সিন্ডিকেটের কবলে সিলেট সওজ বিভাগ
১১ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে সুরমা নদীর উপর নির্মিত এমএ মাহবুব আলী খান সেতুর টেন্ডার নিয়ে তুগলকি কাণ্ড ঘটেছে। বিপুল পরিমান রাজস্ব আয়ের সেতুটি অনলাইনে টেন্ডারের কথা থাকলেও অতিকৌশলে একটি প্রিন্ট পত্রিকায় টেন্ডার আহ্বান করে সড়ক ও জনপদ বিভাগ সিলেটের কর্মকর্তা কর্মচারির পছন্দনীয় একটি প্রতিষ্ঠানকে লিজ প্রদানে টেন্ডার অনুমোদনের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে প্রস্তাব অনুমোদনের জন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ঢাকায় প্রেরণ করা হয়েছে। কমমূল্যে ইজারা দিয়ে পূর্বের ইজারা মূল্য ভাগ বাটোয়ারা করে নেয়া হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন সূত্রের অভিযোগ, অনেক বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান এ সেতুর ইজারায় অংশ নেয়ার প্রস্তুতি গ্রহণ করলেও সিলেট সড়ক ও জনপদ বিভাগের গোপনীয়তার কারণে অংশগ্রহণ করতে পারেনি। ফলে প্রতিযোগীতাহীনভাবে পূর্বের টেন্ডারের মূল্যের চেয়ে প্রায় ৯ কোটি টাকা কমে ইজারা দেয়ার চেষ্টা করা হচ্ছে।
সূত্র মতে, ১৯৯০ সালের ৩ আগস্ট থেকে এ সেতুর টোল আদায় শুরু হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেতুটির টেন্ডার নিয়ে একটি শক্তিশালি সিন্ডিকেট গড়ে উঠে। সংশ্লিষ্ট বিভাগের বড় কর্মকর্তাদের আশ্রয়ে এ সিন্ডিকেট গড়ে ওঠে। সর্বশেষ ২০২১ সালে ৩ বছরের জন্য ১৮ কোটি ৭২ লাখ টাকায় সেতুটি ইজারা দেয়া হয়েছিল। চলতি বছরের ৩০ জুন ইজারার মেয়াদ শেষ হয়। ফলে সড়ক ও জনপদ বিভাগ সেতুটি পুনরায় ইজারা দেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। শেখ হাসিনা সরকার পতনের পরই গত ২ সেপ্টেম্বর ইজারা আহ্বান করলে মাত্র ৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অতি কৌশলে ৪টি প্রতিষ্ঠানের সমোঝতায় পূর্বেকার ইজারার অর্ধেক মূল্যে টেন্ডার দেয় এবং তা অনুমোদনের জন্য বিভিন্ন কৌশল করা হয়। কিন্তু টেন্ডারে অংশগ্রহণ করতে পারেনি এমন ঠিকাদারি প্রতিষ্ঠানের তৎপরতায় গত ১২ নভেম্বর পুনরায় কোটেশন আহ্বান করে সিলেট সড়ক বিভাগ। তাতেও সিন্ডিকেটদের সুবিধাবাদি চক্র নানা রকম চাপ সৃষ্টি ও হুমকি-ধামকি দিয়ে অন্যান্য দরপত্র ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সরিয়ে দেয়। কোনো ভাবেই ৩০টি দরপত্র ক্রয়কারী প্রতিষ্ঠান টেন্ডার জমা দিতে পারেনি। টেন্ডার জমাদানকারী দুইটি প্রতিষ্ঠান হচ্ছে, মাহি এন্টারপ্রাইজ ও হক এন্টারপ্রাইজ। এরমধ্যে মাহি এন্টারপ্রাইজ টেক্স ভ্যাট ছাড়া ১০ কোটি ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা ও হক এন্টারপ্রাইজ ১০ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৫৫০ টাকা মূল্যে টেন্ডার জমা দেয়। সর্বোচ্ছ দরপত্রদাতা প্রতিষ্ঠান মাহি এন্টারপ্রাইজ নিয়মানুসারে ইজারা পাওয়ার কথা। এভাবে গুরুত্বপূর্ণ এই ব্রিজের কম মূল্যে ইজারা প্রদান করা হলে সরকারের প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে এই ব্রিজে প্রতি মিনিটে অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে। আসা-যাওয়ায় প্রতিটি লরি ২৫০ টাকা, ট্রাক ৭৫ টাকা, ঢাকাগামি বাস ৭০ টাকা, লোকাল বাস ৫০ টাকা, পিকআপ ৮০ টাকা, নোয়া-লাইটেস ৮০ টাকা, কার ৪০ টাকা, সিএনজি ২০ টাকা টোল আদায় করা হয়। সেই হিসেবে বর্তমানে সেতুটি ২০ কোটি টাকার উপরে লিজ প্রদান করা হলেও লোকসানের কোনো সম্ভাবনা নেই। স্থানীয় জনসাধারণের অভিযোগ, সেতু নির্মাণের খরচের টাকার চেয়ে বেশি টাকা ইতিমধ্যে ইজারা দিয়ে আদায় করা হয়েছে। সুতরাং সেতুটি আর ইজারা না দেয়ার দাবিও করেছেন এলাকাবসি।
সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেনকে আগের চেয়ে কম মূল্যে টেন্ডার কেনো অনুমোদন করা হল এমন প্রশ্নের জবাবে তিনি ইনকিলাবকে জানান, একাধিকবার দরপত্র আহ্বান করা হলেও টেন্ডারে কেউ অংশগ্রহণ করছেন না। অনেকেই আবার টোল বাতিলের জন্য নানাভাবে হামলা করছে। কোন পত্রিকায়, কত তারিখে টেন্ডার আহ্বান করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তা আমার জানা নেই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে ২ লাখ ৫০ হাজার পাউন্ড অনুদান দিয়েছেন সালমানপুত্র শায়ান
লন্ডনে গেলে টিউলিপের বন্ধুর বাসায় বিনাভাড়ায় থাকতেন হাসিনা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪, ছড়িয়ে পড়ছে আরও নতুন এলাকায়
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি
হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত