নিউইয়র্কে কনস্যুলেট ও ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশিদের বিক্ষোভ
১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম
ভারতীয় আগ্রাসন, সীমান্তে হত্যা, মিথ্যা অপপ্রচার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক হস্তক্ষেপের বিরুদ্ধে নিউইয়র্কে কনস্যুলেট ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় হাইকমিশন ভবনের সামনে প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে।
প্যাট্রিয়টস অব বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক ঐক্য ফোরাম ইউএসএ বৃহস্পতিবার এই কর্মসূচী পালন করে। তবে এই কর্মসূচি চলাকালে কনস্যুলেটের নিরাপত্তা রক্ষীদের বাঁধার মুখে প- হয়ে যায় প্রতিবাদ কর্মসূচি এবং কনস্যুলেটে স্মরকলিপি প্রদান কর্মসূচী। নিরাপত্তা রক্ষীদের বাধা এবং স্মারকলিপি গ্রহণে ভারতীয় কনস্যুলেটের অস্বীকৃতিতে বাকবিত-াও হয়। অপরদিকে গত শুক্রবার ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাংলাদেশি স্টুডেন্ট এন্ড কমিউনিটি এই বিক্ষোভের আয়োজন করে।
প্রচন্ড ঠা-া উপক্ষা করে প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা আর প্লাকার্ড হাতে ভারতীয় কনস্যুলেট ভবনের সামনে সেøাগান চলে মুহুর্মুহু। কর্মসূচীর শেষের দিকে কনস্যুলেটে স্মারকলিপি পেশ করার সময় নিরাপত্তা রক্ষীরা বাধা দেয় এবং স্মারকলিপি গ্রহণ এবং জমা দিতে দেয়নি বলে জানান আয়োজকরা। ফলে বাধার মুখে নির্ধারিত সময়ের আগেই প্রতিবাদ সমাবেশ শেষ করতে হয় ছাত্র ও নাগরিক সমাজকে।
স্মারকলিপিতে বাংলাদেশে বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ সমাবেশে সাবেক ছাত্র নেতা আলী ইমাম শিকদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল কাদের, আখতার হোসেন সাগর, গোলাপী বেগম, ফাহাদ খান, জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।
ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ : অপরদিকে ‘সত্যি বল এবং ভুল মেনে নাও’ শ্লোগানকে সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশি স্টুডেন্ট এন্ড কমিউনিটি ভারতের আগ্রাসন এবং বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফরিদ আহমেদ, প্রাক্তন গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. হাসমত সিকদারসহ কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ তফাদার, আবু সাইদ মাহফুজ, কাজি এম রহমান, মঞ্জুরুল আলম, মোহাম্মদ তোফায়েল, বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনা করেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষক ড. নজরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মঞ্জুরুল আলম, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ তোফায়েল এবং এস এম জাহিদুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের মানুষ বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা, ভাঙচুরের মাধ্যমে হীন মন-মানসিকতার পরিচয় দিয়েছে। ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত আছে বলেও এই সমাবেশ থেকে জানানো হয়। বক্তারা বলেন, আওয়ামী ফ্যাস্টিট দলের সদস্যরা ভারতের সাথে ইন্ধন করে ইসকনের নামে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের সকল ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা