শুকরিয়া আদায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ
০২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে শুকরিয়া জ্ঞাপন করেছেন খালাসপ্রাপ্ত আসামিদের স্বজনরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে স্বস্তি। এছাড়া এ মামলায় খালাস পাওয়া বিএনপি নেতাদের নিজ নিজ এলাকায় আনন্দ মিছিল হয়। মিষ্টি বিতরণ করা হয়। উল্লাস প্রকাশ করেন দলীয় নেতা-কর্মীরা। এছাড়া তারেক রহমানের বেকসুর খালাস প্রাপ্তিতে মিষ্টি বিতরণ করা হয় অফিস-আদালতে।
দুপুর ১২টায় ঘোষিত রায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেকসুর খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে এক বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিট লন্ডন থেকে দেয়া এই বিবৃতির কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
এর আগে বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের ডিভিশন বেঞ্চ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।
বিএনপি’র মহাসচিব বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক রায়ের মধ্যদিয়ে আবারো প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।
এই রায়ে বিএনপি মহাসচিব শুকরিয়া আদায় করে সারা দেশের দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন শুকরিয়া আদায় করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এদিকে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। রায়ে খালাস পাওয়ার ঘোষণায় আদালতে উপস্থিত লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান ‘আলহামদুলিল্লাহ’ বলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায়বিচার পেয়েছি। এ কারণে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ!
তিনি আরো বলেন, ন্যায়বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কী কষ্ট, তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। আদালত আমাদের ন্যায়বিচার দিয়েছেন।
বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রায়ের প্রতিক্রিয়ায় বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্য সাধন করার জন্য তারেক রহমানকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পৃক্ত করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে তারেক রহমানের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য একুশে আগস্ট মামলার ট্রায়ার কন্টিনিউ করেছেন।
তিনি বলেন, গত দুই দশকে বাংলাদেশের রাজনীতিতে যে মামলাটা সবচেয়ে বেশি প্রোপাগান্ডার শিকার হয়েছিল সেই মামলাটা হচ্ছে কুখ্যাত একুশে আগস্ট মামলা। মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদ। আমরা সবসময় বলে আসছি, তারেক রহমান এ মামলায় কোনো সময়ই সংশ্লিষ্ট ছিলেন না। আজ সব আসামি খালাস পেয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তারেক রহমান আজকের এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন। আজ প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশে তারেক রহমানকে যে মামলায় সাজা দেয়া হয়েছিল সেই মামলা আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি বেকসুর খালাস পেয়েছেন।
বিএনপি’র এই নেতা বলেন, গত দুই দশক যাবৎ একুশে আগস্টের মামলা বাংলাদেশের রাজনীতিকে ডমিনেট করেছিল। সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের প্রোপাগান্ডার শিকার হয়েছিলেন তারেক রহমান। আজ আমরা ন্যায়বিচার পেয়েছি। মামলাটি রাজনৈতিকভাবে পরিচালিত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এ মামলা ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনা যখন সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সেখানেও তারেক রহমানের নাম ছিল না। পরে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশে সাধন করার জন্য তারেক রহমানকে মামলায় সম্পৃক্ত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক উপমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এবং টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি আব্দুস সালাম পিন্টুর খালাসের খবর শুনে বিজয় মিছিল বের করেন তার কর্মী-সমর্থকরা। তারা মিষ্টি বিতরণ করেন।
গতকাল দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা বিএনপির নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন। এছাড়া জেলার ভূঞাপুর উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিজয় মিছিল বের করা হয়।
ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু বলেন, শেখ হাসিনা সরকারের তথাকথিত রায়ে ১৭ বছর জেলখানায় আছেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ হাসান মালা বলেন, আব্দুস সালাম পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবৎ স্বৈরাচার হাসিনা সরকার জেলে আবদ্ধ রেখেছে। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আমরা ন্যায়বিচার পেলাম। আমরা টাঙ্গাইলবাসী আজ অনেক আনন্দিত।
এদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি নেতারা বেকসুর খালাস পাওয়ার খবর ছড়িয়ে পড়লে নিজ নিজ নির্বাচনী এলাকায় বিজয় মিছিল করেন নেতা-কর্মী সমর্থকরা। মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় সাবেক প্রতিমন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের এলাকায় বিজয় মিছিল হয়। মিষ্টি বিতরণ করা হয়। শুকরিয়া জ্ঞাপন করেন তার পরিবারের সদস্যরা।
এছাড়া তারেক রহমান খালাস পাওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ বিভিন্ন সরকারি অফিসেও মিষ্টি বিতরণ করতে দেখা যায়। সংস্থাটির পরিচালক ড. মো: জহিরুল হুদা শুকরিয়া জ্ঞাপন করে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এছাড়া আদালত সহায়ক কর্মচারী, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো সংগঠনগুলোকেও শুকরিয়া জ্ঞাপন এবং মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না