খোলা জায়গায় ময়লা-আবর্জনা ডাম্পিং দুর্গন্ধে অতিষ্ঠ দশ গ্রামের মানুষ
০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
দীর্ঘদিনের পুরানো একটি ময়লার ভাগাড় সময়ের পরিক্রমায় অন্তত দশ গ্রামের মানুষকে ‘নরক যন্ত্রণায় পর্যবসিত করেছে। কুমিল্লা সিটি করপোরেশন এলাকার পূর্বপ্রান্তে জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনিপাড়া-দৌলতপুরে দশ একর জায়গা জুড়ে উন্মুক্ত এই ময়লার ভাগাড়ে প্রতিদিন সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের অন্তত ২৭৫টি স্পট থেকে প্রায় দেড়শ’ টন বর্জ্য সংগ্রহ করে ভাগাড়ে নিয়ে ফেলেন পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা। খোলা জায়গায় ময়লা-আবর্জনা ডাম্পিং করায় ও রিসাইক্লিং ব্যবস্থা না থাকায় পচেগলে বর্জ্যরে দুর্গন্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবেশ। অপরদিকে এই ময়লার ভাগাড় থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পটিও রয়েছে অন্ধকারে।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, খোলা আকাশের নিচে জনবসতি এলাকায় প্রায় ৪০ বছর ধরে পৌর কর্তৃপক্ষ থেকে শুরু হয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ দীর্ঘসময় ধরে প্রতিদিন টনে টনে বর্জ্য ফেলে ঝাকুনিপাড়া-দৌলতপুরের আশপাশের অন্তত দশটি গ্রামের ৪০ হাজার মানুষ চরম ভোগান্তিতে রেখেছে। জনবসতি ঘেরা একটি খোলা জায়গা অধিগ্রহণ করে সেখানে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ গড়ে না তুলে উন্মুক্ত পরিবেশে সিটি করপোরেশন এলাকার বাসা-বাড়ি, হাট-বাজারের ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ ও জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্জ্যের গন্ধ এক-দেড় কিলোমিটার ছড়ায়। ময়লার ভাগাড়ের আশপাশের বাসিন্দাদের বেশিরভাগ পরিবারেই রোগবালাই লেগে আছে। মশা-মাছির উৎপাত এবং উৎকট গন্ধে ওই এলাকায় থাকাটা দায় হয়ে পড়েছে।
অসহ্য দুর্গন্ধের মধ্যেই প্রায় ৪০ বছর পার করছেন দশ গ্রামের মানুষেরা। পরিবারের ছেলে-মেয়েদের বিয়েশাদির ক্ষেত্রেও এই ময়লার ভাগাড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। কখনো কখনো বাড়ির পাশের ময়লার ভাগাড়ের কারণে ভেস্তে যায় আত্মীয়তা করার প্রাথমিক ধাপ। বাধ্য হয়ে অনেক পরিবার অন্যত্র বাসা ভাড়া নিয়ে ছেলে-মেয়ের বিয়েশাদির কাজটি সারছেন। একটি ময়লার ভাগাড় দশ গ্রামের মানুষজনকে এভাবেই ‘নরক যন্ত্রণা’ দিচ্ছে।
গতকাল সরেজমিন দেখা গেছে, সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িগুলো একেক করে আসছে, ময়লা ফেলে চলে যাচ্ছে। কিন্তু ওই ভাগাড়ে ময়লা ফেলা হচ্ছে অপরিকল্পিতভাবে। ভাগাড়ের তিনদিকে সীমানা প্রাচীর থাকলেও ময়লার স্তুপ প্রাচীর ডিঙ্গিয়ে পাহাড়সম হয়ে পড়েছে। ভাগাড়ের ভেতরে সাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা থাকলেও সেখানে অবাধে গরু-ছাগল বিচরণ করছে, টোকাইরা ময়লা থেকে খুঁজে নিচ্ছে এটাসেটা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুরে অধিগ্রহণকৃত ১০ দশমিক ৩৭ একর জায়গায় সিটি করপেেেরশন কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করছে। বর্জ্যের দুর্গন্ধ এবং ময়লা-আবর্জনায় দেওয়া আগুনের ধোঁয়ায় আশপাশের তিন-চার কিলোমিটার এলাকার প্রায় ১০-১৫টি গ্রামের পরিবেশ দূষণ হচ্ছে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ময়লার ভাগাড় সংলগ্ন ঝাকুনিপাড়া ও দৌলতপুর গ্রামের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জগন্নাথপুর, বাজগড্ডা, চাপাপুর, খামার কৃষ্ণপুর, শুয়ারা, নবগ্রাম, বালুতুপাসহ আশপাশের দশ গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ। আওয়ামী লীগ সরকার পতনের আগে ঝাকুনিপাড়া-দৌলতপুরের এই ভাগাড়ের বর্জ্য পরিশোধনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছিল কুমিল্লা সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কিন্তু এই প্রকল্পটি নিয়ে আর কোনো সুখবর জানতে পারেনি ভুক্তভোগী দশ গ্রামের মানুষেরা।
ঝাকুনিপাড়া-দৌলতপুরের ময়লার ভাগাড়ের কাছাকাছি বাসিন্দা জিয়াউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দূষণমুক্ত স্বাস্থ্যকর পরিবেশে আমাদের বাস করার অধিকার আছে, কিন্তু সেই অধিকার কুমিল্লা সিটি করপোরেশন খর্ব করছেন। বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছি।’ ময়লার ভাগারে যাওয়ার রাস্তার উল্টো পাশের ফার্নিচার ব্যবসায়ি হাসান বলেন, ‘এখানে ব্যবসা করতে এসে বিপাকে পড়েছি। ময়লার দুর্গন্ধে কাস্টমার দাঁড়াতেই চায় না। নিরুপায় হয়ে দম বন্ধ করে এখানে রয়েছি।’
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম ইনকিলাবকে বলেন, ‘জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুরের ময়লার ভাগাড় থেকে বিদ্যুৎ উৎপাদনের যে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, এটি আপাতত স্থগিত হয়ে রয়েছে। এখন নতুন প্রকল্পের মাধ্যমে হলেও বর্জ্য রিসাইক্লিং করে কিভাবে কাজে লাগানো যায় এটি নিয়ে চিন্তাভাবনা চলছে।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা জোরদার
‘সাইবার মানডে’ উপলক্ষে ওয়েব হোস্টিংয়ে লিমডা হোস্টে চলছে ৬০% পর্যন্ত ছাড়!
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী
ফ্যাসিস্ট সরকারের ৮ বছরের নিষেধাজ্ঞার পর অবশেষে মঞ্চে আসছে থিয়েট্রিক্যাল বাহাস ও কন্ঠনালীতে সূর্য
মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ
নাম পরিবর্তনের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
আইএসের নৃশংসতার বিচারে জাতিসংঘ ব্যর্থ : নাদিয়া মুরাদ
নোয়াখালীর সুবর্ণচরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
মানিকগঞ্জে হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
এবার ভারতের মালদহে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ ঘোষণা
কিশোরগঞ্জের হাওর-অর্থনীতি বেগবান করতে চলছে কয়েকশ কোটি টাকার প্রকল্প
প্লাস্টিক ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত সচিব ফাহমিদা খানম
দেশের ৬৯ কারাগারের ১৯টি ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক
পায়রার রাজস্ব আয় বাড়বে তিনগুণ, দেশের অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা
মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ : রিজভী
কঠিন সময় পার করছে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা
কুড়িগ্রামে সাবেক এমপি পুত্র সবুজ গ্রেফতার
ভারতে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
অমৃতসরে স্বর্ণ মন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদালের ওপর গুলিবর্ষণ