পশু ও কাঁচামালের বর্জ্যে ভরাট হচ্ছে নদ
২৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
পশু ও কাঁচা মালের বর্জ্যে ভরাট হচ্ছে কুমার নদ। একই সাথে হয়ে যাচ্ছে দখল। নদের পাড়ে বসছে নেশাখোরদের আড্ডা। দখল দূষণের শিকার পুরো বাজার এলাকা। ঐতিহ্যবাহী ফরিদপুর হাজী শরীতুল্লাহ বাজার। এখানে জড়িয়ে আছে বঙ্গদেশে ফরাজি আন্দোলনের প্রবর্তক হাজী শরীতুল্লাহ সুনাম ও অব্যাহত অর্জন। হাজী শরীতুল্লাহ বাজারের সুনাম করার মতো কোনো কিছু আর বাজারে অবশিষ্ট নেই।
তারপরও বাজার কমিটির সভাপতি হাজী মো. নুরুল ইসলাম মোল্লা, সম্পাদক মো. আবুল হোসেন হাওলাদর, যুগ্ম-সম্পাদক মো. খায়রুজ্জান লাবলু, সাংগঠনিক সম্পাদক মো. জামাল মিয়া ইনকিলাবকে বলেন, দীর্ঘদিন যাবৎ এ বাজার উন্নয়নে আমার চেষ্টা করছি।
বাজারের ব্রিজটি দখলমুক্ত করার চেষ্টা করছি। দখলমুক্ত হয়েছে, কিন্ত সামাজিক সাপোর্ট এবং রাজনৈতিক কিছু প্রভাবের কারণে বিষয়টি নিয়ে আমরা শতভাগ এগিয়েও পেছনে পড়ে যাই। দীর্ঘদিন পর আমাদের বাজারের নানা সমস্যার কথা, ব্রিজ দখলের বিষয়ে গণমানুষের পত্রিকা দৈনিক ইনকিলাবে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর ফরিদপুর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রচণ্ড রকমের সাহায্য পাচ্ছি। বর্তমানে ব্রিজটা দখলমুক্ত। ব্রিজের ওপর নেই অবৈধ হাট-বাজার, যা ব্যাপক প্রশংসার দাবি রাখে।
এ ধারাবাহিকতায় জনচলাচলে দুর্ভোগ হওয়ায় বেইলি ব্রিজের ওপর থেকে দখলদার অবৈধ তিন শতাধিক দোকানদারকে উঠিয়ে দেয়ার কারণে গোটা বাজারের পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। এসব প্রশংসার অংশীদার দৈনিক ইনকিলাব পরিবার।
কথিত আছে, মুরগি বাজারে ব্যবসা করেন প্রায় ৫০/৬০ জন। তার মধ্যে ৪০ জনই অসাধু ব্যবসায়ী বলে জানা যায়। এদের মধ্যে হাতে গোনা মাত্র ৪/৫ জন ব্যবসায়ী মাপে কম দেন না, এমন অভিযোগ ক্রেতাদের।
ডিজিটাল পাল্লার মধ্যে রয়েছে ডিজিটাল চুরি। প্রতিনিয়ত চোখের সামনেই কেজিতে প্রায় এক দেড়শ’ গ্রাম কম, কাউকে দুইশ’ গ্রামই মাপে কম দেয় অসাধুচক্র। মিটার রিডিং এবং মিটার জিরো করা এবং বাড়তি পাত্রে তুলে দিয়েই চোখের সামনেই মুরগির দোকানদারা মানুষ ঠকায় বন্ধুর আচরণে।
খোঁজ নিয়ে জানা গেল, এই মুরগি বাজারে সব মিলিয়ে প্রতি মাসে ৭/৮ কোটি টাকার হাঁস, মুরগি, কবুতর বিক্রি হয়। ৫০ জন ব্যবসায়ীর বিপরীতে প্রতি দোকানে গড়ে তিনশ’ কেজি মুরগি বিক্রি হয়। কারো কারো এর চেয়ে বেশিও হয়। এরকম মোট দোকান সংখ্যা প্রায় ৬০টি।
নাম প্রকাশ না করার শর্তে একজন মুরগি ব্যবসায়ী ইনকিলাবকে বলেন, মুরগি ব্যবসার পেছনে রয়েছে বিশাল শুভঙ্করের ফাঁকি। একদিকে মাপে ফাঁকি, আরেক দিকে মুরগির নামে ফাঁকি। নাম আর মাপে ফাঁকি দেওয়ার মধ্যে দিয়ে ব্যবসা করা হচ্ছে।
দুই ফাঁকির খোঁজখবর নিয়ে জানা গেল, বাজারে যে মুরগি বেশি বিক্রি হয়, তার নাম সোনালি মুরগি। সোনালি মুরগি বলে ব্যবসায়ীরা সোনালি মুরগি বাজারে বিক্রি করলেও আসলে সব মুরগি সোনালী নয়।
সোনালি মুরগির মধ্যে রয়েছে পাঁচটি শ্রেণি। সোনালি মুরগি, সুপার সোনালি, কালার বার্ড, ক্লাসিক সোনালি এবং হাইব্রিড সোনালি। মূলত মূল সোনালি জাতের মুরগির দাম সব সময় একটু বেশি থাকে। ইতঃপূর্বে প্রতি কেজি সোনালি মুরগি তিনশ’ থেকে তিনশ’ ত্রিশ টাকা এবং তিনশ’ পঞ্চাশ টাকায়ও ১/২ দিন পর্যন্ত বিক্রি হয়েছে এই সোনালি মুরগি। বাকি যেসব মুরগির নাম উল্লেখ করা হলো প্রত্যেক জাতের মুরগি সোনালি মুরগির চেয়ে কেজিতে ২০ থেকে ২৫ টাকা কম মূল্যে বিক্রি হয়। নামে সোনালি হলে জাতেও ভিন্ন দামেও সোনালি চেয়ে কেজিতে ২৫/৩০ টাকা কম। কিন্তু ক্রেতারা কেউ জানে না। আসল কথা, মহাজনদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা এবং পাইকাররা কিনে নেন কেজিতে ৩০/৪০ টাকা কমে। কিন্তু বিক্রি হয় সমান দামে। এটাই মুরগি বিক্রেতার বিশাল শুভঙ্করের ফাঁকি।
মহাজনদের কাছ থেকে যারা সোনালি মুরগি ৩০০ টাকা দরে কিনে নেন তারা ২৮০ টাকায় পাইকারি কিনেন। এবং সোনালী জাতের যে সব শ্রেণীর মুরগি আছে তার দাম প্রতি কেজিতে কমপক্ষে ৪০ টাকা কমে কিনেন।
গরু মহিষ ও ছাগলের বিক্রি করার হাটটি এই মুরগি বাজারের সাথেই। এখানেও চলে মাপে কম দেয়া এবং গোস্ত বিক্রির নামে নয়-ছয়। অভিযোগ আছে, গরু-মহিষ, ছাগলের গোশত ব্যবসায়ীদের মধ্যেও আছে বহু তেলেসমাতি। অভিযোগ, রোগাক্রান্ত ও ইনজেকশন দিয়ে মোটাতাজা করা গরুসহ বিভিন্ন বাজার থেকে কেনা হয়। পশুর শরীরে ক্ষত এবং পা ভাঙা গরু কিনেও চড়া দামে বিক্রি হয় করা এ শরীতুল্লাহ বাজারে। কিন্তু ব্যবসায়ীরা এ অভিযোগ সঠিক নয় বলে দাবি করছেন।
বাজারের ব্রিজের প্রবেশমুখে দেখা যায়, মাসে ১০/১২ দিন এক কেজি গরুর গোশত ৭৫০ টাকার বিপরীতে মাত্র ৫০০ টাকাও বিক্রি করেন ব্যবসায়ীরা। এটাই বিশাল সন্দেহের কারণ।
এখানেও আছে বিশাল একটি অসাধু চক্র। ফরিদপুর হাজী শরীয়তুল্লাহ খাসির ছাগলের গোশত হাটে রোগাক্রান্ত এবং শরীরে ক্ষত আছে এমন গরুর গোশত বিক্রি না হলেও বাসি এবং ফ্রিজে রাখা গোশত বিক্রির প্রচলন ব্যাপক। ছাগল হাটের মূল ব্যবসায়ী মো. ইউনুস শেখ এবং তার ভাই ইলিয়াস শেখ। তাদের রয়েছে ১০-১২ জনের বিশাল মহাজনি ব্যবসায়ী দল। মো. আঃ মান্নান তিনি একজন দোকান কর্মচারী ইনকিলাবকে বলেন, আগে আমরা ৭/৮ দিন পর পর মাত্র ৮০ টাকা দোকান প্রতি খাজনা দিতাম।
আগে এ বাজার ইজারা হতো মাত্র মাত্র ৩/৪ লাখ টাকা। এখন সেই বাজার ডাকা হয়েছে ১৮ লাখ টাকায়। এখন প্রতি দিন ইজারদারকে খাজনা দিতে হয় ১৪০ টাকা। সব মিলে আমরা ব্যবসায়ীরাও আছি জুলুমের মধ্যে। ইজারাদারাও আছে সরকারি ও বেসরকারী চাপে।
বাজারের ইজারাদার মো. জনি মিয়া ইনকিলাবকে বলেন, দূর থেকে খারাপ সব ক্ষেত ঘন দেখা যায় আসলে ব্যবসায় আমরা অনেক লসে আছি। লাখ লাখ টাকা দিয়ে বাজার নিয়ে এখন লাখ টাকার লসের মধ্যে পড়ছি আমরা। মোটকথা, লাখ টাকার বাগান খাচ্ছে এখন ছাগলে। আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) থাকছে নানান সমস্যার জর্জরিত শরীতুল্লাহ বাজার। ব্যবসায়ীরা আছেন চরম কষ্টে। (চলবে)
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট