রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে হারিছ চৌধুরীকে
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
বিএনপি’র মরহুম নেতা হারিছ চৌধুরীর দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। পরিবার তার পছন্দসই কবরস্থানে তাকে দাফন করতে পারবেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তাই রাাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নের নির্দেশ দিয়েছে আদালত। সাভারে ‘মাহমুদুর রহমান’ নামে দাফনকৃত ব্যক্তিই হারিছ চৌধুরী-ডিএনএ টেস্ট রিপোর্ট দাখিলের পর বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।
হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিনের পক্ষে ব্যারিস্টার মাহদীন চৌধুরী গতকাল বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তার লাশ তুলে ডিএনএ টেস্ট করা হয়। টেস্টে তার ডিএনএ পরিবারের সঙ্গে মিলেছে। এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে হারিছ চৌধুরীকে দাফন করতে বলা হয়েছে।
ব্যারিস্টার মাহদীন চৌধুরী বলেন, ছদ্মবেশে থাকা সেই ‘মাহমুদুর রহমান’ই হারিছ চৌধুরী। ডিএনএ টেস্টে সেটি প্রমাণিত হয়েছে। কবর থেকে উত্তোলনকৃত হারিছ চৌধুরীর লাশ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। সেখান থেকে সিলেটের কানাইঘাটে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর তার কন্যা ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের তৎকালিন ডিভিশন বেঞ্চ হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে লাশ তুরে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন।
২০২১ সালে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই বছরের ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরীকে ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।
সামিরা তানজিন বলেন, সদ্য বিদায়ী স্বৈরাচার সরকারের গোয়েন্দা বিভাগ একটি নাটক রচনা করে বাবার ইন্তেকালকে প্রশ্নবিদ্ধ করেছে। মিডিয়া একটার পর একটা রিপোর্ট করেছে। হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে নাকি ধোঁয়াশা কাটছে না। এ নিয়ে যেন কখনো প্রশ্ন না ওঠে সেটা ডিটারমিন করার জন্য এ রিট করেছি। আমার বাবার ইন্তেকাল নিয়ে সন্দেহ থাকবে সন্তান হিসেবে এটি খুব মর্মান্তিক, কষ্টদায়ক। এখনো মানুষ জিজ্ঞেস করে সত্যিই কি মারা গেছেন? আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। তাই এটা শেষ করতে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত নিরাশ করেননি।
সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদ্রাসার কবরস্থানে ‘মাহমুদুর রহমান’ নামে কবর দেয়া আবুল হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর তার নামে কেন ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে না এবং তার নামে ইন্টারপোলের রেড নোটিশ কেন প্রত্যাহার করা হবে না, একইসঙ্গে তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ জেলায় বীর মুক্তিযোদ্ধার যথাযথ সম্মান দিয়ে কেন কবরস্থ করা হবে না এই মর্মে রুল জারি করা হয়।
স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু), সিআইডির পরিচালক, ঢাকা জেলার পুলিশ সুপার ও সাভার মডেল থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়।
প্রসঙ্গত: ২০০৭ সালে ভারত সমর্থিত ওয়ান-ইলেভেন সরকার গঠনের পর হারিছ চৌধুরী সস্ত্রীক তার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগরে যান। রাত ১২টার পর তার ব্যক্তিগত সহকারী আতিক মোবাইল ফোনে জানান, ঢাকায় বিএনপি নেতাদের বাসভবনে যৌথ বাহিনীর অভিযান চলছে। কয়েক ঘণ্টা পর যৌথ বাহিনী হারিছের বাড়িতে হানা দেয়। কিন্তু তার আগেই তিনি সটকে পড়েন। কিছুদিন সিলেটে লুকিয়ে থাকার পর ওই বছরের ২৯ জানুয়ারি জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যান। ভারতের আসামের করিমগঞ্জ জেলার বদরপুরে তার নানাবাড়ি। সেখানেই তিনি ওঠেন। পরবর্তীতে প্রচার করা হয় যে, হারিছ চৌধুরী বিদেশ পালিয়ে গেছেন। অনেক সংবাদ মাধ্যম এমন দাবিও করেন যে, তিনি লন্ডনে রয়েছেন। কিন্তু ২০২১ সালে জানাযায়, হারিছ চৌধুরী বাংলাদেশেই ছিলেন। রাজধানীর প্রাণকেন্দ্রে পান্থপথের একটি ফ্ল্যাটে ‘মাহমুদুর রহমান’ নাম ধারণ করে একাই বসবাস করতেন। এ ফ্ল্যাটেই তিনি অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন। আওয়ামীলীগ সরকারের গোয়েন্দা চোখ ফাঁকি দিয়ে কিভাবে হারিছ চৌধুরী ঢাকায় আত্মগোপনে ছিলেন-এ নিয়ে সৃষ্টি হয় চাঞ্চল্য।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত