আলিফ হত্যার দায় স্বীকার চন্দন দাসের
১১ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তার জবানবন্দি গ্রহণ করেন।
জানা গেছে, আলিফকে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন চন্দন দাস। সেইসঙ্গে এই ঘটনায় জড়িত আরো কয়েকজনের নাম প্রকাশ করেছেন। লম্বা একটি কিরিচ হাতে চন্দন দাস আলিফকে রাস্তায় ফেলে কোপান। পুলিশ জানিয়েছে কার নির্দেশে এই হত্যাকাণ্ড সে বিষয়েও তথ্য দিয়েছেন স্বঘোষিত এই খুনি। জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে চন্দন দাসকে।
গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে চন্দন দাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চন্দন দাস বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। গত ২৯ নভেম্বর আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অন্তত ১৫ জনকে আসামি করে মামলা হয়। মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দীন। গত ২ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত ৯ আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছিলেন।
মামলার আসামিরা হলেন- কোতোয়ালি থানা এলাকার বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য্য। গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
এদিকে ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার মামলার আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আসামিরা হলেন- সুমন দাস, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাশ, সৌরভ দাশ, সাকিবুল আলম, আহমদ হোসেন ও মো. রাকিব।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান বলেন, আদালত প্রাঙ্গনসহ আশপাশের এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মোট তিনটি মামলা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় গ্রেফতার আটজনের সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। আদালত পাঁচ দিন মঞ্জুর করেছেন।
আলিফ হত্যা রিমান্ডে চার জন : আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। চার আসামি হলেন- রিপন দাশ, আমান দাশ, বিশাল দাশ ও রাজীব ভট্টাচার্য।
এপিপি রিয়াদ উদ্দীন বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রিপন দাশ, রাজীব ভট্টাচার্য, আমান দাশ ও বিশাল দাশের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে রিপন দাশের ৫ দিন ও রাজিব ভট্টাচার্য, আমান দাশ, বিশাল দাশের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, রাজীব ভট্টাচার্য, আমান দাশ ও বিশাল দাশ আলিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আর রিপন দাশের ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল। আদালতে পুনরায় রিমান্ড আবেদন করা হয়েছিল। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে ২ লাখ ৫০ হাজার পাউন্ড অনুদান দিয়েছেন সালমানপুত্র শায়ান
লন্ডনে গেলে টিউলিপের বন্ধুর বাসায় বিনাভাড়ায় থাকতেন হাসিনা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪, ছড়িয়ে পড়ছে আরও নতুন এলাকায়
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি
হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,