কর্মকর্তা ও কর্মচারীরা চাকরি আচরণ বিধিমালা লঙ্ঘন করছে
২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশেপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৫ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারপর প্রায় প্রতিদিনের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নামে একটি গ্রুপ দাবি আদায়ের নামে চতুর্মুখী ষড়যন্ত্র করেছে। অর্থ বিভাগের একজন যুগ্ম সচিবকে বদলি এবং নন-ক্যাডার পদ থেকে উচ্চ পদে (সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব,যুগ্মসচিব) পদ সংরক্ষণের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন একদল কর্মকর্তা-কর্মচারী। প্রশাসন এখনো পতিত ফ্যাসিবাদীদের কর্মকর্তা ও কর্মচারীরা নানা ভাবে ষড়যন্ত্র শুরু করেছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন প্রশাসনের ভেতরে এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। তাদেরকে অবিলম্বে সরাতে হবে। তা না হলে ছাত্র-জনতার গণবিপ্লবের সরকার ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকে যায়। কারণ তারা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চতুর্মুখী ষড়যন্ত্র ও আক্রমণ শুরু হয়েছে বলে দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অরডিন্যান্স (অরডিন্যান্স নম্বর-৩/৭৬)এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশপাশের এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এর আগে জাতীয়করণের একদফা দাবিতে দুপুর ১২টার পর থেকে সচিবালয়ে সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। তারা সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন। তাই সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিলেন না। সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। এভাবে প্রায় সাড়ে ১০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। বিষয়টি জানার পর রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে বিষয়টি জানিয়ে পোস্ট দিলে, শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের অভিমুখে রওয়ানা হন। এরপর রাত ৯টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। এর আগে ১৮ আগস্ট মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন। চাকরি রাজস্ব অন্তর্ভুক্তকরণের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
নাম প্রকশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব ইনকিলাবকে বলেন, নন-ক্যাডার পদ থেকে উচ্চ পদে (সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব,যুগ্মসচিব) পদ সংরক্ষণের দাবিতে সচিবালয়ে একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেছেন, তারা একটি করতে পাবে না। সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি চাকরি আচারণ বিধিমালা লঙ্ঘন করছে। যারা এ গুলো করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশের এডিসিকে নিদেশনা দেয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন (অতিরিক্ত সচিব-যুগ্মসচিব ও উপ সচিবরা) ইনকিলাবকে বলেন, একজন পিয়ন বা অফিস সহকারী অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যদি সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব হয়ে যায়, তাইলে আর বিসিএসের দরকার কী। নাদিরা সুলতানা স্যার একজন ভালো অফিসার। উনি হয়ত তাদের এসব অযৌক্তিক দাবি মেনে নেননি। উনার না মেনে নেওয়াটা স্বাভাবিক। দাবি না মানলে পদ ছাড়তে হবে বা বদলি করতে হবে এগুলো অযৌক্তিক।
গত বুধবার সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমানসহ কয়েকজনের সঙ্গে গুরুতর অসদাচরণের অভিযোগে অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. নাদিরা সুলতানার শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নামে এ সংগঠন প্রতিনিয়ত সচিবালয়ে এ ধরনের বিক্ষোভ। কর্মকর্তাদের দাবি এসব কর্মচারী সকালে অফিসে এসে হাজিরা খাতা সই করে সারাদিন বিভিন্ন প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। এসব কর্মচারী গত ১৬ বছরে ফ্যাসিবাদি সরকারে হয়ে কাজ করলেও তাদের সময় এমন সমাবেশ বিক্ষোভ করেনি এবং ফ্যাসিবাদী সরকারে সহযোগিতা করেছে। এসব কর্মচারীর তালিকরা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদেরসভাপতি মো. বাদিউল কবীর জানিয়েছেন, সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব ও উপ-সচিব পদে ক্যাডারবহির্ভূত কর্মচারীদের নির্দিষ্ট হারে পদোন্নতি পাওয়ার কোটা রয়েছে। কিন্তু, ক্যাডারবহির্ভূত কর্মচারীরা বিগত দিনে সেটা পরিপূর্ণভাবে পাননি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কর্মচারীদের পক্ষ থেকে এ বিষয়ে জোরা লো দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরইমধ্যে কমিটির অন্য সদস্যরা এ সমস্যা সমাধানে একমত পোষণ করে একটি প্রতিবেদনে স্বাক্ষর করেন। কিন্তু, নাদিরা সুলতানা প্রাথমিক অবস্থায় স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিয়াউর রহমানসহ কয়েকজন কর্মচারী নাদিরা সুলতানার স্বাক্ষর আনতে অর্থ মন্ত্রণালয়ে যান। তখন নাদিরা জিয়াউরের সঙ্গে আপত্তিকর আচরণ করেন। একপর্যায়ে জিয়াউর অজ্ঞান হয়ে যান। তাকে প্রথমে সচিবালয়ের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের লিখিত আবেদনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমানের কোনো ক্ষতি হলে তার দায় অভিযুক্ত কর্মকর্তাকে বহন করতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের প্রশাসন এখনো পতিত ফ্যাসিবাদীদের দখলে। দেশের আইনশৃঙ্খলা-পুলিশ কাজ করছে না, কেন কাজ করছে না, কারা এর পেছনে দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেন। একইসঙ্গে লড়াই ও সতর্কতা থাকবে আমাদের।
গত সোমবার বিপ্লবী ছাত্র পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চতুর্মুখী ষড়যন্ত্র ও আক্রমণ শুরু হয়েছে বলে অভিযোগ করেছে। এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এমন দাবি করেন।তারা বলেন,অন্তর্বর্তীকালীন সরকার ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পুনর্গঠনের চেষ্টাকে ব্যর্থ করে দিতে চতুর্মুখী ষড়যন্ত্র ও আক্রমণ শুরু হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থীদের পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে দেয়া হচ্ছে।
এ বিষয়ে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব পালন করা এডিসির সাথে ফোনে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যানি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপি
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি
বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: ডা. ইরান
ভারতে ১২ মাওবাদীকে হত্যা