নেতাকর্মীদের যোগদান বন্ধ: বিএনপি

ঈশ্বরদী ইপিজেডে কর্মকর্তার অমানুষিক মারধরে শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী ইপিজেডে কর্মকর্তার অমানুষিক মারধরে শ্রমিকের মৃত্যু

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন

মানিকগঞ্জে খান বাহাদুর হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জে খান বাহাদুর হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে বন্দুকধারীদের হামলা নিহত ১৯

চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে বন্দুকধারীদের হামলা নিহত ১৯

কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করার জরিমানা

কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করার জরিমানা

কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব

কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব