পায়রার রাজস্ব আয় বাড়বে তিনগুণ, দেশের অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
এ মাসেই শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণের কাজ। এ টার্মিনালের কাজ শেষ হলে সড়কপথে শুরু হবে পণ্য আনা নেয়া কার্যক্রম। বন্দরের রাজস্ব আয় বাড়বে তিনগুন। এটি বন্দরের জন্য একটি মাইলফলক বলে মনে করছেন কর্তৃপক্ষ।
পায়রা বন্দর সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৭ অক্টোবর পায়রা বন্দরের বেশ কয়েকটি প্রকল্পের সঙ্গে প্রথম টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে ৪ হাজার কোটি টাকার এ প্রকল্পের কাজ করছে চায়নার ৩টি ঠিাকাদারী প্রতিষ্ঠান। ইতোমধ্যে শেষ হয়েছে ওয়ার হাউজ, টার্মিনাল ভবন ও বেকআপ ইয়ার্ড নির্মাণের কাজ। ৬৫০ মিটার দৈর্ঘ্যরে এই টার্মিনালের জেটির কাজ ৯৬ ভাগ শেষ। সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসের শেষের দিকে এ টানির্মালের কাজ শেষ হবে। মাল্টিপারপাস এ টার্মিনালের কাজ শেষ হলে বন্দরের নিজস্ব জেটিতে ভিড়বে দেশি-বিদেশি জাহাজ। এসব জাহাজে আসা পণ্য সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে কলাপাড়া পৌর শহরের এলজিইডি সড়ক হয়ে পৌঁছে যাবে দেশের বিভিন্ন স্থানে। তবে ২০২৬ সালে বন্দরের নির্মাণাধীন ৬ লেন সড়ক ও আন্ধারমানিক নদীর উপর সেতু নির্মাণের কাজ শেষ হলে পুর্নোদমে শুরু হবে বন্দরের অপারেশন কার্যক্রম। বর্তমানে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিবছর বন্দরের মাধ্যমে কয়লা আমদানি করছে ৪০ লক্ষ মেট্রিকটন। ১৩২০ মেগাওয়াটের আরো একটি ফেজ চালু করতে যাচ্ছে এ কেন্দ্রটি।
এছাড়া খুব শিগগিরই পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট নামের আরো একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে তারাও শুরু করেছে কয়লা আমদানি কার্যক্রম। এছাড়া প্রথম টার্মিনালের কাজ শেষ হলে কয়লা ছাড়াও বিভিন্ন পণ্য নিয়ে মাদার ভেসেল সরাসরি নোঙ্গর করবে বন্দরের জেটিতে। ইতোমধ্যে বন্দরের জেটিতে কারবাহী জাহাজ ও সারবাহী জাহাজসহ মাদার ভ্যাসেল আনতে বিভিন্ন কোম্পানীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। প্রথম টার্মিনালের জেটিতে সরাসরি জাহাজ পণ্য খালাস কার্যক্রম শুরু হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে তিনগুন। তখন নিজস্ব আয়েই চলবে বন্দর কর্তৃপক্ষ। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে পায়রা বন্দর।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, দিন দিন পায়রা বন্দরের রাজস্ব আয় বাড়ছে। চলতি বছর দেশি-বিদেশি ৯৮২টি মাদার ভেসেল খালাসের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ আয় করেছে ২৩ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার ৯২৯ টাকা। আর শুরু থেকে এ পর্যন্ত ৩২৯৮টি দেশি-বিদেশি মাদার ভেসেল খালাসের মাধ্যমে বন্দর ৩৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ৬৮ টাকা রাজস্ব আয় করেছে। বর্তমানে শুধুমাত্র তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজগুলো বন্দরে ভিড়ছে। এ মাসেই বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ শেষ হবে। আমরা কয়লা ছাড়া বিভিন্ন পণ্যবাহী জাহাজ বন্দরের ভিড়ানোর জন্য বড় বড় কোম্পানীর সঙ্গে যোগাযোগ করছি। সরাসরি প্রথম টার্মিনালে জাহাজ ভিড়লে এবং সড়ক পথে পণ্য আনা নেয়া কার্যক্রম শুরু বন্দরের আয় ৩ গুন বাড়বে বলে আশা করছি।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাল আল মামুন চৌধুরী বলেন, এ মাসেই বন্দরের প্রথম টার্মিনালের কাজ শেষ হবে। এটি বন্দরের জন্য একটি মাইলফল। সরাসরি জেটিতে জাহাজ ভিড়লে দেশের অর্থনীতিতে পায়রা বন্দর বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত