৪৭তম বিসিএসে সাড়ে ৩ হাজারের বেশি নিয়োগের বিজ্ঞপ্তি চলতি মাসেই
২৫ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
সাড়ে তিন হাজারের বেশি পদে জনবল নিয়োগে চলতি মাসেই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রোববার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমরা প্রস্তুত। চলতি মাসেই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করছে কমিশন। এ বিসিএসের সাড়ে তিন হাজারের বেশি পদে নিয়োগ হবে। এগুলোর মধ্যে ৩ হাজার ৪৬০টি ক্যাডার পদ আর দুই শতাধিক নন-ক্যাডার পদ। গত কয়েকবছর ধরে ৩০ নভেম্বর বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছে পিএসসি।
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২১ সালের ৩০ নভেম্বর, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর এবং ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২৩ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়েছিল।
ওই রেওয়াজ ধরে রেখে ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না জানতে চাইলে এস এম মতিউর রহমান বলেন, আগের কমিশন প্রতিবছরের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশকে ইনোভেশন হিসেবে ধরেছিল। কিন্তু বর্তমান কমিশন সেটিকে ওইভাবে দেখছে না। আমার কাজ করছি, ৩০ নভেম্বরের আগেও বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। কমিশন বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট সময় এখনও জানায়নি, আমরা প্রস্তুত আছি। কমিশনের সায় পেলে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। কমিশন সিদ্ধান্ত দিলে বিজ্ঞপ্তি প্রকাশ ডিসেম্বরের প্রথম সপ্তাহেও যেতে পারে। তবে আমাদের টার্গেট নভেম্বর মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের।
এর আগে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ৪৩তম বিসিএস থেকে শুরু করে আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ‘দুই বছরের কম সময়ের মধ্যে ১৮ হাজার ১৫০ জন’ চাকরিপ্রত্যাশীকে নিয়োগ দেওয়ার রূপরেখা দেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান।
শিগগিরই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭টি পদে নিয়োগ দেওয়া হবে। সবশেষ যে ৪৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার আসছে, সেখানে দুই বছরের কম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছি আমরা।
গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনের নিয়োগের গেজেট প্রকাশিত হয়েছে। গেজেটভুক্ত প্রার্থীরা আগামী ১ জানুয়ারি যোগ দেবেন। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের সময় ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা চলছিল। ওই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১১ হাজার ৭৩২ জন। এরমধ্যে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল।
পরিবর্তিত প্রেক্ষাপটে গত ২৫ অগাস্ট ওই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর ‘অধিকতর স্বচ্ছতার স্বার্থে’ আগে নেওয়া ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়। এখন ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর, অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। প্রথম পরীক্ষকের মাধ্যমে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষকের মূল্যায়নের কাজ শেষের পথে ছিল। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর উত্তরপত্র মূল্যায়নে ‘স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে’ এ লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত হয়। আর ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। তাতে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
‘সম্ভাব্য বৈষম্য দূর করার লক্ষ্যে’ নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমান সংখ্যক, অর্থাৎ ১০ হাজার ৬৩৮ জনকে যোগ করে মোট ২১ হাজার ২৭৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা