সার্ক পুনরুজ্জীবিত করতে প্রধান উপদেষ্টার মনোভাব অত্যন্ত ইতিবাচক : পররাষ্ট্র উপদেষ্টা
০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে অত্যন্ত ইতিবাচক এবং তিনি চান এর কার্যক্রম স্বাভাবিক হোক।
রোববার জাতীয় প্রেসক্লাবে ‘৪০তম সার্ক চার্টার দিবস’ উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত ‘দ্য সার্ক-পিপল অব সাউথ এশিয়া ক্রেভ ফর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘প্রধান উপদেষ্টা চান, আবার আঞ্চলিকভাবে আমরা একটি স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। বহুবছর ধরে সার্কের কোন সামিট হয়নি। এই অবস্থা থেকে উত্তরন করতে হলে স্ট্যান্ডিং কমিটির পর্যায়ের মিটিং থেকে শুরু করে ধাপে ধাপে চার পর্যায়ে আমরা মিটিং করব এবং শেষ পর্যন্ত সামিটের সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা তৈরি হতে পারব’।
এসময় তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়া একসময় ছিল একমাত্র অঞ্চল যার কোন আঞ্চলিক সহযোগিতা জোট ছিল না। ভারত-পাকিস্তান বৈরীতার জন্য কেউ কখনো এসব ভাবতে বা এ বিষয়ে কাজ করতে উৎসাহিত হয়নি। কিন্তু শেষ পর্যন্ত একজন বাংলাদেশী, জিয়াউর রহমান এ বিষয়ে চিন্তা করেছিলেন যে এরকম একটা জোট করা সম্ভব’।
তিনি বলেন, ‘সামিটে সকল আঞ্চলিক সমস্যার সমাধান হয় তা কিন্ত নয়। তবে এর একটি বিরাট সুবিধা হচ্ছে সামিট চলাকালীন সরকার বা রাষ্ট্রপ্রধানরা একত্রিত হন এবং সাইডলাইনে প্রচুর বৈঠক হয়। নিজস্ব বিষয়ের বাইরে তাদের পারস্পরিক মেলামেশা হয়। এতে একটি বন্ধুত্বপূর্ণ আবহাওয়া সৃষ্টি ও একটি পারস্পরিক মিথস্ক্রিয়া হয় যা নিজেদের সমস্যাগুলোর সমাধান বা অন্তত স্তিমিত করার সুযোগ সৃষ্টি করে, যেটা থেকে আমরা অনেকদিন ধরে বঞ্চিত হয়েছি’।
তিনি বলেন,আমরা যদি পারস্পরিক সহায়তা বজায় রাখি ও সঠিক পদক্ষেপ নেই তাহলে দারিদ্র ও অন্যান্য সকল সমস্যার সমাধান আমরা করতে পারবো, যেটি প্রফেসর ইউনূসের 'থ্রি- জিরো' তত্ত্বের সাথেও সামঞ্জস্যপূর্ণ। ভারত বাংলাদেশের বর্তমান আভ্যন্তরীণ পরিস্থিতির ব্যাপারে তিনি বলেন, কোনো সমস্যা সমাধান করতে হলে সেটা আগে স্বীকার করতে হবে যে, সমস্যাটি বিদ্যমান বা অস্তিত্বে আছে। আমাদের স্বীকার করতে হবে যে, ৫ আগস্টের আগে ও পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে একটা গুণগত পরিবর্তন হয়েছে এবং এই বিষয়টি মেনে নিয়েই আমাদেরকে নিজেদের সম্পর্ককে এগিয়ে নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, ‘মনে রাখতে হবে, রাষ্ট্রের সরকার প্রধানরা যেহেতু মানুষ সেহেতু তারা স্থায়ী নন, কিন্তু দেশ এবং দেশের স্বার্থ স্থায়ী। তাই সার্কের অন্তর্ভুক্ত সকল দেশ এবং তার জনগণের স্বার্থকে রক্ষা করতে সার্ককে পুনরুজ্জীবিত করা প্রয়োজন। সীমাবদ্ধতা কিছু তো আছেই, তবে এর মধ্যেই অগ্রগতি করা সম্ভব’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি নাসির আল মামুন। সঞ্চালনা করেন সেমিনার অর্গানাইজিং কমিটির কনভেনার রফিকুল ইসলাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আবদুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, স্ট্রাটেজিক এক্সপার্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তাফা কামাল মজুমদার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
কিশোরগঞ্জ হাওর অঞ্চলে সারের বাফার গুদাম করা প্রয়োজন মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
তাইম ও হৃদয় হত্যাকাণ্ডে দুই পুলিশ সদস্যকে ২০ জানুয়ারি ট্রাইবুনালে হাজিরের নির্দেশ