দেশের ১১৫৬ নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ, প্রকল্পে অনিয়মের অভিযোগ
১১ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
দেশে বর্তমানে ১ হাজার ১৫৬টি নদ-নদী আছে বলে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও নৌ পরিবহন মন্ত্রণালয়। এ প্রকল্পের নামে কোটি কোটি টাকা অনিয়ম ও দুনীতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ প্রকল্পের কত টাকা ব্যয় করা হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। গতকাল মঙ্গলবার রাজধানীর পানি ভবনে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশের নদ-নদী সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে এ তালিকা প্রকাশ করা হয়।পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) ড.এম সাখাওয়াত হোসেন,পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাপাউবোর মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে পানি সম্পদ সচিব নাজমুল আহসান বলেন, দেশে বর্তমানে ১ হাজার ১৫৬টি নদ-নদীর সংখ্যা পাওয়া গেছে। এটিকে খসড়া তালিকা হিসেবে ধরে আগামীতে বাদ পড়া নদীগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। এক বিভাগে বয়ে যাওয়া নদীর সংখ্যা হচ্ছে-১ হাজার ১২৩ টি, দুই বিভাগে ২৭টি, ৩ বিভাগে ৪ টি এবং ৪ বিভাগে ২ টি করে মোট ১১৫৬টি প্রবাহিত নদ-নদীর সংখ্যা পাওয়া গেছে।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, খাল ও নদীর সংঙ্গা নিরুপণ করতে হবে। ইতিপূর্বে বরিশালে উন্নয়নের নামে খালগুলো ভরাট করা হয়েছে। তা ছাড়া দেশে অসম্ভবভাবে নদীদূষণ হয়েছে। এই দূষণ যে শুধু ব্যবসায়ীরা করছে তা নয়, নদীর ভেতরে অনেক ড্রেজার ও ছোট ছোট জাহাজ ডুবে আছে। অনেক স্থানে মুক্তিযুদ্ধের সময়কার জাহাজ ডুবে আছে তা উত্তোলন করা হচ্ছে না। ফলে নদী ভরাট হচ্ছে। বুড়িগঙ্গা নদীর অবস্থা সম্পর্কে তিনি বলেন, দূষণের কারণে বুড়িগঙ্গা নদীর অবস্থা এ পর্যায়ে দাঁড়িয়ে যে, নদূর কাছে গেলে আতর ছিটিয়ে যেতে হবে। সেখানে সাকার ছাড়া কোন মাছ নেই। তা ছাড়া নারায়ণঞ্জ থেকে মেঘনা পর্যন্ত নদী ভরাট হয়ে গেছে। তিনি বলেন, যত ধরনের ময়লা আছে সব নদীর ধারে রাখা হচ্ছে।বর্তমানে ৩ হাজার ৬০০ কিলোমিটার নদীপথ রয়েছে। অথচ এটি ছিল ১৪-১৫ হাজার কিলোমিটার। বালি উত্তোলনের কারণে এক জায়গায় খনন হচ্ছে অপর স্থানে নদী ভরাট হচ্ছে। শুধু সংখ্যা নয় নদীকে বাঁচাতে হলে নাব্যতা বাড়াতে হবে। দূষণ বন্ধ করতে হবে। ইটিপি ব্যবহার না করে যেসব কারখানার নদীর মধ্যে বর্জ্য ফেলছে, তাদের ড্রেনগুলো পাকা করে বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, নদী উদ্ধার করার এখনই সময়। অবৈধ বালু মহলগুলো বন্ধ করে দিতে হবে। শুধু সংখ্যা দিয়ে বিবেচনা না করে নদীগুলো কি অবস্থায় আছে সেটি বিবেচনা করতে হবে।
সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, আমরা দেখেছি একেক মন্ত্রণালয় ভিন্ন ভিন্ন তথ্য দেয়, আমরা চাই সব মন্ত্রণালয়ের সমন্বিত তথ্য এক হবে। দেশে নদ-নদীর সংখ্যা কত তার তালিকা সঠিকভাবে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, হাওর ও বিলের তালিকা তৈরি করা হয়েছে। সব খালের তালিকা ৩ মাসের মধ্যে করতে হবে। নদী দখল ও দূষণ মুক্ত করা সম্পর্কে তিনি বলেন, প্রত্যেক জেলায় একটি করে নদীকে দখল ও দূষণ মুক্ত করা হবে। আমরা দেখেছি নদীদূষণমুক্ত করা এতো সহজ না, তারপর সকলের সহযোগিতায় সম্ভব। ঢাকার বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যাকে দূষণমুক্ত করা হবে। ঢাকার সব খাল উদ্ধার করা সম্ভব নয়। মোট ২১টি খালকে দখল ও দূষণমুক্ত করা হবে। আগামী পহেলা বৈশাখের দিন নদ-নদীর এই তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই খসড়া তালিকা প্রস্তুতের সঙ্গে নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় জড়িত রয়েছে। আমরা এখানে ভূমি মন্ত্রণালয়কেও যুক্ত করবো। আমরা তিনটি মন্ত্রণালয় মিলে একসঙ্গে বাংলা নববর্ষের প্রথম দিনে এই তালিকাটা চূড়ান্ত করে ওয়েবসাইটে দিয়ে দিতে চাই। যে নদীগুলোর নাম তালিকা থেকে বাদ পড়েছে, সেগুলোর যদি রেকর্ড থাকে তাহলে ডিসিদের বলবো, সেটি যাচাই করে আমাদের পাঠিয়ে দিতে। নদীর সংখ্যাটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। তিনি বলেন, পহেলা বৈশাখের মধ্যে নদীর সংখ্যার চূড়ান্ত তালিকা দিয়েই আমরা থেমে থাকবো না। এরপর পর্যায়ক্রমে নদীর দৈর্ঘ্য, প্রস্থ, অবস্থাসহ অন্যান্য তথ্য সেই তালিকায় যুক্ত করা হবে। তালিকায় নদীর অফিশিয়াল নামের পাশাপাশি স্থানীয় নামও থাকবে। মৃত নদী বলে কিছু নেই। প্রবাহহীন নদী বলা যায়, কিন্তু মৃত নদী বলার সুযোগ নেই। মৃত নদী বলেই ডিসিদের কেউ কেউ নদীকে লিজ দিয়ে ফেলেন। প্রবাহহীন নদীর প্রবাহ ফিরিয়ে আনার সুযোগ থাকে। কিন্তু মৃত ঘোষণা করলে নদীর জমি নিয়ে দ্বন্দ তৈরি হয়। এটা আমরা হতে দিবো না। তিনি বলেন, আমরা হাওর ও বিলের তালিকা চূড়ান্ত করে ফেলেছি। এরপরে আমরা খালের তালিকা চূড়ান্ত করবো। আজকে থেকে তিন মাসের মধ্যে ডিসিরা এই তালিকা করবেন। নাজমুল আহসান বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহযোগীতায় বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর এই খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এটি জমির সিএস এবং আরএস এর মাধ্যমে হয়েছে। এই তালিকায় ৩৬৫টি এমন নদীর নাম যুক্ত করা হয়েছে, যেটা ২০১১ সালে বাপাউবো কর্তৃক প্রকাশিত ৪০৫টি নদী ও ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রস্তুতকৃত ১০০৮টি নদীর তালিকায় ছিল না। ২০১১ সালে বাপাউবো কর্তৃক প্রকাশিত ৪০৫টি নদীর তালিকায় থাকা ১৮টি নদী এবং ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রস্তুতকৃত ১০০৮টি নদীর তালিকায় থাকা ২২৪টি নদীর নাম নাম পানি সম্পদ মন্ত্রণালয়ের তালিকায় রাখা হয়নি। এই বিষয়ে আরো অধিকতর যাচাই-বাছাই করা হবে। এদিকে দেশের ১১৫৬ নদ-নদীর খসড়া তালিকা তৈরি করার নামে প্রকেল্প কোটি কোটি টাকার অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এ বিষয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক ড. রবিন ইনলিকবে বলেন প্রকল্পের বরাদ্দ বেশি না। তালিকা প্রস্তুত করতে যে টাকা বরাদ্দ পাওয়া গেছে এতে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। যারা অভিযোগ তুলেছেন তা সঠিক নয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে ২ লাখ ৫০ হাজার পাউন্ড অনুদান দিয়েছেন সালমানপুত্র শায়ান
লন্ডনে গেলে টিউলিপের বন্ধুর বাসায় বিনাভাড়ায় থাকতেন হাসিনা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪, ছড়িয়ে পড়ছে আরও নতুন এলাকায়
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি
হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,