আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে
২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম
আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর ছাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে গতকাল বুধবার বাদ জোহর থেকে তিন দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
উদ্বোধনী বয়ানে পীর ছাহেব বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
ঐতিহাসিক চরমোনাই মাদরাসার মূল মাঠ ও ৩ নম্বর মাঠ নিয়ে ২টি ময়দানে অগ্রহায়ণের এ মাহফিলের উদ্বোধনী অধিবেশনে পীর ছাহেব চরমোনাই আরো বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে ধারণ করুন। পীর ছাহেব দেল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব দুর করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করারও আহ্বান জানান। তিনি সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জনান। পীর ছাহেব চরমোনাই তার উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে বিশদ বর্ণনা করেন।
গতকাল বুধবার সকাল থেকে মাহফিলে আগত মুসল্লিদের সহস্রাধিক হালকায় বিভক্ত করে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়।
এবারের মাহফিলেও আগত মুসল্লিদের প্রাথমিক চিকিৎসার জন্য ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আরো ৪০ জন চিকিৎসকের সমন্বয়ে ১শ’ শয্যার একটি ফিল্ড হসপিটাল স্থাপন করা হয়েছে। এ হাসপাতালের সাথে ৬টি অ্যাম্বুল্যান্স ও ১টি নৌ অ্যাম্বুলেন্স সংযুক্ত রয়েছে। এছাড়া মাহফিল ময়দানে অসুস্থ হয়ে পড়া রোগীকে তাৎক্ষণিক হাসপাতালে পৌঁছানোর জন্য বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী সার্বক্ষণিকভাবে কাজ করছে বলে জানা গেছে। নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা বাহিনীর বিশেষ দল ছাড়াও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিকভাবে কাজ করছে।
তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের প্রথমদিনে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সারাদেশ থেকে আগত ওলামায়ে কিরামদের নিয়ে ওলামা সম্মেলন ও শেষদিন সকালে সারাদেশ থেকে আগত ছাত্র-জনতাকে নিয়ে ছাত্র-গণজমায়েত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মাহফিলে আগত যুবক ও শ্রমিকদের নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বিশেষ মতবিনিময় সভারও আয়োজন করেছে।
আগামী শনিবার সকাল সাড়ে ৮টায় পীর ছাহেব’র বিদায়ী বয়ান শেষে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে চরমোনাই দরবার শরীফের এবারের অগ্রহায়ণের তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের সমাপ্তি ঘটবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা