পার্কিংয়ে দোকান বসানোর পাঁয়তারা
২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম
রাজধানীর গুলিস্তান এলাকায় ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর পার্কিংয়ের জায়গা দখল করে দোকানপাট তৈরির পাঁয়তারা করছে একটি চক্র। গাড়ি পার্কিংয়ের জায়গায় প্রায় ৯০০ দোকান তৈরি করতে চায় তারা। এসব দোকান বিক্রি করে লাখ লাখ টাকা হস্তগত করার চেষ্টা অব্যাহত রেখেছে ওই চক্রটি। ভবনের পার্কিংয়ের জায়গায় দোকান বরাদ্দের কথা বলে ইতোমধ্যে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও শোনা যাচ্ছে। ফুলবাড়িয়া এলাকার দোকান মাফিয়ারা অনেক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছেন টাকা দিলেই দোকান মিলবে এমন বলে। তারা আদালতের নাম ভাঙিয়ে দোকান বরাদ্দের নামে টাকা কামিয়ে নেয়ার চেষ্টায় ব্যস্ত রয়েছে। তবে এরই মধ্যে আদালতের নিষেধাজ্ঞা আসে।
বেশ কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, মার্কেটের স্থানে দোকান বরাদ্দ দিলে ব্যবসায়ীদের অনেক সমস্যা সৃষ্টি হবে। এই মার্কেটে সারা দেশ থেকে ক্রেতারা আসেন পাইকারী পণ্য কিনতে। তারা অনেকে গাড়ি নিয়ে আসেন আবার অনেকে ভাড়া করা গাড়িতে অথবা ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে পণ্য নিয়ে যান। মার্কেটের সামনের রাস্তায় মালামাল উঠানামা করানো হয়। এখন এই তিন মার্কেটে পার্কিং ব্যবস্থা সচল না থাকার কারণে রাস্তায় দাঁড় করিয়ে মালামাল উঠানো হয়। এতে দিনের বেশিরভাগ সময় রাস্তায় যানজট লেগে থাকে। ব্যবসায়ীরা দাবি করছেন মার্কেটের পাকিংয়ের স্থানে যথানিয়মে নিয়মিত গাড়ি পাকিংয়ের ব্যবস্থা করা হয়। তাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যেমন রাজস্ব পাবে তেমনি রাস্তার যানজট নিরসনে কাজ করবে। এছাড়া শুধু এই তিনটি মার্কেটই নয় রাজধানীর সব মার্কেটে পর্যাপ্ত পার্কিয়ের ব্যবস্থা রাখারও দাবি তাদের।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন লাগোয়া দক্ষিণ পাশেই ফুলবাড়িয়া সুপার মার্কেট-২। সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের সুপার মার্কেট এই তিনটি বিপনিবিতানের নাম ফুলবাড়িয়া সুপার মার্কেট-২। এই মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদে ২০২০ সালের ডিসেম্বর মাসে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। তখন তিনটি মার্কেটে অভিযান চালিয়ে ৯১১টি অবৈধ দোকান গুড়িয়ে দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি। এরপর পার্কিংয়ের জায়গা থেকে দোকানপাট সরিয়ে সেখানে গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরদিন পার্কিংয়ের জায়গায় দোকান তৈরি করতে আবারও উদ্যোগ নেওয়া হয়। সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের সুপার মার্কেটের পার্কিংয়ের জায়গায় নতুন দোকান তৈরির কাজ করা হয় তখন।
এছাড়া গুলিস্তান এলাকার প্রায় সব সড়ক ও ফুটপাথ হকারদের দখলে চলে গেছে। পথচারীদের চলাচলের রাস্তা বন্ধ করে হকাররা বসে গেছেন পণ্য বিক্রিতে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়কে যানজটের মাত্রাও বেড়েছে। গত কয়েক দিনে গুলিস্তান, ফুলবাড়িয়া ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। বিগত সরকারের সময়ে গুলিস্তান এলাকার ফুটপাথ অবৈধ দখলমুক্ত করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে উঠেনি। তখনকার সময়ের দায়িত্বরত লোকজনের আশার বাণীই শোনতে হয়েছে নগরবাসীকে। এতে সংকুচিত হচ্ছে নগরবাসীর পায়ে চলার পথ। তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। এদিকে ফুটপাথ ঘিরে চাঁদাবাজি ওপেন সিক্রেট। হাঁটার রাস্তা ঘিরে চলছে টাকার খেলা।
অনেকেই বলছেন, নগর, সিটি ও জাকের সুপার মার্কেটের নিয়ন্ত্রণে এখনো আত্মগোপনে থেকে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করছে রাজধানীর শীর্ষ দোকান মাফিয়ারা। তারা পার্কিংয়ের জায়গায় দোকান দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে। অনেকেই তাদের কথায় বিশ্বাস করে মোটা অঙ্কের টাকা দিয়ে দিচ্ছেন দোকান পাবার আশায়। তারা আরো জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কতিপয় কর্মকর্তা এই তিন মার্কেটের পাকিংয়ের স্থানে দোকান বরাদ্দ দেয়ার সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে।
শরীয়তপুর থেকে কাপড় কিনতে আসা আব্দুল হান্নান বলেন, আমি নিয়মিতিই এই মার্কেট থেকে আমার দোকানের জন্য কাপড় কিনতে আসি। কাপড় ক্রয়ের পর মাল গাড়িতে উঠতে অনেক কষ্ট হয়। রাস্তায় গাড়ির সারি দাঁড়িয়ে থাকে। মার্কেটগুলোতে গাড়ি পাকিং ব্যবস্থা থাকলে এই সমস্যা হতো না। এই তিন মার্কেটের গাড়ি পাকিংয়ের ব্যবস্থা চালু করা দরকার।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) কাইজার মোহাম্মদ ফারাবী ইনকিলাবকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যথাযথ নিয়মনীতি মেনেই সিটি, নগর ও জাকের সুপার মার্কেট নির্মাণ করে। মার্কেটগুলোতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাও রাখা হয়। এই তিনটি মার্কেটের বিষয়ে আদালতে আবেদন পরে। সিটি করপোরেশন বরাবরই পাকিংয়ের স্থান পাকিংয়ের জন্য ব্যবহার করবে এমনটাই চায়। তবে পাকিংয়ের স্থানে দোকান করার বিষয়টি আদালত স্থগিত করে দেয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি
বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: ডা. ইরান
ভারতে ১২ মাওবাদীকে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার থেকে বন্ধ হতে পারে টিকটক
ভারত তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর
সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ
বাড্ডায় পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদককে গুলি
গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দল অভিমত নিতে চিঠি দিচ্ছে সরকার
গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, কাল মুক্তি ৯৫ ফিলিস্তিনির
১৮ মামলার আসামি আ.লীগ নেতা আজমল গ্রেপ্তার
ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করার আহ্বান জাবির ১০ শিক্ষকের
একমাত্র পথ লাল সন্ত্রাস: ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি
লাল সন্ত্রাসের ডাক : মেঘমল্লার বসুকে গ্রেফতার দাবিতে ঢাবিতে বিক্ষোভ