প্রক্টরে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এবং শাহপরাণ হলের ছাত্রলীগের রুম থেকে তিন দফায় মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা করার আশ্বাস দিয়েও তা না করে কৌশলে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করতে চাচ্ছেন বলে অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টর প্রফেসর মো. মোখলেসুর রহমানের বিরুদ্ধে। এর ফলে তাঁর প্রতি সাধারণ শিক্ষার্থীদের চরম অসন্তোষ প্রকাশ পেয়েছে।
শিক্ষার্থীদের দাবি, প্রক্টর মামলার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেননি; উল্টো নানা কৌশলে ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়িবহরে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করার পাশাপাশি ক্যাম্পাসে অনায়াসে চলাফেরা করার সুযোগ করে দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি টিকিয়ে রাখতে চাইছেন। এছাড়া প্রক্টরের ফেসবুক প্রোফাইলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সেøাগানসম্বলিত ১৫ আগস্ট তথা জাতীয় শোক দিবসের পিকচার গার্ড ব্যবহৃত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। ব্যাপারটি তাঁর আওয়ামীপ্রীতির প্রতি ইঙ্গিত দেয় বলে দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে ছবিটি জুলাই অভ্যুত্থানের পূর্বের এবং তৎকালীন প্রেক্ষাপটে ছবিটি প্রাসঙ্গিক ছিলো বলে দাবি করেন প্রক্টর মো. মোখলেসুর রহমান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তোপের মুখে গত ১৭ জুলাই হল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সেদিন সন্ধ্যায় শাহপরাণ হলের ছাত্রলীগের দখলে থাকা ২০৯, ২১০, ২১১ এবং ২১৪ নম্বর রুম থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তারা। পরবর্তীতে ৮ অক্টোবর প্রক্টরিয়াল বডি পুনরায় একই হলে অভিযান চালিয়ে পুনরায় সরঞ্জাম উদ্ধার করে। আবারও ১১ অক্টোবর হলের কর্মচারীরা রুম পরিষ্কার করতে গিয়ে হলের ১০৬, ২০২, ৪১৭, ৪১৯, ৪২৩, ৪২৪ এবং ৪২৭ নম্বর রুম থেকে বিপুল পরিমাণ জিইআই পাইপ, রামদা, চাইনিজ কুড়াল, চাকু, নেশা সরঞ্জাম, মদের বোতল, স্ট্যাম্প, রড ও হেলমেট উদ্ধার করে। এছাড়া গত ১৪ জুলাই রাতে শাবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজীবুর রহমানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা। হল থেকে মাদক ও অস্ত্র উদ্ধার এবং শিক্ষার্থীদের ওপর হামলা এ তিনটি ঘটনায় বিশ্ববিদ্যালয় বাদি হয়ে একটি নিশ্চিত মামলা করবে বলে আশ্বাস দেন প্রক্টর মো. মোখলেসুর রহমান।
গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘তিনটি ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে একটি মামলা করবে, এটা নিশ্চিত। তবে ঠিক কবে আমরা সে মামলা দায়ের করব সে বিষয়ে ভিসি মহোদয়ের সাথে কথা বলে সময় নির্ধারণ করব’। তবে দিন পেরোতেই প্রশাসনের প্রতিনিধি হিসেবে তাঁর দেয়া এমন আশ্বাস বদলে যায় এবং ২৩ অক্টোবর ‘ক্যাম্পাসে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান পূর্বক জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য একটি ‘তথ্যানুসন্ধান কমিটি’ গঠন করা হয়। তবে প্রায় ১ মাস হলেও শাবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. এছাক মিয়াকে আহ্বায়ক করে গঠিত ৭ সদস্যবিশিষ্ট কমিটির ‘তথ্যানুসন্ধান’ এখনো আলোর মুখ দেখেনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহাবুল ইসলাম পবন বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলা ও হল থেকে মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় আমরা আশা করেছিলাম প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আজ পর্যন্ত তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রথমে মামলা করার আশ্বাস দিয়ে পরে তথ্যানুসন্ধান কমিটি গঠন করলেও সে কমিটির কোনো পদক্ষেপ আমাদের নজরে আসেনি। এছাড়া আমরা সকলেই অবগত আছি প্রক্টর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়িবহরে করে ক্যাম্পাসে এনে পরীক্ষায় অংশ নেয়াতে সহযোগিতা করছেন। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে। আমরা এটিকে জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেঈমানী হিসেবে বিবেচনা করছি’।
তিনি আরো বলেন, ‘লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি আমাদের বিপ্লব ও জন-আকাক্সক্ষার বিপরীত। কিন্তু গুঞ্জন উঠেছে, প্রক্টর ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি টিকিয়ে রাখতে ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই যেকোনো ফরম্যাটে ছাত্রলীগকে ক্যাম্পাসে পুনর্বাসন করতে চাইলে সাস্টিয়ানদের নিয়ে আমরা তা মোকাবেলা করব’।
প্রক্টর মো. মোখলেসুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগকে পুনর্বাসনের যে অভিযোগটি এসেছে তা ভিত্তিহীন। আর শিক্ষার্থীদের ওপর হামলা ও হল থেকে মাদক-অস্ত্র উদ্ধারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এখনো কোনো রিপোর্ট জমা দেয়নি। রিপোর্ট দিলে সে অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে’।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মির্জা ফখরুলের সঙ্গে দেখা করলেন ভুটান রাষ্ট্রদূত
ইয়েমেন টনক নাড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক কর্মকর্তাদের
মহাখালীতে রিকশা চালকদের অবরোধ : ট্রেন চলাচল বন্ধ
মহাখালীতে রেললাইনে ব্যাটারিচালিত রিকশা রেখে চালকদের অবরোধ, শহরজুড়ে তীব্র যানজট
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন পাচার হওয়া ২৪ নারী-পুরুষ
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে যা বলছে নেটিজেনরা
উ.কোরিয়ার চিড়িয়াখানায় সিংহ ও বাদামী ভাল্লুক উপহার দিলেন পুতিন
"আমি 'স্টারবাকস বর্জন করি আপনাদেরও করা উচিত"
যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে
বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন আর পূরণ হলো না জাবির শিক্ষার্থী রাচির
লাওসে বিষাক্ত মদের বিষক্রিয়ায় পর্যটকের মৃত্যু
বিদায় বেলা ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
ইউক্রেন যুদ্ধ,রাশিয়া-যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিযোগিতা!
রাজধানীর বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভে ব্যাটারিচালিত রিকশাচালকরা : চরম ভোগান্তি
সেন্ট মার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেভাবে পাবেন
রাসিকের মাষ্টাররোলে নিয়োজিত ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
সিরিয়ার পালমিরা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ৩৬, আহত ৫০
অস্ট্রেলিয়ায় প্রস্তাবিত শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ কার্যকর হবে কি?
ক্ষেপণাস্ত্রের পর এবার ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে স্থলমাইন ব্যবহারের অনুমতি দিলেন বাইডেন
রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে