গুলশান-মহাখালী লিংকরোডে অবৈধ পার্কিং
০২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
রাজধানীর গুলশান-মহাখালী লিংকরোডে সড়ক দখল করে পার্কিং করে রাখা হয় অসংখ্য গাড়ি। প্রতিদিন এসব গাড়ি রাস্তার উপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কিং করে রাখার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে পাবলিক হেলথ, ডিভিসি চ্যানেল, নিটোল, স্ট্যন্ডার্ড গ্রুপসহ বেশকিছু প্রতিষ্ঠানের গাড়ি প্রতিদিনই রাস্তায় পার্কিং করে রাখা হয়। এই অবৈধ পার্কিং বন্ধের জন্য পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা বা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন ও পথচারীরা। তারা বলছেন, গুরুত্বপূর্ণ এই এলাকায় রয়েছে সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান। রয়েছে ব্যক্তিগত বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই এলাকায় অবস্থিত বেশ কয়েকটি নামিদামি হাসপাতাল। এছাড়াও রয়েছে গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান। এই এলাকায় যাতায়াত করেন লাখ লাখ মানুষ। গুলশান থেকে মহাখালীর আমতলী পর্যন্ত সড়কে গাড়ির অবৈধ পার্কিং ও নিয়মিত যানবাহনের জটলা থাকার কারণে এই রুটে চলাচলকারী লোকজন ও মসজিদে আসা স্থানীয় মুসল্লীরা পড়েন বিপাকে। ওয়ারলেস গেট এলাকায় বনানী যাওয়ার পথে নিয়মিতই লেগেই থাকে রিকশা ও ব্যাটারিচালিত অবৈধ রিকশার জটলা। এই এলাকায় চলাচলকারী স্থানীয় যাত্রীদের প্রতিদিনই পোহাতে হয় দুর্ভোগ। বেশ কিছুদিন ধরে অবৈধ ব্যাটারিচারিত রিকশার দাপটের কারণে এই সড়কে সাধারণ যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া প্রতি ওয়াক্তের নামাজের সময় মসজিদে আসা মুসল্লিদের রাস্তা পারাপার এবং যাতায়াতে কষ্ট করে চলাচল করতে হয়।
জানতে চাইলে গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (ট্রাফিক) আবু সায়েম নয়ন ইনকিলাবকে বলেন, গুলশানের এই সড়কটিতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবুও আমরা লক্ষ্য করেছি অনেক সময় কিছু সংখ্যক প্রাইভেটকার এবং গণপরিবহনের বাস এই সড়কে পার্কিং করে রাখে। এতে করে সাধারণ যানবাহন ও যাত্রী চলাচলে সমস্যার সৃষ্টি করে। এই সমস্যার সমাধানে আমরা উর্ধতন স্যারদের সাথে কথা বলে সমস্যা সমাধানের জন্য অভিযান পারিচালনা করবো।
জানা যায়, মহাখালী-গুলশান লিংকরোড রাস্তায় এখন জনগণের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। সরকারি তিতুমীর কলেজ, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, পর্যটন করপোরেশন, স্বাস্থ্য অধিদফতর, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, বক্ষব্যাধি ইনস্টিটিউট, গ্যাস্ট্রোলিভার, এ্যাজমা, যক্ষ্মা হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এই সড়ক। সেই গুরুত্বপূর্ণ সড়ক এখন যানবাহনের দখলে চলে গেছে। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত সড়কের দুই পাশের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে পার্কিং করে রাখা হয় বাস ও ব্যক্তিগত প্রাইভেটকার। সকাল থেকে রাত পর্যন্ত পার্কিং করে রাখার ফলে এটি যেন নিয়মে পরিণত হয়েছে। যা যথাযথ দেখভালের অভাবে এখন অবৈধ পার্কিং এলাকায় পরিনত হয়েছে। বিভিন্ন প্রাইভেট অফিস, মার্কেট ও ব্যাংকের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত রাস্তার দুই পাশের অধিকাংশ এলাকাজুড়ে যত্রতত্র অবৈধ পাকিং এর প্রতিযোগীতা দেখা যায়। শুধু তাই নয় লোকাল গণপরিবহণসমূহও পার্কিংয়ের নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে এই সড়কটিকে। যানজট উপেক্ষা করার জন্য আশেপাশের রোডগুলোতে দুই চাকা ও তিন চাকার যানসহ প্রাইভেটকার প্রবেশ করে সেখানেও স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায়।
মসজিদে নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লী জানান, এই এলাকার প্রসিদ্ধ মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সে তারা নিয়মিত নামাজ পড়তে আসেন। কিন্তু রাস্তার যানজট ও যানবাহনের অবৈধ পার্কিংয়ের কারণে তাদেরকে সমস্যায় পড়তে হয়। নিয়মিত ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনা থাকলে হয়তো প্রতিনিয়ত এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তাই তারা ট্রাফিক পুলিশের কার্যক্রম তদারককি ও বিশেষ করে এই এলাকার অবৈধ পার্কিং উচ্ছেদের ব্যাপারে কার্যকর ব্যবস্থাগ্রহণ করার দাবি জানান।
পার্কিং করে রাখা গাড়ির চালকরা জানিয়েছেন, তারা যে অফিসে লোকজনকে নিয়ে আসেন সেই প্রতিষ্ঠানের নির্ধারিত কোন গাড়ি পার্কিং ব্যবস্থা নেই। সেই ভবনের নিচের জায়গাগুলো দোকানের জন্য ভাড়া দেওয়া হয়েছে। ভবনটির উপরের তলায় অফিস হওয়ায় পার্কিং করে রাখতে হচ্ছে সড়কের উপর। এছাড়া অন্য আর কোন জায়গা পাওয়া যাচ্ছে না। তাই তারা নিয়মিত এই সড়কের উপর গাড়ি পাকিং করে রাখেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম ইনকিলাবকে বলেন, বিভিন্ন সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার বিষয়টি আমাদের নজরে এসেছে। সড়কে জনগণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে অবৈধভাবে পার্কিং বন্ধে আমরা শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। ট্রাফিক বিভাগের সাথেও সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না