ঢাকা   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১

দুই শিশুসহ সড়কে ঝরল ৯ প্রাণ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম

চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ নিহত হয়েছে। এরমধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দুই শিশুসহ ৫ জন, ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ ২ জন ও চট্টগ্রাম এবং বগুড়ায় একজন করে নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদন-
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটেছে। নিহতেরা হলেন- বোরহান উদ্দিন (২২), মোহাম্মদ আলী (৩০), মায়ানুর আক্তার (৩৫) এবং ১১ ও ৪ বছর বয়সের অজ্ঞাত দুই শিশু।

পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনেরা জানায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর উপজেলার মলয় বাজারের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে ট্রাক্টরটি ঢাকা-কচুয়া সড়কের দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় পৌঁছলে নোয়াখালী থেকে ঢাকাগামী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি মহাসড়কের পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে ট্রাক্টর আরোহী দিনমজুর বোরহান মিয়া (২২) ও অজ্ঞাত দিনমজুর (৩০) ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরের চালক সুলতান আহমেদ এবং দুই দিনমজুর গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিহত দিনমজুর বোরহান উদ্দিন দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও মোহাম্মদ আলী জামালপুর সদরের সৈয়দ আলীর ছেলে।
দাউদকান্দি মডেল থানার এসআই হেলাল উদ্দিন বলেন, নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ট্রাক্টরটি তোলার চেষ্টা চলছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দিনমজুর বোরহান উদ্দিনকে হারিয়ে পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে। বোরহান উদ্দিনের স্ত্রী তানজিনা আক্তার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিলাপ করতে করতে বলেন, আড়াই বছর আগে তাদের বিয়ে হয়। ছয় মাসের একটি মেয়ে আছে। এখন তাদের কী হবে?

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুরে সকাল সাড়ে ১০টায় চান্দিনার নবাবপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী স্থানীয় বাসরা গ্রামের গৃহবধূ মায়ানুর আক্তার (৩৫) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই শিশুর মৃত্যু হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল নাঈমা বলেন, আহত যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউসিক আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শাজাহানপুরের সাজাপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক মোহাম্মদ আল-আমিন জানান, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের রাত্রিকালীন ডিউটি টিম দেখতে পায় একটি লাশ রাস্তার পিচের সঙ্গে পিষ্ট হয়ে রয়েছে। পরে টহল টিম লাশের মাংসপিণ্ডগুলো একত্রিত করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

বিবরণ দিয়ে পুলিশ আরো জানায়, লাশের এমন অবস্থা যে, শনাক্ত করার কোনো উপায় নেই। লাশের সুরতহাল শেষে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) নামে এক পথচারী ও মোটরসাইকেল চালকসহ দুই জন নিহত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে ও মোটরসাইকেল চালক আল আমিন তাহেনী (৩৮) মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের চালক রাস্তার পাশে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রহণ করা হবে।
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, রাউজানে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের বেরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্ক দেয় একটি ট্রাক। এতে সিএনজি চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অটোরিকশা চালক মো. আবদুল কাদের (৩১) চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। এতেই দুর্ঘটনার শিকার হন তিনি। এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. তছলিম উদ্দিন বলেন, ট্রাকের ধাক্কায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এসবির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে গোলাম রসুলকে

এসবির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে গোলাম রসুলকে

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার

বাংলাদেশের সীমান্তে ১৬০টি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

বাংলাদেশের সীমান্তে ১৬০টি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

মোক্ষম চাল রাশিয়ার

মোক্ষম চাল রাশিয়ার

লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !

লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার

খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন

যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন

`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'

`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'

মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে

মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে

সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে

সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে

এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

হতাহত ৩০

হতাহত ৩০

৩শ’ সৈন্য নিহত

৩শ’ সৈন্য নিহত

৫ মাওবাদী হত্যা

৫ মাওবাদী হত্যা

দাবানলে চুরি

দাবানলে চুরি

চেক প্রজাতন্ত্রে নিহত ৬

চেক প্রজাতন্ত্রে নিহত ৬