ঢাকা   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১
আওয়ামী শাসনামলে কুষ্টিয়া

১৫ বছরে হানিফ-আতার ভাগ্যের চাকা ঘুরেছে রকেটের গতিতে

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম


মাহবুবউল আলম হানিফ আর আতাউর রহমান আতা। কুষ্টিয়ার রাজনীতিতে সবচেয়ে আতঙ্কের নাম। নানা কারণে আলোচিত-সমালোচিত এই দুই ব্যক্তি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী কয়েকজন নেতার মধ্যে অন্যতম হানিফ। আর কুষ্টিয়ায় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে চরম আতঙ্কের আরেক নাম তার দূর সম্পর্কের চাচাতো ভাই আতাউর রহমান আতা। স্থানীয় রাজনীতি থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরেই হানিফ আর আতার কথাই ছিল শেষ কথা। এই দু’জনের ইশারা ছাড়া কুষ্টিয়ায় যেন একটি গাছের পাতাও নড়তো না। তাদের বিরুদ্ধে এতদিন কারো টু শব্দ করার সাহস ছিল না।

এক কথায় বলতে গেলে হানিফ-আতার সাম্রাজ্য কুষ্টিয়ায় এতদিন সবাই ছিল বোবা। এক যুগ আগেও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও তার চাচাতো ভাই আতাউর রহমান আতার দৃশ্যমান তেমন কোনো ব্যবসা-বাণিজ্য ও সম্পদ ছিল না। অথচ আওয়ামী লীগের ক্ষমতার প্রায় সাড়ে ১৫ বছরে হানিফ-আতার ভাগ্যের চাকা ঘুরেছে রকেট গতিতে। আওয়ামী লীগের টানা তিন মেয়াদে দুজন হয়ে ওঠেন মহাক্ষমতাধর, পাশাপাশি গড়ে তোলেন সম্পদের পাহাড়। নিজ জেলা কুষ্টিয়া ছাড়াও রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে অন্তত চারটি জেলায় তাদের সম্পদ ও ব্যবসা-বাণিজ্য রয়েছে বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

দলীয় পদকে পুঁজি করেই সারাদেশে হানিফ জাল ফেলে তৈরি করেন বড় নেটওয়ার্ক। দুই ভাই মিলে বাগিয়ে নিয়েছেন মাদক বিক্রির টাকা থেকে শুরু করে নানা ব্যবসা-বাণিজ্য। দেশে নানা সম্পদ গড়ার পাশাপাশি কানাডাসহ কয়েকটি দেশে হানিফ-আতার সম্পদ ও ব্যবসা-বাণিজ্য রয়েছে বলেও জানা গেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দিয়ে আছেন হানিফ-আতা। তাদের সম্রাজ্যে ভেঙে পড়েছে। সেই সঙ্গে তাদের দোসররাও পালিয়েছে।

নামে-বেনামে হানিফের সম্পদের পাহাড় : হানিফের কপাল খুলে যায় শেখ পরিবারের আত্মীয় হওয়ার সুবাদে। দলের শীর্ষ পদ পাওয়ার পরই তার কাছে লোকজনের আনাগোনা বাড়তে থাকে। দলের পদ-পদবি পাওয়ার জন্য অনেকেই ছুটে আসতেন তার কাছে। এছাড়া ঢাকা কেন্দ্রিক নানা কাজের তদবিরও করতেন হানিফ। দলের পদ-পদবি দেওয়ার নামে যেমন অর্থ বাণিজ্য করেছেন তেমনি নানা তদবির, টেন্ডার বাণিজ্যে, বড় বড় কাজ বাগিয়ে নেওয়ার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা।

ঢাকায় হানিফের পক্ষে তদবির বাণিজ্য দেখাশোনা করতেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের দুই সাবেক সভাপতি শেখ হাসান মেহেদী ও মাজহারুল আলম সুমন। এছাড়াও হানিফের দুই পিএস-এপিএস রাজু ও টুটুল হানিফের হয়ে দেশব্যাপী নানা দেনদরবার ও তদবির বাণিজ্যের দেখভাল করতেন। হানিফের পাশাপাশি এই চারজনও গাড়ি-বাড়ি, ফ্ল্যাটসহ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। হানিফের ব্যবসা প্রতিষ্ঠানের নাম কোয়েষ্ট ইন্টারন্যাশনাল। কারওয়ান বাজারে বিএমটিসি ভবনে তার ব্যবসায়িক ও রাজনৈতিক অফিস। সেই অফিস ও কুষ্টিয়ার বাসায় বসেই সব কিছু একহাতে নিয়ন্ত্রণ করতেন হানিফ। সর্বশেষ সংসদ নির্বাচনে হানিফ তার হলফনামায় আয়ের উৎস হিসেবে ব্যবসা উল্লেখ করেন। সর্বশেষ স্ত্রীর নামে কুষ্টিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লাইসেন্স নেন। লালন কলা বিশ্ববিদ্যালয় নামে কার্যক্রম শুরু করেছেন জেলা পরিষদের নবনির্মিত ভবনে।

হানিফের কপাল খুলে যায় শেখ পরিবারের আত্মীয় হওয়ার সুবাদে। দলের শীর্ষ পদ পাওয়ার পরই তার কাছে লোকজনের আনাগোনা বাড়তে থাকে। দলের পদ-পদবি পাওয়ার জন্য অনেকেই ছুটে আসতেন তার কাছে। এছাড়া ঢাকা কেন্দ্রিক নানা কাজের তদবিরও করতেন হানিফ। দলের পদ-পদবি দেওয়ার নামে যেমন অর্থ বাণিজ্য করেছেন তেমনি নানা তদবির, টেন্ডার বাণিজ্যে, বড় বড় কাজ বাগিয়ে নেওয়ার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা।

জেলা পরিষদ সূত্র জানায়, গত বছর বিশ্ববিদ্যালয়ের নামে ৭ম ও ৮ম তলা ভাড়া নেওয়া হয়। মাসিক ভাড়া চার লাখ টাকা। আর জামানত বাবদ এককালীন প্রদান করা হয় ৫০ লাখ টাকা। শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হলেও পট পরিবর্তনের কারণে এখনও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়নি। ৫ আগস্টের পর খোলস পাল্টে বিশ্ববিদ্যালয়টি চালু করার জন্য হানিফ তার স্ত্রী ফৌজিয়া আলমকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে চেয়ারম্যান পদে বসিয়েছেন হেলথকেয়ার ফার্মার সিইও হানিফের ব্যবসায়িক পার্টনার হালিমুজ্জামানকে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টি সাজাতে এবং অ্যাকাডেমিক কার্যক্রম চালু করার জন্য কয়েক কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে হানিফের আরো কয়েকজন যে অংশীদার (পার্টনার) রয়েছেন তাদের মধ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় কুমার সুরেকা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনুপ কুমার নন্দী অন্যতম।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান হানিফের ব্যবসায়িক পার্টনার হালিমুজ্জামান কুষ্টিয়ার বিএনপির এক শীর্ষ নেতাকে ম্যানেজ করে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী ভর্তিসহ কার্যক্রম শুরু করার জন্য ব্যাপক তোড়জোড় চালিয়ে যাচ্ছেন।

দলের একাধিক সূত্র জানিয়েছে, রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে গত সাড়ে ১৫ বছরে শতশত কোটি টাকা কামিয়ে নিয়েছেন হানিফ। এসব টাকার বড় অংশ পাচার করেছেন কানাডাসহ কয়েকটি দেশে। শহরের হাউজিংয়ে ৫ কাঠার প্লটের ওপর ৭তলা বাড়ি নির্মাণ করা হয় কয়েক বছর আগে। প্রতি তলায় ৪টি করে ফ্ল্যাট আছে।

হাউজিং এলাকার বাসিন্দা আনিসুর রহমান বলেন, হাউজিং এর জমির সঙ্গে স্থানীয় একজনের জমি দখল করে এ বাড়ি নির্মাণ করা হয় কয়েক বছর আগে। আতার নামে হলেও পেছনে ছিলেন হানিফ। লোকজনের চোখ এড়াতেই হানিফ এ বাড়ি আতার নামে করেছেন বলে মনে করেন স্থানীয়রা। এসব ফ্ল্যাট সজ্জিত করতে দেশের বাইরে থেকে টাইলসসহ ফিটিংসের মালামাল আনা হয়। পিটিআই রোডে ৪ কাঠা জমির ওপর তিনতলা বাড়ি নির্মাণ করেন হানিফ। কাগজে-কলমে আতা ও তার স্ত্রীর নামে হলেও হানিফের অর্থে এ বাড়ি নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়রা জানান। প্রথম দিকে লালন বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড এ বাড়িতে লাগানো হয়। আতার সম্পদ নিয়ে দুদক অনুসন্ধান করার পর সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়র।

এছাড়া ঢাকা ও কুষ্টিয়ায় তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, শেয়ার, ব্যাংক ডিপোজিট আছে। দল ও অন্য কয়েকটি সূত্র জানায়, হেলথ কেয়ারের সিইও হালিমুজ্জামান হানিফের ব্যবসায়িক পার্টনার। দেশের বাইরে একটি বড় রাষ্ট্রে হেলথ কেয়ারের বিনিয়োগ আছে। সেখানে হানিফের অর্থ লগ্নি করা আছে। একই সাথে কুষ্টিয়ার শীর্ষ ব্যবসায়ী অজয় সুরেকার সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী কোটি কোটি লগ্নি করা আছে হানিফের। এসব কারণে অজয় সুরেকাকে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ করেন হানিফ। এসব বিষয়ে কথা বলতে হালিমুজ্জামানের মোবাইলে কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে। আর অজয় সুরেকা হানিফের সঙ্গে সম্পর্ক থাকলেও আওয়ামী লীগে জোর করে পদ দেয়া হয়েছে বলে দাবি করেন। এর বাইরে হানিফের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। হানিফের পরিবারের সদস্যরা কানাডায় থাকেন। সেখানে হানিফের মেজ ভাই ও বোনের স্বামী থাকেন।

সূত্র জানিয়েছে, হানিফ স্ত্রী ফৌজিয়া আলমের নামে কোনো কিছু না কিনলেও ভাই ও বোনের নামে সম্পদ করেছেন। এর মধ্যে হানিফের টাকায় সে দেশে একটি গ্যাস স্টেশন করেছেন তার ভাই। এছাড়া বাড়ি আছে বোন ও ভাইয়ের নামে। বোনের স্বামী ও হানিফের টাকায় নানা ব্যবসা-বাণিজ্য করেন বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, হানিফ দলের প্রভাব কাজে লাগিয়ে নদী খননের বড় বড় কাজ বাগিয়ে নিয়েছেন সারা দেশে। তার নিজের একাধিক ড্রেজার আছে।
সর্বশেষ কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় পদ্মা নদী শাসনের জন্য ১ হাজার ৪৭০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়। কাজ ভাগাভাগি হয় হানিফের ঢাকার অফিসে বসে। সেখানে হানিফ একাই ৫০০ কোটি টাকার কাজ নিজের কবজাায় নিয়ে নেন। এসব কাজ পরবর্তীতে বসিরের কাছে কমিশনে বিক্রি করে দেন। এ কাজ থেকে শতকোটি টাকা হাতিয়ে নেন হানিফ। হানিফের সময় কুষ্টিয়ায় বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্প, কুষ্টিয়া শহর ফোর লেন সড়ক প্রশস্তকরণ, কুষ্টিয়া বাইপাস সড়ক নির্মাণ, শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সেতু নির্মাণ, মুজিবনগর সমন্বিত উন্নয়ন প্রকল্প।

এছাড়া সম্প্রতি পদ্মা নদী শাসনে বড় একটি প্রকল্পের টেন্ডার হয়েছে। এসব প্রকল্পের প্রতিটি থেকেই হানিফ আগাম বাগিয়ে নেন কোটি কোটি টাকার কমিশন। প্রতিটি প্রকল্প থেকে শতকরা ১০ থেকে ১৫ ভাগ কমিশন আদায় করতেন হানিফ ও আতা। তার বাসায় বসে এসব ভাগাভাগি হতো। সেখানে সরকারি কর্মকর্তারা রাতে গিয়ে অর্থ দিয়ে আসতেন। এছাড়া নিয়োগ বাণিজ্য, বালু ঘাটের কমিশনসহ অন্যান্য কাজ থেকে যে আয় হতো তা হানিফ চাচাতো ভাই আতাউর রহমান আতার মাধ্যমে সংগ্রহ করতেন। সেই টাকা আতা নিজে হানিফের কাছে পৌঁছে দিতেন বলে জানান দলের নেতারা। এছাড়া হানিফের এপিএস জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুর ঢাকা-কুষ্টিয়ায় ব্যবসা ও ফ্ল্যাট আছে। তার সাথেও হানিফের ব্যবসা আছে।

সর্বশেষ কুষ্টিয়া মেডিকেলে যন্ত্রপাতি সরবরাহ করে হানিফের পছন্দের প্রতিষ্ঠান। এখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। কুষ্টিয়ার সব ঠিকাদারি কাজ, হাট-ঘাটের ইজারা, সরকারি-বেসরকারি অফিস আদালতে নিয়োগ, পদ্মা ও গড়াই নদীর বালু মহাল থেকে শুরু করে রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট ও বিআরটিএ অফিস ছাড়াও সব ক্ষেত্র থেকে হানিফের হয়ে কমিশন আদায় করতেন আতা। এমন কি আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ বিক্রির অভিযোগও রয়েছে হানিফের বিরুদ্ধে। হানিফ কুষ্টিয়ার রাজনীতি ছাড়াও সবকিছু নিয়ন্ত্রণ করতেন। এমনকি স্কুল কমিটির সভাপতি কে হবে সেটাও নির্ধারণ করে দিতেন হানিফ ও আতা।

হাউজিং এর জমির সঙ্গে স্থানীয় একজনের জমি দখল করে এ বাড়ি নির্মাণ করা হয় কয়েক বছর আগে। আতার নামে হলেও পেছনে ছিলেন হানিফ। লোকজনের চোখ এড়াতেই হানিফ এ বাড়ি আতার নামে করেছেন বলে মনে করেন স্থানীয়রা। এসব ফ্ল্যাট সজ্জিত করতে দেশের বাইরে থেকে টাইলসসহ ফিটিংসের মালামাল আনা হয়। পিটিআই রোডে চার কাঠা জমির ওপর তিনতলা বাড়ি নির্মাণ করেন হানিফ। কাগজে-কলমে আতা ও তার স্ত্রীর নামে হলেও হানিফের অর্থে এ বাড়ি নির্মাণ করা হয়েছে।

স্থানীয় রাজনীতিতে হানিফ-আতার আধিপত্য : হানিফ এমপি হলেও মন্ত্রীর থেকে বেশি প্রটোকল পেতেন। কুষ্টিয়ায় আসলে সামনে ও পেছনে থাকতো পুলিশের ভ্যান। এছাড়াও স্পেশাল সিকিউরিটি পেতেন তিনি। হানিফ কুষ্টিয়ায় আসলে ঘিরে থাকতেন ব্যবসায়ীদের একটি দল। তাদের কারণে দলীয় নেতা-কর্মীরা কথা বলার মতো সুযোগও পেতেন না। দলের নেতাদের বাদ দিয়ে তিনি বিএনপি-জামায়াতপন্থি ব্যবসায়ী ও নেতাদের সঙ্গে আঁতাত করে তাদের কাছে ভেড়ান। তাদের মাধ্যমে সিন্ডিকেট করে সব প্রতিষ্ঠান থেকে লুটে নেন কোটি টাকা। বিশেষ করে খাজানগর এলাকার তিনজন চালকল মালিকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে ফ্রেস এগ্রো ফুড, দেশ এগ্রোফুড, মেসার্স সুবর্না অটো মিলের মালিকের সাথে তার দহরম ছিল বেশি। একই সাথে কুষ্টিয়ায় খাদ্য সংগ্রহ থেকে কোটি কোটি টাকা লুটে নেওয়া হয়েছে বিগত ১৬ বছরে। এ টাকার বড় একটি অংশ দিয়ে কুষ্টিয়া শহরের এনএস রোডে আওয়ামী লীগের দলীয় অফিস নির্মাণ করেন হানিফ। এছাড়া কুষ্টিয়া শহরের ফোর লেন সড়ক নির্মাণ কাজের একটি প্যাকেজ হানিফের পার্টনার স্প্রেকটা লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ লাইসেন্সে হানিফ নিজেই কাজ করেন। এছাড়া মুজিব নগর সমন্বিত উন্নয়ন প্রকল্প থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শত শত কোটি কোটি টাকার ভাগ বাটোয়ারা হয়েছে। সব কাজ ভাগাভাগি করেছেন হানিফ ও তার ভাই আতাসহ আওয়ামী লীগের নেতারা।
মুজিব নগর সমন্বিত প্রকল্পের প্রকৌশলীরা জানান, টেন্ডারে বেশির ভাগ কাজ নিতেন আতা। হানিফের নির্দেশে তাকে বড় বড় কাজ দিতে হয়েছে। হানিফের অত্যাচার নির্যাতন থেকে আওয়ামী লীগের নেতারা যেমন বাদ যায়নি তেমনি বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে তার বাহিনী দিয়ে।

জেলা যুবদল নেতা আল আমিন কানাই বলেন, গত নির্বাচনের আগে কাউন্সিলর কৌশিক আহম্মেদ বিচ্চু আমার বাসায় গিয়ে জানায়, হানিফের ভাই আতা সাহেব আপনার সঙ্গে চা খাবেন। আমি বলি এত বড় নেতার সাথে চা খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এরপর থেকে তারা আমার বাড়িতে মাস্তান পাঠিয়ে হেনস্তা করে, আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। পরে আমি ব্রেইন স্ট্রোক করি। মানসিক ও শারীরিকভাবে তারা আমাকেসহ দলের বহু নেতাকে গত ১৬ বছরে শেষ করে দিয়েছে।

হানিফ-আতার বশ্যতা স্বীকার না করার কারণে গত বছর হানিফ-আতার ক্যাডার বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জ। নির্যাতনের পর থেকে এক প্রকার পঙ্গুত্ব বরণের পথে এই ছাত্রলীগ নেতা।

সম্প্রতি কুষ্টিয়ায় বাড়ি প্রবাসী ছাত্রলীগের সাবেক নেতা খন্দকার মাহতাবুল হক জয় তার নিজের ফেসবুকে লিখেছেন, ‘সুইপার থেকে সুপারস্টার সবকিছুর টাকা তার পেটে, আমরা ত্যাগী ও প্রবীণ, সকল দলের সাথে আমাদের সৌহার্দ্য। আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করব কিন্তু হানিফ ও আতা কুষ্টিয়া শহর সদরের রাজনীতিতে যদি কোনোদিন ফিরে তাহলে ঐদিন আদর্শকে কোরবানি দিব’।

সাংবাদিক নির্যাতন : হানিফের নামে নিউজ করে মামলা ও হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। মামলা দিয়ে জেলে পাঠান দৈনিক যুগান্তর প্রতিনিধি এএম জুবায়েদ রিপন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, মওদুদ রানাকে (বর্তমানে সময় টিভি রাজশাহীতে কাজ করেন)। সেসময় তিনি যমুনা টিভিতে কর্মরত ছিলেন। এর বাইরে মুন্সী শাহিন আহম্মেদ জুয়েল ও অঞ্জন শুভ নামের দুই সাংবাদিক হানিফের রোষানলে পড়ে মিথ্যা মামলায় কারাগারে যান।

এছাড়াও কলকাঠি নেড়ে অনেকেরই ঢাকার মিডিয়ার চাকরি খেয়েছেন। গত ৫ আগস্টের পর হানিফ ও আতাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে হত্যাসহ একাধিক মামলা হয়েছে। গা ঢাকা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতা। জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সাথে কথা হয় বর্তমান পরিস্থিতি ও হানিফ এবং আতার বিষয়ে।

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের কয়েক জন নেতা বলেন, ‘হানিফ-আতা রাজনীতি করার জন্য কুষ্টিয়ায় আসেনি। এসেছিলেন বাণিজ্য করার জন্য। তার সময় দল যেমন ধ্বংস হয়েছে তেমনি বিএনপি ও অন্য দলের গুটিকয়েক নেতা ও ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এদের মাধ্যমে হানিফ-আতা সিন্ডিকেট করে সব কাজ থেকে টাকা নিয়ে গেছেন। দুই ভাই মিলে দেশের বাইরে টাকা পাচার করেছেন, গাড়ি ও বাড়ি করেছেন সেখানে। নেতাকর্মীরাও তার হাত থেকে রেহাই পায়নি।
যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা : কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আমিনুল হক রতন বলেন, হানিফ-আতা এই দুই ভাইয়ের কারণে কুষ্টিয়ার রাজনীতি ধ্বংস হয়ে গেছে। একক আধিপত্য বিস্তার করে আওয়ামী লীগের আদর্শ থেকে তারা বিচ্যুত হয়েছিল।

এদিকে কুষ্টিয়ায় বাড়ি প্রবাসী নেতা খন্দকার মাহতাবুল হক জয় তার নিজের ফেসবুকে লিখেছেন, ‘সুইপার থেকে সুপারস্টার সবকিছুর টাকা তার পেটে, আমরা ত্যাগী ও প্রবীণ, সকল দলের সাথে আমাদের সৌহার্দ্য। আওয়ামী লীগ করি আওয়ামী লীগ করব কিন্তু হানিফ ও আতা কুষ্টিয়া শহর সদরের রাজনীতিতে যদি কোনোদিন ফিরে তাহলে ওই দিন আদর্শকে কোরবানি দিব’।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
আরও

আরও পড়ুন

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি  বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি

বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি

মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা

উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা

ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০

ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের

পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা