শিশুসহ সড়কে ঝরল ৭ প্রাণ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

সাত জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও আরো ২৯ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে রাজশাহী, নারায়ণগঞ্জ, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে এক জন করে নিহত হয়। এছাড়া হবিগঞ্জে ঘন কুয়াশায় ৪টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন আহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদনÑ
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজশাহীর পদ্মা আবাসিকের ১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহিদুল ইসলাম অভ্র (২২) রাজশাহী নগরির শিরোইল কলোনি এলাকার মো. কালামের ছেলে। সে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, পাথরবোঝাই একটি ট্রাক মোজাহিদুলের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মোজাহিদুলের মৃত্যু হয়। তিনি জানান, স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া দিয়েছিলেন। মেহেরচন্ডি এলাকার ফ্লাইওভারের কাছে চালক ট্রাক ফেলে পালিয়ে যান। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, ফতুল্লায় ট্রাক চাপায় ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় ওই ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ধাওয়া করে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে। নিহত শিশুর নাম মিম (৭)। সে সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মতি মিয়ার মেয়ে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করেছি। পাশাপাশি এলাকাবাসীর মাধ্যমে চালককে আটক করে ট্রাক জব্দ করা হয়েছে তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি। নিহতের পরিবার গরীব হওয়ায় এলাকার মুরুব্বীরা মিলে অর্থের বিনিময়ে মিমাংসা করেন। তাই অভিযোগ না নিয়েই তাদের ছেড়ে দেয়া হয়েছে।
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। গতকাল কিশোরগঞ্জ-চামটা সড়কের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম (৩৫) তাড়াইল উপজেলার ভাদেরা গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের বাসা থেকে ৪ বছর বয়সী মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে করিমগঞ্জের বালিখলা যাচ্ছিলেন। নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে গেলে একটি ঘাতক ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান স্ত্রী মাকসুদা। এ সময় ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
করিমগঞ্জ থানার ওসি মো. শাহাব উদ্দিন জানান, অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাকসুদা নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা তার স্বামী ও কন্যা সুস্থ রয়েছেন। ময়নাতদন্ত না করার জন্য নিহতের স্বামী আবেদন করায় পরিবাবের কাছে লাশ হস্তান্তর হরা হয়েছে।
রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নাছিমা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছিমা আক্তার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা এলাকার আব্দুল বারেকের স্ত্রী। আহতরা হলেন- নিহত নারীর বড় বোন ফারজানা আক্তার ও অটোরিকশা চালক। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অটোরিকশা চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ফারজানা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে অটোরিকশাটি জমিদারহাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নাছিমা আক্তার মারা যান। রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দু’জন। গত বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ আহমেদ (২৩) উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্ব পাড়া এলাকার ফুলু মিয়ার ছেলে। মোটরসাইকেলে থাকা আহত দু’জন একই এলাকার আলাল মিয়া (২২) ও কুট্টাপাড়া এলাকার জুনায়েদ মিয়া (২৪) আহত হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, শাহবাজপুর এলাকা থেকে সরাইল সদরে ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। স্থানীয়রা আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বালু ভর্তি লড়ি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। গতকাল গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মেলাদী গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালু ভর্তি লড়িটি গফরগাঁও থেকে-ভালুকা যাচ্ছিল। পেশাগত কারণে সজিব লড়িতে যাতায়াত করছিলেন। এসময় তিনি লড়ির উপর ঘুমিয়ে পড়েন। এসময় লড়ি থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর লড়িসহ ড্রাইভার পলাতক রয়েছে।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত না করে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় জিপ উল্টে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মনির হোসেন (২৪) ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ভাইবোনছড়া বাজার থেকে জিপ গাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মনির হোসেন। তবে মনির হোসেন দুর্ঘটনাকবলিত গাড়ির চালক ছিলেন না। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনায় নিহত মনির হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জে ঘন কুয়াশার কারণে গতকাল ৪টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে জেলার বাহুবল উপজেলার ফায়ার সার্ভিসের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। একই মহাসড়কের বাগানবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ৫ জন গুরুতর আহত হন। এছাড়া সকাল ৮টার দিকে একই মহাসড়কের চলিতাতলা ও মুগকান্দি মধ্যবর্তী স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে ৯ যাত্রী আহত হয়।
অপরদিকে দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাকে হবিগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
৪টি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১২ জনকে হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিটি দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
আহত কয়েকজন যাত্রী জানান, কুয়াশার কারণে সড়কে কিছুই দেখা যায় না। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালানোর পরও এই দুর্ঘটনা ঘটেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, প্রতিটি দুর্ঘটনাই ঘন কুয়াশার কারণে হয়েছে। মহাসড়কে দুই হাত পর কিছুই দেখা যায় না। কুয়াশা বাড়াতে গাড়ি চালানো কঠিন হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে
বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা
জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন
বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি : উপদেষ্টা ফাওজুল
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
আরও

আরও পড়ুন

বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল-আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল-আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন

যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন

জামায়াতকে কোন ইসলামী দল বলে মনেকরিনা -আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

জামায়াতকে কোন ইসলামী দল বলে মনেকরিনা -আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

রুয়েটের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রুয়েটের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কালীগঞ্জে ছাত্রদল সভাপতি মবিন খানের স্মরণ সভা

কালীগঞ্জে ছাত্রদল সভাপতি মবিন খানের স্মরণ সভা

একমাত্র সঞ্জয়ই দোষী, সাজা ঘোষণা সোমবার

একমাত্র সঞ্জয়ই দোষী, সাজা ঘোষণা সোমবার

চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

শুল্ক ও কর বৃদ্ধি যেভাবে প্রভাব ফেলবে সিগারেটের বাজারে

শুল্ক ও কর বৃদ্ধি যেভাবে প্রভাব ফেলবে সিগারেটের বাজারে

বায়ুদূষণের প্রভাবে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু: গবেষণা

বায়ুদূষণের প্রভাবে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু: গবেষণা

যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়: সংস্কৃতি উপদেষ্টা

যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়: সংস্কৃতি উপদেষ্টা

তরুণদের জন্য সেরা প্ল্যাটফর্ম বিপিএল: আর্থার

তরুণদের জন্য সেরা প্ল্যাটফর্ম বিপিএল: আর্থার

ইরানের প্রেসিডেন্টের সালামের উত্তর দিলেন পুতিন

ইরানের প্রেসিডেন্টের সালামের উত্তর দিলেন পুতিন

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

সিএমজেএফ টকে ডিএসই চেয়ারম্যান  জুনের মধ্যে গতি ফিরে পাবে শেয়ারবাজার

সিএমজেএফ টকে ডিএসই চেয়ারম্যান জুনের মধ্যে গতি ফিরে পাবে শেয়ারবাজার

আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের

আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের

চিকিৎসা নীতিশাস্ত্র গবেষণায় মধ্যপ্রাচ্যে প্রথম ইরান

চিকিৎসা নীতিশাস্ত্র গবেষণায় মধ্যপ্রাচ্যে প্রথম ইরান

জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে

এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে

ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা

ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা

হাকিমপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন

হাকিমপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন