বিএনপির কেউ অন্যায় করলে আইনের আওতায় আনা হবে -নাটোরে রুহুল কবীর রিজভী
২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিএনপির কোনো নেতাকর্মী অন্যায় বা আইন বহির্ভূত কাজ করলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন । বিএনপির নেতাকর্মীরা রুচিপূর্ণ আচরণ এবং সভ্যতা বজায় রাখবেন। যেকোনো অন্যায়ের প্রতিবাদ করবেন, কিন্তু আইন হাতে তুলে নেবেন না। গতকাল রোববার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে ভুক্তভোগী উজ্জ্বল কুমার মন্ডলের বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতার পর এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।
গত বুধবার দুপুরে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে উজ্জ্বল কুমার মন্ডল নামে এক আওয়ামী লীগ কর্মীকে বেধড়ক পেটানোর দুই মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পুলিশে খবর দিলে পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে ফৌজদারি আইনের ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে পাঠায়। আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করেন।
সেই ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, আমি বড়াইগ্রাম থানার ওসিকে বলেছি, এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। আজকের মধ্যে তার বিরুদ্ধে মামলা দেন। কারো অন্যায় হলে আপনারা পুলিশকে জানান। পুলিশ না করলে আপনি গণতন্ত্রের প্রক্রিয়াগুলো রয়েছে, প্রতিবাদ, মানববন্ধন করেন। কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা একটি ত্রুটি করবেন, তা বড় করে আন্তর্জাতিক মিডিয়ায় দেখানো হবে। দেশে ‘মাফিয়া লীগের’ পুনরাবৃত্তি যেন আর না হয় সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী দুঃশাসন লুট-হরিলুটের সংস্কৃতি চালু করে একটি মাফিয়া লীগ তৈরি করেছিল হাসিনা। বিএনপির কোনো নেতাকর্মী সংগঠনবিরোধী কার্যকলাপ, সভ্যতা ও সুরুচির বাহিরে কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যেন সেই শেখ হাসিনার ফ্যাসিবাদি আচরণের পুনরায়বৃত্তি না ঘটায় সে ব্যাপারে সতর্ক করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একজন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনি কাজ। এটা সন্ত্রাসী কার্যকলাপ। বিএনপি এটা করে না। সারদেশে বিএনপির নামে, বিএনপির নামধারী ব্যক্তিরা এসব কাজ করছে। এসব কাজের জন্য ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কারো কারো পদ থেকে শোকজ ও অব্যাহিত দেওয়া হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র মানেই পরস্পর সহানুভূতি ও শুভেচ্ছা বোধ। একে অপরের বিরোধ থাকতে পারে, তবে মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার থাকতে হবে। সেজন্য বিএনপি দেশের মানুষের কাছে জনপ্রিয়।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, বেগম খালেদা জিয়াকে দেশ থেকে কখনো বিতাড়িত করা যায়নি। তিনি বার বার বলেছেন, আমার ঠিকানা বাংলাদেশ মাটি। শেখ হাসিনা কত চেষ্টা করেছেন, কিন্তু তারা পারেননি। তারা নানাভাবে তাকে শারীরিক, মানসিকভাবে অত্যাচার, নির্যাতন করেছে।
রিজভী বলেন, তারেক রহমানের ওপর মিথ্যা মামলা, কুরুচিপূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। বিএনপির নামে এবং বিএনপির কোনো নেতাকর্মী দেশের কোথাও চাঁদাবাজি, দখল, কাউকে আটক করেছে জানতে পারলে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রুহুল কবির রিজভী বলেন, দেশটা ধীরে ধীরে নতুনভাবে গড়ে ওঠার প্রক্রিয়া চলছে এবং গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের যাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে, এটাই হচ্ছে বিএনপির লক্ষ্য এবং অঙ্গীকার। বিএনপির এই নেতা বলেন, এই সাড়ে ১৫ বছর আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি। এই নাটোরে এক ভয়ঙ্কর দুর্বৃত্ত পরায়ন এমপির যে দৌরাত্ম্য, আমাদের কোনো প্রোগ্রামে যেতে বাস আটকে দিয়েছে, বাধা দিয়েছে, হামলা করে শত শত নেতাকর্মীকে আহত করা হয়েছে বলে স্মরণ করিয়ে দেন বিএনপির এই নেতা। এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না: শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান