জমিয়াতের বিরুদ্ধে অসংখ্যবার চক্রান্ত করে চক্রান্তকারীরা পরাস্থ হয়েছে -মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
নব্বইয়ের দশক থেকে এপর্যন্ত জমিয়াতুল মোদার্রেছীনের মাঝে ফাঁটল সৃষ্টি ও নেতৃত্ব শূন্য করার জন্য অসংখ্যবার চক্রান্ত করা হয়েছে মন্তব্য করে সংগঠনটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, মরহুম হুজুর মাওলানা এম এ মান্নান (রহ.) ও আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের অদম্য প্রচেষ্টায় চক্রান্তকারীরা পরাস্থ হতে বাধ্য হয়েছে। কারণ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কোন টেবিল সর্বস্ব, ভঙ্গুর নেতৃত্ব সম্পন্ন সংগঠন নয়। এ সংগঠন দেশের হক্কানী পীর-মাশায়েখদের রূহানী তাওয়াজ্জু প্রাপ্ত সংগঠন। দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজের পাশাপাশি ভিভিন্ন সামাজিক কাজে আত্মনিয়োগ করাই আমাদের লক্ষ্য। গতকাল বুধবার ফেনী সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত সংবর্ধনা ও শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী।
জমিয়াত মহাসচিব বলেন, ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়ে বহু চরাই-উৎরাই পেরিয়ে জমিয়াতুল মোদার্রেছীন আজ এ পর্যায়ে উপনীত হয়েছে। এ সংগঠন দেশের হক্কানী পীর-মাশায়েখ, বিজ্ঞ- প্রাজ্ঞ আলেম ওলামাদের হাতে গড়া সংগঠন। বিশেষ করে মরহুম মগফুর মাওলানা এম এ মান্নান রহমাতুল্লাহী আলাইহির চৌকষ নেতৃত্ব এবং পরবর্তীতে তাঁরই সুযোগ্য সন্তান আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক রূপ পূর্ণতা পেয়েছে।
তিনি বলেন, জমিয়াতুল মোদার্রেছীন ও দৈনিক ইনকিলাব একই সূতায় গাঁথা বিধায় এ সংগঠনকে নিষ্ক্রিয় করণের লক্ষ্যে ইনকিলাবের উপর অনেক বিধিনিষেধ, মামলা-মোকাদ্দামা দেয়া হয়েছিল। এমনকি দেশ-জনগণের পক্ষে ন্যায়সঙ্গত লেখনীর জন্য এমন একটি জাতীয় দৈনিক বন্ধ করে রাখতে বাধ্য করেছিল তৎকালীন রাষ্ট্র প্রধান। জমিয়াত সভাপতির আপোষহীন উদ্বৃতি, ন্যায়-নিষ্ঠা সম্পন্ন স্টেটমেন্টের জন্য ব্যক্তিগতভাবে তাঁকে মামলা ও হয়রানীর মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টায় কমতি ছিল না কখনই। তদুপরি আমরা দেশের শিক্ষাক-কর্মচারীদের ভগ্য উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
শাব্বীর আহমদ মোমতাজী বলেন, দল-মত, ধর্ম-গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে। আমাদের সন্তানেরা ও সর্বসাধারণ মিলে নতুন আঙ্গিকে দেশ গড়ার যে সুযোগ করে দিয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে নিজ নিজ অঙ্গনে সচেতনা বৃদ্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বাধীন বাংলাদেশ যাতে পূনরায় দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখবেন শিকল স্বর্ণ দ্বারা মুড়িয়ে রাখলেও শিকলই।
তিনি বলেন, শুধু শিক্ষক-কর্মচারীদের ভাগ্য উন্নয়ন, শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করেই জমিয়াতুল মোদার্রেছীন ক্ষান্ত নয়। বরং দেশের বিভিন্ন সংকট ও ক্রান্তিলগ্নে আমাদের নেতৃবৃন্দ যথাসাধ্য ভূমিকা রেখে থাকেন। জমিয়াতুল মোদার্রেছীন সম্বন্ধে না জেনে কোন মন্তব্য না করার অনুরোধ জানান তিনি।
প্রবীন শিক্ষক নেতা অধ্যক্ষ মাওলানা কাজী ইয়াকুব ফারুকীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা ও শিক্ষক সম্মেলনে আরো বক্তব্য রাখেন, যুগ্ম মাহসচিব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ এজহারুল হক, সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নূরুল আফসার ফারুকী, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খন্দকার মশিউর রহমান, সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা মোস্তফা, অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুল্লাহ, অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, অধ্যক্ষ মাওলানা মেছবাহ উদ্দীন প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত