বিভিন্ন স্থানে চাকরিচ্যুত বিডিআরদের মানববন্ধন
২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম
পিলখানা হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছেন বিডিআর কল্যাণ পরিষদ রাজশাহী, শেরপুর, কুড়িগ্রাম, সাতক্ষীরা, শরীয়তপুরসহ বিভিন্ন জেলা। এসময় সড়কে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়োন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তরা বলেন, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের কারণে আজ এই পরিণতি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করানোর মাধ্যমে সংগঠিত পিলখানা হত্যাকা-ের দায়ভার নির্দোষ বিডিআর জোয়ানদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে সারা বাংলাদেশে চাকরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থী কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি। বিডিআর সদস্যরা আইনের প্রতি আস্থা রেখে দীর্ঘ পনের বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে।
শেরপুর জেলা সংবাদদাতা জানান, শেরপুরে শহরের থানার মোড়ে ২০০৯ সালে পিলখানা পরিকল্পিত হত্যাকা-ের জের ধরে নিরাপরাধ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার পরিকল্পিত হত্যাকা-ের পুনরায় তদন্ত করে দোষীদের বিচার করা ও যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিচ্যুতদের পুনর্বহাল করা। এসময় বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সিপাহী হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সিপাহী নাছরুল করিম, প্রচার সম্পাদক সিগন্যালম্যান মো. নুরে আলম, সুবেদার শামছুল আলমসহ চাকরিচ্যুত বিডিআর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রাম বিডিআর কল্যান পরিষদ মানববন্ধন করেছেন। কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা। বিডিআর সদস্য আখের আলী বলেন, আমাদের অনেকে নিরপরাধ থেকেও চাকরিচ্যুত হতে হয়েছে। এখনো প্রায় ৮ শতাধিক বিডিআর কারাগারে আছেন। তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকরিতে পুর্নবহাল করা হোক। মানববন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. আখের আলী, মো. নুরুজ্জামান হক, মোস্তফা কামাল, আজাদ আলী, ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যগণ।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা সুবেদার ফখরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নায়েব সুবেদার কিবরিয়া মঈনুল, নায়েব সুবেদার নূরুল ইসলাম,নায়েক আব্দুস শুকুর, সিপাহী শকিকুল ইসলাম, মাসপিয়া খাতুন প্রমুখ।
শরীয়তপুর জেলা সংবাদদাতা জানান, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে ৬২টি ভুক্তভোগী পরিবারের সদস্য ও ভুক্তভোগীরা অংশ গ্রহণ করেছে। তারা বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এর কাছে তিনটি দাবি রাখেন। বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদের শরীয়তপুর জেলা সভাপতি হাবিলদার হামিদ আকতার, সাধারণ সম্পাদক ল্যান্স নায়ক সোলায়মান, ভুক্তভোগী পরিবারের সদস্য লিপি আকতার প্রমুখ।
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সামনে প্রধান সড়কে বিডিআর কল্যাণ পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখা ২০০৯ সালে পিলখানা হত্যাকা-ের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন করে। নায়েক সুবেদার মো. গিয়াসউদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে পিলখানা হত্যাকা-ের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা