অবশেষে জামিনে মুক্ত বাবুল আক্তার
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
অবশেষে জামিনে মুক্ত হলেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। পুলিশ পাহারায় বাবুল আক্তার কারাগার থেকে বের হন। একটি প্রাইভেটকারে করে বাবুল আক্তারকে কারাফটক থেকে বের হতে দেখা যায়। তার গাড়ির সামনে একটি পুলিশের গাড়ি তাকে নিরাপত্তা দিয়ে কারাফটক থেকে বের করে।
এর আগে শনিবার হাইকোর্ট বাবুল আক্তারকে জামিন দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মিতুর বাবা মোশাররফ হোসেন আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। গতকাল স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
রোববার সন্ধ্যা ছয়টার দিকে বাবুল আক্তারের জামিন হবে এমন খবর পেয়ে কারাগারের সামনে ভিড় জমিয়েছিলেন তার স্বজনরা। কিন্তু আদালত থেকে জামিনের নথি পৌঁছাতে দেরি হওয়ায় বের হতে পারেননি বাবুল আক্তার। সন্ধ্যা পর্যন্ত কারাফটকের সামনে অপেক্ষা করে শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছিল স্বজনদের। গতকাল দেখা গেছে, বাবুল আক্তারের মুক্তি পাওয়ার খবর পাওয়ার পরপরই কারাফটকের সামনে ও এর আশপাশে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে কারাগারের আশপাশে।
ঘটনাস্থলে থাকা বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী বলেন, স্ত্রী হত্যা মামলায় বাবুল আক্তারকে ষড়যন্ত্রভাবে জড়ানো হয়েছিল। উনাকে এ মামলার আসামি করা অস্বাভাবিক ছিল। মামলাটিও পিবিআইয়ের কাছে যাওয়া একটি রহস্য। মূল আসামিদের আড়ালে রেখে তাকে মামলায় আটক করে রাখা হয়েছিল। অবশেষে তিনি মুক্তি পেয়েছেন।
তিনি আরো বলেন, উচ্চ আদালতের জামিন আদেশ এবং জামিন পরোয়ানা পাঠানোর পরেও তিনদিন ধরে তাকে মুক্তি দেওয়া হয়নি। এ বিষয়ে আমি নিজে আইনি নোটিশ পাঠিয়েছিলাম। পরে ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে পাঠিয়েছি। উনাকে আটক করে রাখার বিষয়টি বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। আদালতের মুক্তি পরোয়ানা পেয়েও কার হুকুমে কারা কর্তৃপক্ষ বন্দি করে রেখেছে তা একমাত্র তারাই জানেন।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় বাবুলের স্ত্রী মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার বাদী ছিলেন স্বামী বাবুল আক্তার। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২১ সালের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। একইদিন বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়।
উল্লেখ্য, মাহমুদা হত্যার ঘটনায় ২০২১ সালের ১২মে বাবুলকে গ্রেফতার করে পিবিআই। মামলায় ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর বাবুলসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। মামলাটি এখন সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত