শীতের সন্ধ্যায় পথে পথে পিঠার ম ম গন্ধ

Daily Inqilab আসাফুর রহমান কাজল, খুলনা থেকে

০১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম


হেমন্তের সন্ধ্যা। প্রকৃতি কুয়াশায় ঢাকা। ঠাণ্ড বাতাসে শরীর যেন হিমশিম খাচ্ছে। এই সময়টাতেই নগরীর মোড়ে মোড়ে দেখা যায় ধোঁয়া ওঠা মাটির চুলা। সেখান থেকে ভেসে আসে পিঠার ম ম গন্ধ। খুলনা মহানগরীর শান্তিধাম মোড় এলাকায় জাতিসংঘ শিশু পার্কের পাশেই পিঠার দোকান বসান নুরুল আমিন (নুরু)। তার দোকানের পিঠা খেতে দূরদূরান্ত থেকে ভিড় জমায় পিঠাপ্রেমীরা।

শীতের সন্ধ্যায় খুলনা নগরীর অধিকাংশ মোড় বা জনবসতি এলাকায় মাটির চুলাই পিঠা তৈরির ধুম পড়ে। পথচারী বা বাসাবাড়ি থেকে আসেন ক্রেতারা। কেউ কেউ সেখানে দাঁড়িয়ে আবার কেউ বাসায় নিয়ে আয়েশ করে স্বাদ গ্রহন করেন পিঠার। শীতের দিনের সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট থাকে ফুটপাতের এই মৌসুমী ব্যবসা।

নুরুর পিঠা বানানোর এই পেশা একদিন শুরু করেছিলেন তার বাবা। মাটির চুলায় চিতই, ভাপা আর পাকন পিঠার খ্যাতি ছড়িয়ে পড়েছিল তার হাত ধরেই। বাবার মৃত্যুর পর নুরু এবং তার আরো দুই ভাই রুহুল আমিন, আল আমিন আলাদা আলাদা দোকান দিয়ে এই ঐতিহ্যকে ধরে রেখেছেন।
নুরুর দোকানে চারটি মাটির চুলা। প্রতিটি চুলায় প্রতি মিনিটে তিনটি করে চিতই পিঠা তৈরি হয়। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে পিঠা তৈরির ব্যস্ততা। ছয় ঘণ্টার এই সময়ে নুরু প্রায় ৪০ থেকে ৫০ কেজি চালের আটার পিঠা তৈরি করেন। প্রতিটি পিঠার দাম মাত্র পাঁচ টাকা। প্রতিদিন ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার পিঠা বিক্রি করেন তিনি।

নুরু একা নন, তার এই কাজে সহায়তা করে আরো দুই যুবক। তারা একসঙ্গে পিঠা বানানো, পরিবেশন এবং দোকানের অন্যান্য কাজ করেন। তাদের সম্মিলিত চেষ্টায় পিঠার মান আর স্বাদ অক্ষুণœ থাকে।
নুরুর পিঠার প্রধান আকর্ষণ শুধু এর স্বাদ নয়, বরং এর সঙ্গে পরিবেশিত সরিষা, ধনিয়াপাতার ভর্তা এবং খেজুরের গুড়। অনেকে সরিষা ভর্তার সঙ্গে খেতে পছন্দ করেন, আবার অনেকে খেজুরের গুড় দিয়ে গরম গরম চিতই পিঠা খেয়ে তৃপ্ত হন।

নুরুর দোকানের পাশে তার অন্য দুই ভাই মাটির চুলা নিয়ে বসেছে। বড়ভাই রুহুল আমিনও চিতই পিঠা তৈরি করেন আর মেজভাই আল আমিন তৈরি করেন ভাপা পিঠা। ফলে এই মোড়ের চারপাশে পিঠার গন্ধে জমে ওঠে আড্ডা। পিঠা খেতে আসেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ এবং শিশু। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। তাদের জন্য পিঠা শুধু খাবার নয়, শীতের সন্ধ্যায় উষ্ণতার এক অন্যরকম উপলক্ষ।
নুরু বলেন, শীত মানেই পিঠা। এই ঐতিহ্য আমরা আমাদের বাবার কাছ থেকে পেয়েছি। মানুষকে পিঠা খাওয়ানোর আনন্দই আমাদের শক্তি জোগায়।

প্রতিদিন পিঠা বিক্রি থেকে নুরু প্রায় ২০ হাজার থেকে ২২ হাজার টাকা আয় করেন। এর মধ্যে কাঁচামাল ও কর্মচারীদের খরচ বাদ দিয়ে তিনি তার পরিবারের জন্য একটি ভালো আয়ের ব্যবস্থা করতে পেরেছেন।
এ এলাকায় পিঠা খেতে আসেন নগরীর কাস্টমঘাট এলাকার মো. সোহরাব হোসেন। তিনি বলেন, এই এলাকায় আগে নুরুর বাবা পিঠা বিক্রি করতেন। তাও প্রায় ৩০ বছর আগের কথা। এখন তার তিন ছেলে পিঠা তৈরি করে। এখানে মার্চ মাস পর্যন্ত পিঠা বিক্রি হয়।

নগরীর বকসি পাড়া এলাকার সুমাইয়া রহমান আখি জানান, এটি খুলনার শীতের এক অনন্য ঐতিহ্যের পরিচায়ক। কুয়াশা ঢাকা সন্ধ্যায় নুরুর দোকানের ধোঁয়া ওঠা চুলাগুলি যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক হৃদয়গ্রাহী পরিবেশ তৈরি করে। আর এই সময় এ এলাকায় যেন পিঠার মেলা বসে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক