চট্টগ্রাম আদালতে সহিংসতার প্রতিটি মামলায় চিন্ময়কে গ্রেফতার এবং উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবি আইনজীবী সমিতির

চিন্ময়ের উস্কানিতেই আলিফ হত্যা

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম

রাষ্ট্রদ্রোহ মামলার আসামি বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের সরাসরি উসকানিতেই সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আবারো অভিযোগ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিরি নেতারা। গতকাল সোমবার বিকেলে কোর্ট হিলে সমিতির মিলনায়তনে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বিগত ২৬ নভেম্বর আদালত এলাকায় সংগঠিত নারকীয় হত্যাকাণ্ডসহ প্রতিটি সংহিসতার ঘটনায় চিন্ময়কে গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলিফের খুনিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান।

আইনজীবী আলিফ হত্যা, পবিত্র মসজিদ, আদালত ও আইনজীবীদের চেম্বার, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উগ্রবাদি ইসকনের সন্ত্রাসীরা জড়িত উল্লেখ করে ইসকন নিষিদ্ধেরও দাবি জানান তারা। আদালত এলাকায় ইসকনের ভয়াবহ হত্যা ও সহিংসার ঘটনা আদালত অঙ্গণের ১৩১ বছরের ইতিহাসে নজিরবিহীন উল্লেখ করে সমিতির নেতারা তাদের সহকর্মী আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচারসহ ১১ দাবি তুলে ধরেন।

ওইদিন চট্টগ্রাম আদালত এলাকায় নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির নীল-নকশার অংশ হিসেবে এই ঘটনা ঘটানো হয়েছে অভিযোগ করে তারা বলেন, ওই গোষ্ঠি আমাদের ঐক্য বিনষ্টের চক্রান্ত করেছে। তবে সচেতন আইনজীবীসহ দেশবাসী তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। বিগত দেড় দশকের বেশি সময় ভারতের প্রত্যক্ষ মদদে দেশে ফ্যাসিবাদি শাসন কায়েম ছিল উল্লেখ করে তারা বলেন, রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে ভারতীয় দোসর ফ্যাসিবাদের পতন হজম করতে পারেনি আধিপত্যবাদি ভারত। আর তাই তারা চট্টগ্রামের ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পিপি মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ২৬ নভেম্বর রাষ্ট্র দ্রোহিতার মামলায় ইসকনের চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করার সাথে সাথে তার অনুসারি উগ্রবাদি ইসকন সদস্যরা আদালত এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে।

তাকে কারাগারে নেয়ার জন্য প্রিজনভ্যানে তোলা হলে ইসকনের সন্ত্রাসীরা প্রিজনভ্যান ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। তাদের কেউ কেউ প্রিজনভ্যানের ওপর দাঁড়িয়ে আদালতের বিরুদ্ধে সেøাগান দেন। তারা সেখানে রীতিমত উল্লাস প্রকাশ করেন। শুধু তাই নয় ওই রাষ্ট্রদ্রোহ মামলার আসামি পুলিশের হ্যান্ডমাইকে প্রিজনভ্যান থেকে তার উগ্র সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তার উসকানিতেই ইসকনের সদস্যরা সেখানে হত্যাসহ তাণ্ডব চালিয়েছে। এই কারণে আলিফ হত্যাসহ প্রতিটি সহিংসতার ঘটনায় চিন্ময়কে আসামি করে গ্রেফতার দেখাতে হবে।

ওই সময় পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলেন তিনি। তিনি বলেন, কেন সেই দিন পুলিশ আদালত এলাকা থেকে হঠ্যাৎ সরে গেল, কার নির্দেশে উগ্রবাদিদের টানা চার ঘণ্টা সহিংসতার সুযোগ করে দিয়েছিল-তার সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। এই ঘটনায় কোতোয়ালী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে, আরো যারা ওই দিন সেখানে দায়িত্বে ছিলেন এবং যাদের নিস্ক্রিয়তায় ঘটনা ঘটেছে তাদেরও শাস্তি দিতে হবে।
ইসকন এদেশে দাঙ্গা সৃষ্টির চক্রান্তে লিপ্ত অভিযোগ করে তিনি বলেন, দেশবাসীর দাবি মেনে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের পক্ষে কোন আইনজীবীকে আদালতে দাঁড়াতে দেওয়া হয়নি-ভারতীয় মিডিয়ায় এমন অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, এমন কোন ঘটনা চট্টগ্রামের আদালতে ঘটেনি। বরং প্রকৃত সত্য হলো- তার জামিনের জন্য মহানগর দায়রা জজ আদালতে যে মিস মামলা করা হয়েছে সেখানে তার কোন আইনজীবী ওই দিন উপস্থিত ছিলেন না। এমন ঘটনা ঘটলে আদালত সাধারণত ওই দিন মিস মামলাটি শুধুমাত্র নথিভূক্ত করেন, কিন্তু তার ক্ষেত্রে আদালত পরবর্তি শুনানির দিনও ধার্য্য করেছেন।

আলিফ হত্যা মামলায় জেলা আইনজীবী সমিতির কোন সদস্য আসামিদের পক্ষে দাঁড়াবেন না সমিতির পক্ষ থেকে এমন নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে অন্যকোন মামলায় আইনজীবীদের আসামিদের পক্ষে দাঁড়াতে কোন বাধা নেই। এমনকি আলিফ হত্যা মামলায় অন্য এলাকা থেকে আইনজীবী নিয়োগেও কোন বাধা দেওয়া হবে না।

রিগ্যান আচার্য ও শুভাশিষ শর্মা নামে দুই আইনজীবী সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন- ভারতীয় মিডিয়ায় এমন খবর পুরোপুরি ভুয়া উল্লেখ করে নাজিম উদ্দিন বলেন, আমাদের সমিতির ওই দুইজন সদস্য হাসপাতালে ভর্তিতে দূরের কথা আহতও হননি। ফ্যাসিবাদের পতন হজম করতে না পেরেই ভারত এমন প্রচারে লিপ্ত হয়েছে। তিনি দেশবাসীকে ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজ্জাক আইনজীবী আলিফ হত্যার বর্ণনা দিয়ে বলেন, তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার পরও খুনিরা লাশের উপর আঘাতের পর আঘাত করেছে। তিনি হত্যাকারীদের গ্রেফতার, মামলার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে খুনিদের বিচার নিশ্চিত করার দাবি জানান। জেলা আইনজীবী সমিতি শহীদ আলিফের পরিবারের পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন, তার শাহাদাতের ঘটনায় সমিতির সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সরকারিভাবে তার পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদানেরও দাবি জানান তিনি। সংবাদিক সম্মেলনে সমিতির নেতা এবং সিনিয়র আইজনীবীরা উপস্থিত ছিলেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক

মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক

লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা

'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা  জানালেন ইলন মাস্ক

'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক

কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু

কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু