নব্য ক্যাডারদের ছত্রছায়ায় ফের জমে উঠেছে মাদকের বাজার
০২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
নারায়ণগঞ্জ জেলায় মাফিয়াচক্র ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। যেমনটি উঠেছিল আওয়ামী স্বৈরাচারের আমলে। খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু দিন এই চক্রের কর্মকাণ্ড সাময়িক স্থগিত থাকলে ও সম্প্রতি স্বৈরাচার সরকারের প্রভাবশালি ক্যাডাররা দেশ ত্যাগ করার পর গজিয়ে ওঠা নব্য ক্যাডারদের ছত্রছায়ায় সমগ্র জেলায় মাদক দ্রব্যের জমজমাট বাজার বসিয়েছে। এই বাজারগুলোতে হেরোইন. গাজা, চোরস. ইয়াবা, বিদেশি মদ, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের নেশার উপকরণ পাওয়া যাচ্ছে।
স্থানীয় নব্য ক্যাডারদের ছত্রছায়ায় মাদকদ্রব্যের বাজারগুলো জমে উঠেছে। জেলার কয়েকজন মাদক ব্যবসায়ী জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ডিবিপুলিশ তো মাসহারা দিয়ে পোষা। মাদকদ্রব্য ব্যবসায়িদের একটি সুত্র জানিয়েছে, একবার কোন মাদকদ্রব্য ব্যবসায়ি পুলিশের হাতে ধরা পড়লে বুঝতে হবে তার কপাল খুলে গেছে। ছাড়া পেয়েই সে দ্বিগুন উৎসাহে মদক ব্যবসা শুরু করে। অবস্থা দেখে মনে হয় সে যেন অবৈধ এই ব্যবসার নতুন লাইসেন্স পেয়েছে।
জেলা শহর নারায়ণগঞ্জের মাদকদ্রব্য বিক্রির স্পটগুলো হচ্ছে খানপুর, নারায়ণগঞ্জ আইন কলেজ এর অভ্যন্তর যেখানে আইনের শিক্ষা দেয়া হয়, সেখানে বসানো হয়েছে মাদক বিক্রির হাট, তল্লা, গলাচিপা, চাষাড়া, খাজা সুপার মার্কেট, উত্তর চাষাড়া, নিতাইগঞ্জ, ১নং ও ২নং রেল গেইট, সুইপার কলোনি, রেলি বাগান, শহীদ নগর, ব্যাপারিপাড়া ও জীমখানা রেল কলোনি।
বন্দর উপজেলা পৌরসভা কার্যালয়ের পাশে সুইপার কলোনিসহ ২০টি স্পটে মাদক দ্রব্যেও জমজমাট ব্যবসা চলছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন পুলিশ কালেভদ্রে অভিযান চালায় মাদক দ্রব্য ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য নয়। তাদের মাসহারা দ্বিগুন করার জণ্য। নবীগঞ্জ, মদনগঞ্জ বাজার, মদনগঞ্জ বাস স্টান্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপূর বাসস্টান্ড এলাকায় চলছে মাদক দ্রব্যের জমজমাট ব্যবসা। পুলিশ দেখেও না দেখার ভান করে। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের নানা ধরনের হুমকি দেয়া হয়।
সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা, বৈদ্দের বাজার গুদারা ঘাট ও বাজার এলাকা, যাদুঘর, মেঘনা ব্রীজ টোলপ্লাজা ও আশপাশের এলাকাসমুহে মাদকের বড় বাজার রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহি বাস ও বিভিন্ন যানবাহনে গোপনে আসছে বিদেশি মদ, বিয়ার, ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, ভারত ও মিয়ানমার সীমান্ত পেরিয়ে চোরা পথে এই সমস্ত নেশার দ্রব্য ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবারাহ করা হয়।
সোনারগাঁ থানার মেঘনা ব্রীজ এলাকায় মাফিয়া চক্রের এক বড় ধরণের ঘাটি রয়েছে। এই ঘাটির মাফিয়া চক্রের সাথে পুলিশের সম্পর্ক গভীর। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন এখান থেকে নিয়মিত মোটা অংকের মাসোহারা পেয়ে থাকে বলে এলাকার লোকজন জানিয়েছেন। এখানে পুলিশের ভূমিকায় এলাকার লোকজন ক্ষুদ্ধ। তারা জানিয়েছেন কুমিল্লা সীমান্ত পেরিয়ে মদ, বিয়ার, ফেনসিডিল, গাঁজা সড়ক পথ ও আড়াইহাজার মেঘনা নদী পথে এই সমস্ত মাদক দ্রব্য টোকেনের মাধ্যমে আমদানী করা হয়। এখানে মাদক দ্রব্য আনা নেয়ার কাজে পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের নিয়োগ দেয়া হয়েছে। এলাকাবাসী এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মাদক দ্রব্য দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়।
জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা মাদক দ্রব্য বেচা-কেনার বাজারের আশপাশের লোকজন জানিয়েছেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগগুলো কালেভদ্রে অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার, সেবনকারী ও দোকান কর্মচারীদের গ্রেফতার করতে সক্ষম হলে ও মাফিয়াচক্রের সদস্য মাদক দ্রব্য ব্যবসায়ীরা থাকে ধরা ছোঁয়ার বাইরে। কারণ অভিযানের পূর্বেই মাদক দ্রব্য ব্যবসায়ীদের মোবাইলগুলো বেজে উঠে। কানে কানে সুড়সুড়ি দিয়ে জানিয়ে দেয় সরে যা আমরা আসছি। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড