হলুদ চাদরে ঢাকা পড়েছে চলনবিলের বিস্তীর্ণ মাঠ
১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম
এ যেন হলুদের গালিচা বিছানো গ্রাম জনপদ। যতদূর চোখ যায় দেখা যায় চারিদিকে হলুদের আগুন লেগেছে। বেলা বাড়ার সাথে সাথে এর তীব্রতা বাড়তেই থাকে। এলোমেলো বাতাস এই হলুদ চাদরে দোল দেয় বার বার। সরিষা ফুলের এমন সুন্দর আভা এখন সিরাজগঞ্জে প্রতিটি উপজেলা সহ চলনবিল এলাকার প্রতিটি মাঠের। সরিষা খেতের ফুল থেকে ফুলে উড়ে গুণ গুণ শব্দে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। এ এক অন্য রকম দৃশ্য। এমন দৃশ্য যে কারো মন হারিয়ে যায় অজানায়। চোখ জুড়ানো প্রাকৃতিক এমন সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছে নানা বয়সি ভ্রমণ পিপাসু মানুষ। শুধু সৌন্দর্যই নয়, দেশে সরিষা ও এর ফুল থেকে মধু উৎপাদনেও শীর্ষস্থান দখল করেছে সিরাজগঞ্জ ও চলনবিল।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, দেশের সবচেয়ে বেশি সরিষার আবাদ হয় সিরাজগঞ্জ জেলা সহ চলনবিলে। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর-তিন জেলার ৯টি উপজেলা নিয়ে বর্তমান চলনবিলের বিস্তৃতি। জেলা হিসেবে সিরাজগঞ্জ আর উপজেলা হিসেবে উল্লাপাড়ায় দেশের সবচেয়ে বেশি সরিষা চাষাবাদ হয়। বর্ষাকালে এখানকার মাঠ ঘাট তলিয়ে যাওয়ায় জমিতে পলিপড়ে। উর্রর এই মাটিতে বন্যার পানি নেমে যাওয়ার পর পরই রবি সরিষা আবাদ করে কৃষকরা। অল্প সময় এবং খরচে এ ফসলের ফলনও হয় বাম্পার। জেলায় চলতি রবি মৌসুমে ৮৭ হাজার ১২৫ হেক্টর এবং উল্লাপাড়া উপজেলায় ২৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রণোদনা দেয়ায় ক্রমেই চাষাবাদের পরিধি বাড়ছে। অল্প খরচ, কম সময়ে বেশি লাভ এ চাষাবাদে। মাঠে মাঠে আগাম সরিষার গাছের ভাল ফলন দেখা যাচ্ছে এবার। ইতোমধ্যে আগাম সরিষার খেত ফুলে ফুলে ভরে গেছে। হলুদের চাদরে ঢাকা পড়তে শুরু করেছে মাঠ ঘাট। সরিষার ফুল থেকে পোশা মৌমাছি দিয়ে মধু আহরণে এসেছে দেশের বিভিন্ন প্রান্তের কয়েক শতাধিক মৌচাষি।
উল্লাপাড়া রামকৃঞ্চপুর এলাকার কৃষক আমজাদ হোসেন জানান, এবার তিনি ৬ বিঘা জমিতে রবি সরিষার আবাদ করেছেন। এ জন্য কৃষি অফিস থেকে সার বীজ পেয়েছেন। তার জমিতে আগাম সরিষার ফুলে ভরে গেছে। তিনি আশা করছেন প্রতি বছরের মতো এবারও ভাল ফলনের।
উল্লাপাড়ার হাটিকুমরুল এলাকার মৌচাষি মো.আব্দুর রশিদ জানান, এ মৌসুমে তিনি সরিষা ফুল থেকে তার খামারের মৌমাছি দিয়ে প্রায় ১২ টন মধু আহরণের আশা করছেন। যা তিনি ১২ হাজার টাকা মন দরে পাইকারী বিক্রি করেন। তার মতো প্রায় ৩ শতাধিক মৌচাষি এই মৌসুমে সিরাজগঞ্জ সহ চলনবিল এলাকা থেকে সরিষা ফুল থেকে মধু আহরণ করবে। এর মাধ্যমেও কর্মসংস্থান হয়েছে অনেক বেকার খামারী যুবকের। পাশাপাশি উৎপাদিত মধু দেশের বাজারের চাহিদা পূরণ করায় আমদানি কমে আসছে।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, ভোজ্য তেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জন্য আমরা সরিষার চাষাবাদ বৃদ্ধি করতে সব রকম চেষ্টা চালাচ্ছি। এ জন্য কৃষকদের প্রণোদনা,মৌচাষীদের কৃষি বিভাগ থেকে সব রকমের সহযোগীতা দেয়া হচ্ছে। নিচু জমিতে ফসলের মধ্যে রিলে পদ্ধতিতে সরিষা চাষাবাদ করানো হয়েছে। এ উপজেলায় ১ লাখ ৮২ হাজার কেজি সহ পুরো জেলায় প্রায় ৪০০ টন মধু আহরণ করা হবে। এখানে সরিষা উৎপাদিন বৃদ্ধি পাওয়ায় বিদেশ থেকে সয়াবিন তেল এবং মধু আমাদানি কমে আসছে। এতে দেশে অর্থনৈতিক সাশ্রয় হচ্ছে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা