চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড দেশব্যাপী তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম


চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের (ইসকন) দ্বারা এক তরুণ আইনজীবি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দেশে সাম্প্রদায়িক উষ্কানি ও দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত। দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। ইসকনের সাম্প্রদায়িক উস্কানি ও সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখে দিতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরানোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ইসকন ষড়যন্ত্র করছে। সন্ত্রাসীদের সংগঠন ইসকন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ইসকন বাংলাদেশকে বির্শ্বের দরবারে উগ্রবাদী দেশ হিসেবে প্রচারের অংশ হিসেবে এবং ফ্যাসিস্ট হাসিনার বহুমুখী ষড়যন্ত্র বাস্তবায়নের মিশন নিয়ে মাঠে নেমেছে। উগ্র হিন্দাবাদী ইসকনের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। কথিত সন্ত্রাসী ইসকনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। ৯০% মুসলমানের দেশে ইসকনের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। চট্টগ্রামে আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যাকা-ের সাথে জড়িত ইসকনের প্রেতাত্মা খুনীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক ফাঁসি দিতে হবে। গতকাল বুধবার বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সভা ও বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলন ঃ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরানোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ইসকন ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ। ‘চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকা-ের প্রতিবাদ, দায়ী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার এবং ইসকনকে সন্ত্রাসী ও দেশবিরোধী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবীতে’ গতকাল বুধবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য প্রদানকালে তারা এমন দাবি করেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইসকনের সন্ত্রাসীরা ঠা-া মাথায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনাই প্রমাণ করে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিকল্পিতভাবেই এদেশের মানুষকে তাদের বিরুদ্ধে উসকে দিতে চাচ্ছেন। এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার কোন সুযোগ নেই। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরানোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের স্বার্থেই একের পর এক এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে করি আমরা। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ইসকন ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কার্যক্রম এখনই নিষিদ্ধ করতে হবে সরকারকে।

খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, রোকনুজ্জামান রোকন, খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা কামরুল ইসলাম, মোফাচ্ছির হোসাইন, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মুফতী আখতারুজ্জামান আশরাফী, মুফতী আবুল হাসান কাসেমী, মুফতী জসিম উদ্দীন। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঃ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। গতকাল বিবৃতিতে তারা বলেন, দেশবিরোধী বিশ্বাসঘাতক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উষ্কানি ও মদদে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহীদ আলিফ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে অতিসত্বর নিষিদ্ধ করতে হবে। তারা আরো বলেন, মুসলমানের রক্তখোর ভারতের হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী এদেশে ‘হিন্দু কার্ড’ খেলে তাদের আধিপত্যবাদ কায়েম রাখতে চায়। তাদের সেবাদাস ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ভারত উন্মাদ হয়ে আছে। সে কারণে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশটি। ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাই-বোনদের প্রতি আমরা জোর আহ্বান করছি।

খেলাফত মজলিস ঃ মঙ্গলবার চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের (ইসকন) দ্বারা এক তরুণ আইনজীবি হত্যাকা-ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যুক্ত বিবৃতিতে বলেন, উগ্রবাদী সংগঠন ইসকনের এক নেতার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে তার অনুসারীরা সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবিকে কুপিয়ে হত্যা এবং আদালত ও আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে সচেতন থাকার এবং ধৈর্য্যের সাথে মোকাবেলার থাকার জানাচ্ছি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম চট্টগ্রামে উগ্রবাদী ইসকন সদস্য কর্তৃক একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ইসকন একটি উগ্র সংগঠন। তিনি বুধবার এক বিবৃতিতে বলেন, ছাত্রলীগের মত সন্ত্রাসী ইসকনের কার্যক্রমও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। কোনো মুসলমান সন্ত্রাসী জঙ্গিবাদে বিশ্বাসী নয়। মুসলমানরা সর্বদা সকল ধর্মের মানুষের স্বার্থে উগ্রবাদকে ঘৃনা করে। বাংলাদেশ ইসলামী দল ঃ বাংলাদেশ ইসলামী দলের আমির ড. আব্দুল্লাহ আল নাসের এক বিবৃতিতে চট্টগ্রামে সন্ত্রাসী ইসকনের হাতে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যাকা-ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, ভারতের মদদে সন্ত্রাসী ইসকন বাংলাদেশকে অস্থিতিশীল করে পতিত হাসিনাকে দেশে জনপ্রিয় করে তোলার মিশন নিয়ে একের পর এক তান্ডপ চালাচ্ছে। খুনি ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দ্রুত নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে অ্যাডভোকেট সাইফুল ইসলামের খুনিদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। রাষ্ট্রদ্রোহী হিসেবে দ্রুত বিচার করে চিন্ময় দাসকে ফাঁসি দিতে হবে। ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ ঃ ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান এবং মহাসচিব মুফতি মো. রফিকুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, ইসকন ভারতের ‘র’ এর এজেন্ট। তারা এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। তারা বলেন , পতিত সরকারের প্রেতাতœারা ইসকনের লোগো ব্যবহার করে এদেশে কথিত বিপ্লব সৃষ্টি করে অবৈধভাবে ক্ষমতায় আসার চেষ্টা করে যাচ্ছে। ইসকনধারীরা দেশের শত্রু , তাদেরকে এদেশে জঙ্গি সংগঠণ হিসাবে নিষিদ্ধ করতে হবে। তারা বলেন,এখনই সময় ইসকন এবং তাদের সহযোগীদের খুঁজে বের করে গ্রেফতার করুন ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

ইসলামী আইনজীবী পরিষদ ঃ ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমান বলেছেন, চট্টগ্রাম আদালতে দিন দুপুরে একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সন্ত্রাসী অনুসারীরা কুপিয়ে হত্যা করে মুসলিম উম্মাহর হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এ হত্যকান্ড পরিকল্পিত হত্যাকান্ড। ভারতের ইন্ধনে পতিত হাসিনা সরকারকে পুনর্বাসনের জন্য উগ্রবাদীরা মরিয়া হয়ে উঠছে। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেশবিরোধী উস্কানিমূলক বক্তব্য-বিবৃতি দিয়ে দেশকে অশান্ত করে তুলছে। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন ভন্ড, চরিত্রহীন ও লম্পট। তার বিরুদ্ধে ইতোমধ্যে মন্দিরের শিশুদের বলাৎকারসহ বিভিন্ন চরিত্রহীন ঘটনা প্রকাশিত হচ্ছে। এমন একজন সন্ত্রাসী ও ভন্ড কিভাবে ধর্মগুরু হয় প্রশ্ন সনাতনী ধর্মের অনেক মানুষের। গতকাল বুধবার ঢাকা জজ কোর্ট চত্বরে ইসকন সন্ত্রাসীদের পরিকল্পিত আলিফ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি ও হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জিএম নজরুল ইসলাম, অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম. হাছিবুল ইসলাম, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, অ্যাডভোকেট জুবায়ের আহসান।

বক্তারা বলেন, ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দেশে সাম্প্রদায়িক উস্কানি ও দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত আছে। ইসলামী ঐক্য জোট ঃ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকীব বুধবার এক বিবৃতিতে সন্ত্রাসী ইসকনের খুনিদের গ্রেফতার করে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের রক্তের বদলা নেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ইসকন সা¤্রাজ্যবাদী মোদি সরকারের মদদে খুনি হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নে অপতৎপরতায় লিপ্ত। সন্ত্রাসী ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান মাওলানা আব্দুর রকিব।

কওমি মাদরাসা শিক্ষক পরিষদ ঃ কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা এক বিবৃতিতে বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘুদের তা-বে আমরা বিস্মিত। আমরা শান্তিতে বিশ্বাসী। তাই আমরা হিন্দুদের মন্দিরেরও পাহারার ব্যবস্থা করেছি । কিন্তু দুঃখজনক হলো সত্য ইসকন সদস্যরা মসজিদে হামলা করতে দ্বিধা করিনি। প্রকাশ্যে দিবালোকে অস্ত্র হাতে নিয়ে মানুষের উপর হামলা করেছে। একজন আইনজীবী তাদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক এই আইনজীবীকে শহীদ হিসেবে কবুল করেন। তিনি আরো বলেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে রিমান্ডে নিয়ে কাদের উস্কানিতে এইসব তা-ব চালিয়েছে বের করে মূল হুতাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ইসলামী ছাত্র সমাজ ঃ ইসলামী ছাত্র সমাজের উদ্যোগে চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসীদের হাতে আইনজীবি হত্যাকা-ের প্রতিবাদে গতকাল বুধবার ৫১ পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. বেলাল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ঐক্যে জোটের যুগ্ম মহাসচিব মাওলানা মো. ইলিয়াছ আতহারী। এতে উপস্থিত ছিলেন ছাত্র সমাজের মহাসচিব বরকত উল্লাহ, ছাত্র সমাজের উপদেষ্টা নুরুল আজম হাওলাদার, জাহিদুল ইসলাম দিনাজপুরী,তাওহিদুল ইসলাম, ইউসুফ। বক্তারা বলেন, বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করতে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। বক্তারা বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কওমি পরিষদ বাংলাদেশ ঃ কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, চট্টগ্রাম আদালতে ইসকন প্রতিবাদের নামে যে তা-ব লীলা চালিয়েছে তা খুবই রহস্যজনক। তাদের সন্ত্রাসী কর্মকা-ের কারণে এই সংগঠনটিকে নিষিদ্ধ করতে হবে। দোষীদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- কার্যকর করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস ঃ চট্টগ্রামের আদালতে উগ্র-সাম্প্রদায়িক সন্ত্রাসীদের হাতে আইনজীবী হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আমিরে মজলিস শায়খুল হাদীস ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। পতিত ফ্যাসিবাদী চক্র উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীর সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত চক্রান্তেই এই ঘৃণ্য হত্যাকান্ড ঘটিয়েছে। আমরা খুনীদের বিরুদ্ধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ দেখতে চাই ।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঃ চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং সাম্প্রদায়িক উস্কানি ও সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একজন হিন্দু নেতাকে গ্রেফতার ও জামিন না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে একজন আইনজীবী যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তা খুবই নিন্দনীয় এবং অনতিবিলম্ব এর সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার করতে হবে। বাংলাদেশ খেলাফত আন্দোলন ঃ বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী বলেছেন, ইসকন ভারতের মদদ পুষ্ট একটা সন্ত্রাসী সংগঠন। তারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে স্বৈরাচার খুনি হাসিনা সরকারকে আবার ক্ষমতায় বসিয়ে দেশে আবার ফ্যাসিবাদ কায়েম করে বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাতে চায়। সরকারের উচিৎ এ ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা না হয় সরকারই পরবর্তিতে বিপদে পড়বে। তিনি গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষে আয়োজিত পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর আলহাজ মোহাম্মাদ আজম খান. নায়েবে আমীর মাওলানা আবুল কাসেম কাসেমী. ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ, হাফেজ ইবরাহিম বিন আলী, যুব আন্দোলনের সদস্য সচিব হাফেজ মাওলানা নেয়ামতুল্লাহ খান জাফরী ও ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ আবু দারদা। বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি ঃ বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির মহাসচিব এস এম আব্দুল লতিফ এক বিবৃতিতে ইসকনের সন্ত্রাসীদের হাতে অ্যাডভোকেট আলিফ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, জঙ্গি সংগঠন ইসকন কয়েক বছর যাবত বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি দ্রুত ইসকন নিষিদ্ধের দাবি জানান।

 

কক্সবাজার ব্যুরো জানায়, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। গতকাল কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সিদ্দিকী। এতে বিএনপি, জামায়াতে ইসলাম ও এবি পার্টির আইনজীবীসহ সাধারণ আইনজীবীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি তৌহিদুল আনোয়ার, অ্যাড. নুরুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি নাজিমুদ্দিন, কক্সবাজার জেলা এবি পার্টির আহবায়ক ও এডিশনাল পিপি অ্যাডভোকেট এনামুল হক সিকদার ও অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানীসহ আইনজীবীরা।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী অ্যাড. বার সমিতির কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। তাতে অংশ নেন বার সমিতির সদস্যবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে। বক্তারা আরো বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে আইনজীবীরা আরো বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী অ্যাড. বার সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক, আন্তর্জাতিক ট্রাইবুনালের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাড. মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম রাজশাহী শাখার সভাপতি ও জিপি অ্যাড. মাইনুল হাসান পান্না প্রমুখ।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করে বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলী মিয়া, জামিনুর হোসেন মিঠু, শরীফ মোহাম্মদ, সাইফুল কবির, সাইফুর রহমান, গোলজার আহমেদ, অলিউর রহমান দর্জি, মোহাম্মদ মফিজুর রহমান মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান প্রমুখ।

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করে মাগুরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় বক্তব্য রাখেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, সিনিয়র আইনজীবী আহমেদ হোসেন, কুমুদ রঞ্জন বিস্বাস, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কবির, মনিরুল ইসলাম মুকুল প্রমুখ।

বরগুনা জেলা সংবাদদাতা জানান, বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার, সহ সভাপতি পিপি রুহুল আমিন, নারী ও শিশু ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রঞ্জু আরা শিপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজবুল কবির প্রমুখ।

শরীয়তপুর জেলা সংবাদদাতা জানান, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস প্রেসিডেন্ট, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাড. লোকমান হোসেন, অ্যাড. সিরাজুল হক আকন্দ প্রমুখ।

শেরপুর জেলা সংবাদদাতা জানান, শেরপুর জেলা আইনজীবী সমিতির ভবন চত্বর থেকে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। সমাবেশে শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট নূরে আলম হীরার সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও দুদক পিপি অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন, নারী ও শিশু দমন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি, এডভোকেট হারুন অর রশিদ বাচ্চু প্রমুখ।

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জ জেলা প্রশাসকের ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ কর্মসূচি পালন করে। সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সদস্য ও সাবেক পিপি অ্যাডভোকেট মো. আজাদ হোসেন খান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর সাংবাদিক নূরতাজ আলম বাহার, সিনিয়র আাইনজীবী মো. জসিম উদ্দিন প্রমুখ।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরা কোর্ট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট। অনুষ্ঠানে নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুর সাত্তার। উপস্থিত ছিলেন সাতক্ষীরা বারের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি নেতা অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, সাতক্ষীরা বারের কর্মকর্তা এডভোকেট নুরুল আমিন প্রমুখ।

নরসিংদী জেলা সংবাদদাতা জানান, আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে নরসিংদীর মাধবদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ সমাবেশ করে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জিপি অ্যাডভোকেট তোতা মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বত্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, অ্যাডভোকেট মাসুদ আলম, পিপি অ্যাডভোকেট হালিম হোসেন প্রমুখ।

ইবি সংবাদদাতা জানান, চট্টগ্রামে ইসকন কর্তৃক এক আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিভিন্ন হল থেকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকায় সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।

এদিকে ইবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, জমিয়তে তলাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক এস কে সাজ্জাতুল্লাহ শেখ, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা জানান, স্টুডেন্ট অ্যালায়েন্স’র উদ্যোগে শ্রীমঙ্গলে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যালায়েন্সের এক্সিকিউটিভ মেম্বার ইমরান আহমেদ, শেখ আহমদ নাঈম সাকিব, মকবুল হোসেন, মুক্তাদির হোসেন, দেলোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাওলানা মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহ সদর উপজেলা সংবাদদাতা জানান, প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দবির হোসেন, কাজী একরামুল হক আলম, ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন।

দুমকী (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট থেকে মিছিলটি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তবাংলার পাদদেশে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
জুলাই ঘোষণাপত্র নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর অভিমত চেয়েছে সরকার
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
আরও

আরও পড়ুন

সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স

সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স

বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার

বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার

আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা

আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা

টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩

টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩

৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল

যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল

আল-শারা ও শেখ মোহাম্মদের  ঐতিহাসিক টেলি-আলোচনা

আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি

বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: ডা. ইরান

বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: ডা. ইরান

ভারতে ১২ মাওবাদীকে হত্যা

ভারতে ১২ মাওবাদীকে হত্যা

মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার থেকে বন্ধ হতে পারে টিকটক

মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার থেকে বন্ধ হতে পারে টিকটক

ভারত তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর

ভারত তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর

সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

বাড্ডায় পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদককে গুলি

বাড্ডায় পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদককে গুলি

জুলাই ঘোষণাপত্র নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর অভিমত চেয়েছে সরকার

জুলাই ঘোষণাপত্র নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর অভিমত চেয়েছে সরকার

গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, কাল মুক্তি ৯৫ ফিলিস্তিনির

গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, কাল মুক্তি ৯৫ ফিলিস্তিনির

১৮ মামলার আসামি আ.লীগ নেতা আজমল গ্রেপ্তার

১৮ মামলার আসামি আ.লীগ নেতা আজমল গ্রেপ্তার

ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করার আহ্বান জাবির ১০ শিক্ষকের

ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করার আহ্বান জাবির ১০ শিক্ষকের

একমাত্র পথ লাল সন্ত্রাস: ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি

একমাত্র পথ লাল সন্ত্রাস: ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি

লাল সন্ত্রাসের ডাক : মেঘমল্লার বসুকে গ্রেফতার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

লাল সন্ত্রাসের ডাক : মেঘমল্লার বসুকে গ্রেফতার দাবিতে ঢাবিতে বিক্ষোভ